শিরোনাম

জাতীয়

আনসার বাহিনীকে কি গ্রেফতারের অনুমতি; কি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ?

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আনসার বাহিনীকে গ্রেফতারের অনুমতি দেওয়া হয়েছে। এমন তথ্যে বিএনপি উদ্বেগ প্রকাশ করেছে। বিএনপির সাথে অনান্য রাজনৈতিক দলগুলোও বিরোধীতা করছে।

তবে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এ তথ্য সম্পূর্ন ভুল। আনসার বাহিনীকে গ্রেফতারের অনুমতি কখনোই দেওয়া হয়নি।

asadujjaman-khan-kamal-home-minister-newsasia24

তিনি আরও বলেন, এটা একটা মিসইনফরমেশন । আনসার বাহিনীকে গ্রেফতার করার অনুমতি দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই।

আনসার বাহিনী পুলিশের ক্ষমতা পেতে যাচ্ছে—এমন প্রচারণার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আরেকটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে প্রকাশ হয়েছে, আনসার পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে—এগুলো সব মিসইনফরমেশন।

না ফেরার দেশে সাবেক যোগাযোগমন্ত্রী

নিউজ এশিয়া২৪ডেস্ক: দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন সাবেক যোগাযোগমন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ সময় তার বয়স হয়েছিল ৭২ বছর।

তিনি মাাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

তার মরদেহ হিমাঘরে রাখা হয়েছে। তার এক মেয়ে দেশের বাইরে আছেন। তিনি আসার পর দাফন কার্য সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরের ডাসার বেতগ্রামে জন্মগ্রহণ করেন।

alhaz-soyod-abul-hasan

আরও পড়ুন:

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

১৯৯৬ সালে এলজিইডি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৯৬ সালে।

এরপর তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

কক্সবাজারে হামুনের আঘাতে নিহত-৩

নিউজিএশিয়া২৪ ডেস্ক: কক্সবাজারে হামুনের আঘাতে ৩ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পরপরই কক্সবাজার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় হামুন।

tornedo-hamun-newsasia24 1

জানা গেছে, বাড়ির দেয়াল ধসে আবদুল খালেক (৩৮) নিহত হয়েছেন।

অপরদিকে মহেশখালীর মুন্সির ডেইল গ্রামে গাছচাপায় হারাধন এবং চকরিয়ার বদরখালীতে আসকর আলী নিহত হন।

আরও পড়ুন: 

আবহাওয়া অফিস থেকে জানা গেছে, ঘূর্ণিঝড় হামুন গতিপথ পরিবর্তন করেছে। ফলে এটি কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র উপকূলের দিকে ক্রমে ধাবিত হচ্ছে। কক্সবাজার ও চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে । ঝড়ের কারণে বেশ কিছু গাছপালা ভেঙে পড়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই স্থায়িত্ব ছিল প্রায় দুই ঘণ্টা। এটি গড়ে ১০০ কিলোমিটার বেগে কক্সবাজার উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝর হামুনের সর্ব্বোচ্চ গতিবেগ ছিল ১৪৮ কিলোমিটার।

শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে পালিত হল শেখ রাসেল দিবস

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বরগুনায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করল শুভসংঘ।

বরগুনার বেতাগী বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শেখ রাসেল দিবসে পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

rasel-dibosh.jpg October 18, 2023 46 KB 600 by 300 pixels

 

আজ বুধবার সকাল ১১টায় বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেলের চিত্র অংকন করে শিক্ষার্থীরা।

 

শেখ রাসেলের জীবন বৃত্তান্তের ওপর রচনা প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মোনাজাত করা হয়েছে।

আরও পড়ুন:

 

বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমানের সভাপতিত্বে সহকারি শিক্ষক ফাইজুর রহমান টিটু’র সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন, বেতাগী উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি স্বপন কুমার ঢালী, সভাপতি আলহাজ্ব মো. কামাল হোসেন খান ।

বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খাতা, কলম ও কলমবক্স বিতরণ করা হয়।

শেখ রাসেল দিবস আজ

নিউজ  এশিয়া২৪ ডেস্ক: আজ ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস ।

শহীদ শেখ রাসেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র। আজ তার ৬০ তম জন্মদিন।

শেখ রাসেল দিবসটি ২০২১ সাল থেকে পালন করা হচ্ছে।

এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় হল ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।

১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।

seikh-rasel-newsasia24

এই দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক আবেগঘন বাণীতে ছোট ভাইকে স্মরণ করেছেন।

