শিরোনাম

শীর্ষ সংবাদ

বাংলাদেশের লক্ষ্য ২৮০ রান

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বাংলাদেশের লক্ষ্য নির্ধারিত হয়েছে ২৮০ রান।

ফিরে আসার আগে জয় দিয়ে কিছু স্বস্তি পাওয়ার ম্যাচ বাংলাদেশের।

khela

বিশ্বকাপে দিল্লির এই মাঠে প্রথম ইনিংসে গড় সংগ্রহ ৩৪০ এর বেশি।

সে হিসেবে লক্ষ্যকে মন্দ বলা যায় না। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এই রান তাড়া করতে জ্বলে উঠতে হবে বাংলাদেশ টপ অর্ডারকে।

চারিথ আসালাঙ্কার দারুণ সেঞ্চুরি, পাথুম ও সাদিরার ৪১ রান ভিত হিসেবে কাজ করে লঙ্কান ইনিংসের।

আরও পড়ুন:

বিশ্বকাপ অভিষেকে তানজিম সাকিব শিকার করেন ৩ উইকেট। সাকিব ও শরিফুল নেন ২টি করে উইকেট। মিরাজ একটি উইকেট পান।

অবরোধ কর্মসূচির ৩০ ঘণ্টায় ১৮ গাড়িতে আগুন

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বিএনপি ও জামায়াতের অবরোধ কর্মসূচির ৩০ ঘণ্টায় দেশব্যাপী ১৮টি গাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ।

গতকাল রবিবার (৫ নভেম্বর) সকাল ৪ থেকে আজ সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

buse agun

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ও ২১৬ জন সদস্য এসব আগুন নির্বাপণ করে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবরোধের ৩০ ঘণ্টায় রাজধানীতে ১০টি সহ ঢাকা বিভাগে ১৪টি এবং চট্টগ্রাম বিভাগে ৪টি গাড়িতে আগুন দেওয়া হয়। এর মধ্যে ১৩টি বাস, ২টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ১টি সিএনজি, ১টি লেগুনা পুড়ে যায়।

এই ১৮টি অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৩৬টি ইউনিট কাজ করে।

আরও পড়ুন:

রবিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টা ১১ মিনিটে গাজীপুরে বাসে আগুন, সোমবার ভোর ৫টা ৫ মিনিটে চট্টগ্রামে বাসে আগুন, ৫টা ১৮ মিনিটে গাজীপুরের সফিপুরে বাসে আগুন, ৫টা ৪৫ মিনিটে চট্টগ্রামে সিএনজিতে আগুন এবং ৫টা ৪৮ মিনিটে বাংলাদেশ ব্যাংকের পাশে ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পবিত্র ওমরাহ পালন

জাহিদুল ইসলাম, সৌদি থেকে: মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ নভেম্বর) ভোরে তিনি পবিত্র মক্কায় কাবাঘর তাওয়াফ করেন। এসময় তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা এবং অন্যান্য সফরসঙ্গীরা।

এরপর তিনি মসজিদুল হারামে নামাজ আদায় করেন।

seikh-hasina-ummrah-newsasia24 2

এসময় বিশেষ মোনাজাতে বাংলাদেশের জনগণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন। এরসাথে বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ওমরাহ পালন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ।

আরও পড়ুন: 

পরে প্রধানমন্ত্রী ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেন মসজিদুল হারামে।

এর আগে শেখ হাসিনা হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করেন ।

পরে মসজিদে নববিতে আসর ও মাগরিবের নামাজ আদায় করেন।

আরও পড়তে পারেন:

খোকসায় আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

নাজমুল হাসান: পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও বোনাপোল এক্সপ্রেস আন্তনগর ট্রেন দুটির খোকসা ষ্টেশন থেকে যাত্রী পরিবহনের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

আজ রবিবার(৫নভেম্বর) সকালে খোকসা রেল ষ্টেশনের প্লাটফর্মে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল স্থল বন্দর থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন দুইটি পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকায় যাতায়াত করে।

এই ট্রেন দুটির আপ ও ডাউনের সময় খোকসা ষ্টেশন থেকে যাত্রী পরিবহনের দাবিতে এ মানববন্ধন করা হয়।

এসময় বক্তারা দাবি করেন, খুলনা বিভাগের শেষ রেল স্টেশন খোকসা। এটি রেলওয়ের ব্যবসা সফল ষ্টেশন।

এই ষ্টেশনের উপর দিয়ে পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপল স্থল বন্দর থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন দুইটি রাজধানী ঢাকায় যাতায়াত করে।

আরও পড়ুন:

কিন্তু খোকসা ষ্টেশনে যাত্রাবিরত ও যাত্রী পরিসেবা নাই। তারা যাত্রী পরিসেবা চালুর দাবি করেন।

খোকসা বাসীর ব্যানারে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুল আলম তসর, সাবেক ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা খোকন খন্দোকার প্রমুখ। এসময় সঞ্চালনা করেন সেলিম খন্দোকার।

বিমানবন্দরে চার বছর বয়সী এক শিশুকে জিম্মি

নিউজে এশিয়া২৪ ডেস্ক: জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গের বিমানবন্দরে চার বছর বয়সী এক শিশুকে জিম্মি করে তার নিজ বাবা।