বাণীতে শেখ হাসিনা বলেন, ‘শেখ রাসেল আজ আমাদের মাঝে নেই, কিন্তু আছে তার পবিত্র স্মৃতি। বাংলাদেশে সব শিশুর মধ্যে আজও আমি রাসেলকে খুঁজে ফিরি। এই শিশুদের রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে।

আরও পড়ুন:

এমন এক উজ্জ্বল শিশুর সত্তা বুকে ধারণ করে বাংলাদেশের শিশুরা বড় হোক। খুনিদের বিরুদ্ধে তারা তীব্র ঘৃণা বর্ষণ করুক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দেশের সব শিশু এগিয়ে আসুক।’

দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় শহীদ শেখ রাসেলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

সেই সাথে ১৫ আগস্টে নিহত সব শহীদের সমাধিতেও পুষ্পস্তবক অর্পণসহ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিশ্ব দারিদ্র দূরীকরণ দিবস আজ ১৭ অক্টোবর

নিউজ এশিয়া২৪: আজ বিশ্ব দারিদ্র দূরীকরণ দিবস’। প্রতিবছর ১৭ অক্টোবর সারা বিশ্বে এ দিবসটি পালিত হয়।

বিশ্বজুড়ে মানুষের অসমতা দারিদ্র্য, ক্ষুধা দূর করাই দিবসটির মূল লক্ষ্য। দিবসটি আমাদের দেশেও গুরুত্বের সঙ্গে পালিত হয়।

এই দিবসটির প্রতিপাদ্য বিষয় “উপযুক্ত কাজ এবং সামাজিক সুরক্ষা: সকলের জন্য মর্যাদা।”

world-poor-day-newsasia24

জাতিসংঘ ১৯৯৫ সালকে আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ বর্ষ হিসেবে ঘোষণা করে। জাতিসংঘের পর্যবেক্ষণে দেশে দেশে দারিদ্র্য ও বঞ্চনা বিশেষ গুরুত্ব পায়।

আরও পড়ুন:

ফ্রান্সভিত্তিক এনজিও এটিডি ফোর্থ ওয়ার্ল্ড অতি দারিদ্র্য দূরীকরণের জন্য আন্দোলন করে। এতে তারা ১৭ অক্টোবর সফলতা লাভ করে।

এই ১৭ অক্টোবরকে আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালনের কথা পর্যালোচনা করা হয়।

এর আলোকে জাতিসংঘের সাধারণ পরিষদও ১৭ অক্টোবরকে আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস ঘোষণা করে।

দুর্গাপূজা উপলক্ষে পুলিশের ৮ টি পরামর্শ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ৮ টি পরামর্শ দিয়েছে।

আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর দিন থেকে শুরু হবে সনাতন ধর্মের বড় উৎসব দুর্গাপূজা।বাংলাদেশ পুলিশ দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে ৮টি পরামর্শ দিয়েছে ।

সোমবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো পুলিশ সদরদপ্তরের পরামর্শগুলো হলো-

১। পূজামণ্ডপে আগত নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশপথ ও প্রস্থান পথের ব্যবস্থা রাখা। পূজামণ্ডপে কোনো ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ করা থেকে বিরত থাকা।

২। পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন করা। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আর্চওয়ে গেট স্থাপন করা।

৩। পূজামণ্ডপে ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা। সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর, চার্জার লাইট, হ্যাজাক লাইটের ব্যবস্থা রাখা।

durga-puja.jpg October 16, 2023 39 KB 600 by 300 pixels

 

৪। পূজামণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ করা। স্বেচ্ছাসেবকদের আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও স্বেচ্ছাসেবক লেখা আর্মড ব্যান্ড থাকা। রাতে পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকদের উপস্থিতি নিশ্চিত করা।

৫। পূজা চলাকালে আতশবাজি ও পটকা ফুটানো থেকে বিরত থাকা।

আরও পড়ুন:

 

৬। দুর্গাপূজা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম যেমন-ফেসবুক, ইউটিউব, টুইটার অথবা ব্লগে এবং মোবাইল ফোনের মাধ্যমে কেউ যেন অমূলক ঘটনা বা গুজব সৃষ্টি করে কিংবা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকা। এ ধরনের পরিস্থিতি হলে পুলিশকে জানানো।

৭। পূজা উদযাপনকালে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। আজান ও নামাজের সময় মাইক ও বাদ্য বাজানো বন্ধ রাখা।

৮। প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রার নির্ধারিত রুট ব্যবহার করা। পূজামণ্ডপে শোভাযাত্রা এবং প্রতিমা বিসর্জনের সময় পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করা।

প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০, ডিএমপি কন্ট্রোল রুম ০২-৫৫১০২৬৬৬, ০২-২২৩৩৮১১৮৮, ০২-৪৭১১৯৯৮৮, ০১৩২০০৩৭৮৪৫-৪৬, র‍্যাবের কন্ট্রোল রুম ০২-৪৮৯৬৩১১৭, ০১৭৭৭৭২০০২৯ এবং ফায়ার সার্ভিস সেন্ট্রাল কন্ট্রোল রুম ০২-২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩১৮১-৮২ নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছে পুলিশ।

এছাড়া, যেকোনো জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবা পেতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৯ জেলেকে আটক

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৯ জেলেকে আটক করা হয়েছে।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৯ জেলেকে আটক করা হয়েছে।

আজ সোমবার(১৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্য বিভাগের উদ্যেগে চরফ্যাশন ও সদর উপজেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৯ জন কে আটক করেছে।

 

এদের মধ্যে চরফ্যাশনের ১৭ জন ও সদরের দুইজন রয়েছে।

এসময় তাদের কাছে ২৩ কেজি ইলিশ মাছ, তিনটি নৌকা ও ১২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।

আরও পড়ুন:

 

সদর উপজেলায় আটক হওয়া দুইজনকে আড়াই হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, সদরে আটক হওয়া দুইজনকে ৫ হাজার টাকা ও চরফ্যাশনে আটককৃত ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করা হবে।

এছাড়া জব্দকৃত মাছ অসহায়দের মধ্যে বিতরণ ও জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সরকার ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মাছ আহরন , মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।

বিশ্ব খাদ্য দিবস আজ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ সোমবার(১৬ অক্টোবর) আজ বিশ্ব খাদ্য দিবস। বাংলাদেশের কুষি মন্ত্রণালয় ও জাতিসংঘেরে উদ্যোগে দেশেও পালিত হবে দিবসটি।

এবারের প্রতিপাদ্য বিষয় “পানি জীবন, পানিই খাদ্য। কেউ থাকবে না পিছিয়ে।”

world-food-day-newsasia24

সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচিতে পালিত হবে দিবসটি। এতে উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।

‘পানি জীবন, পানিই খাদ্য। কেউ থাকবে না পিছিয়ে।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি।

এই দিবসটি কেন্দ্র করে আগামীকাল সকাল ১০টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ সভা।

আরও পড়ুন:

এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম।

আলোচনাসভা শেষে দুপুরে বন্যা ও পানি ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত হবে কারিগরি সেশন ।

ব্যাঙের ছাতার মত পুলিশের বক্স

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  মেয়র আতিকুল ইসলাম বলেন,এখন ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন নিয়ে পুলিশ বক্স হচ্ছে। এতে শহর দেখতে ভালো লাগে না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের এমন কথার জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।আসাদুজ্জামান খান বলেন, ব্যাঙের ছাতার মতো নয়। পুলিশ তার প্রয়োজনেই বক্স তৈরি করেছে।

আজ রবিবার (১৫ অক্টোবর)  রাজধানীর ফার্মগেটের ফুটওভার ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র আতিক বলেন, আমি একটি ট্রাফিক পুলিশ বক্স উঠিয়ে দিয়েছিলাম। কারণ সেখানে আট ইঞ্চি ঢালাই দিয়ে পুলিশ বক্স বানানো হয়েছে। অথচ বিষয়টি সিটি করপোরেশন জানে না।

police-box-newsasia24
প্রতিকী ছবি

এখন ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন নিয়ে বসা পুলিশ বক্স তৈরি হচ্ছে।

এতে শহরটা নষ্ট হয়ে যায়, শহর দেখতে ভালো লাগে না। আপনারা যেখানে পুলিশ বক্স বসাবেন সেখানে আমরা ডিএমপি পুলিশ কমিশনারের মাধ্যমে বা অ্যাডিশনাল কমিশনারের মাধ্যমে নতুন পুলিশ বক্স বানিয়ে দেব।

আরও পড়ুন:

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে যানজট নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করছে।এতে জনগনের ভালো হয়।

তাদের কথাও আমাদের চিন্তা করতে হবে। তাদের যেন কোন অসুবিধা না হয় এ জন্যই ছোট ছোট পুলিশ বক্স তৈরি করেছেন।

আমি মেয়রকে রিকোয়েস্ট করছি, যতগুলো বক্স রয়েছে সেখানে আপনি ব্যবস্থা নেবেন।