সেখানে বিমান চলাচল স্থগিত রয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে টার্কিশ এয়ারলাইন্সসহ বেশ কয়েকটি বিমানের যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে৷ বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং থেকেও সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।

shishu jimmi

হামবুর্গ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার(৫নভেম্বর) প্লেন চলাচল বন্ধ থাকায় প্রায় সাড়ে ৩৪ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছে। এদিন ২৮৬টি ফ্লাইট নির্ধারিত ছিল।

শনিবার(৪নভেম্বর) রাতে অস্ত্রধারী এক ব্যক্তি নিজের গাড়িতে মেয়েকে নিয়ে বিমানবন্দরে ঢুকে পড়েন। ধারণা করা হচ্ছে, নিজের চার বছর বয়সী মেয়েকেই জিম্মি করেছেন তিনি।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, অস্ত্রধারী ব্যক্তির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পুলিশ।

পরিস্থিতি সামাল দিতে জার্মানির বিশেষ বাহিনী এসডাব্লিওএটির সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এক্সে পুলিশ জানায়, ‘অভিযান চলছে। গাড়িতে থাকা ব্যক্তির সঙ্গে আমাদের আলোচক দল যোগাযোগ করছে।’

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হামবুর্গ বিমানবন্দরে সকল প্লেন চলাচল বন্ধ থাকবে।

ইতোমধ্যে বিমানবন্দরের দিকে চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

তার স্ত্রী পুলিশকে শিশু অপহরণের বিষয়ে এবং এর কিছুক্ষণ পরই অভিযুক্ত বিমানবন্দরে প্রবেশ করেন।

পুলিশ জানায়, বিমানবন্দরে প্রবেশের সময় ওই ব্যক্তি বাতাসে দুই রাউন্ড গুলি এবং মলটোভা ককটেল নিক্ষেপ করেন।

তারপর টার্কিশ এয়ারলাইনসের বিমানের পাশে গিয়ে অবস্থান নেন।

শ্রীমঙ্গলে টায়ার জ্বালিয়ে অবরোধ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: শ্রীমঙ্গলে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করলেন বিএনপির নেতাকর্মীরা।

সারা দেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার টানা অবরোধের প্রথম দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে বিএনপির নেতাকর্মীরা।

srimongol taiar agunপুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘটনাস্থল ত্যাগ করে তারা।

রবিবার(৫ নভেম্বর) সকাল ৭ টার দিকে শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে মাঝখানে টায়ারে আগুন জ্বালিয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। তবে শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘সকালে হবিগঞ্জ রোডস্থ ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বিশৃঙ্খলাকারী টায়ার পুড়িয়ে ফেলে অবরোধ করার চেষ্টা করে।

আরও পড়ুন:

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে কাউকে পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানমাল রক্ষার স্বার্থে সকল জায়গায় রয়েছে পুলিশ।

তিনি আরও জানান, শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা রক্ষায় ২৪ ঘণ্টা একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন রয়েছে।

বিএনপির বিরুদ্ধে মামলা ৮৯টি; আটক ২১৭২ জন

নিউজ এশিয়া২৪ ডেস্ক: গত আটদিনে অর্থাৎ ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিএনপির বিরুদ্ধে ৮৯ টি মামলা করা হয়েছে। সেই সাথে ২১৭২ জনকে আটক করা হয়েছে।

আজ রবিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৮৯টি মামলা হয়েছে শুধুমাত্র আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায়। রাজধানীতেই ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে পল্টন থানায়। এ থানায় ১৪টি মামলা হয়েছে। এরপর রমনা তানায় মামলা হয়েছে ছয়টি।

shajahan-omor-arrest-newsasia24

আরও পড়ুন:

 

উল্লেখ্য, শনিবার গভীর রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর এবং এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়।

রাজধানীতে চলন্ত বাসে আগুন!

নিউজ এশিয়া২৪ ডেস্ক: রাজধানীতে চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানী গুলিস্তানের ষ্টেডিয়াম পাতাল মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আাসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার তালহা বিন জসিম জানন, শনিবার রাত ১০ টার দিকে আগুল লাগার খবর আমারা জানতে পারি। পরিবহনটির নাম মঞ্জিল পরিবহন।

gulistan-bus-fire-newsasia24

আরও পড়ুন: 

এছাড়াও জানা গেছে, শনিবার সন্ধ্যায় নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও যাত্রাবাড়ী এলাকায় তিনটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে উপরোক্ত কোন ঘটনায়ই হতাহতের খবর পাওয়া যায় নি।

জ্বালাও-পোড়াও এটাই তাদের উৎসব, এটাই তাদের চরিত্র:প্রধানমন্ত্রী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অগ্নিসন্ত্রাস বিএনপির চরিত্র।

তিনি আরও বলেন, জ্বালাও-পোড়াও এটাই তাদের উৎসব, এটাই তাদের চরিত্র। তাদের আন্দোলন হচ্ছে অগ্নিসন্ত্রাস, মানুষ খুন করা, ধ্বংস করা, পুলিশের ওপর হামলা করা। কীভাবে এটা বন্ধ করতে হয় সেটা আমাদের জানা আছে।

আজ বিকেলে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের রাজনীতি মানেই ধ্বংসের রাজনীতি। ২৮ অক্টোবর পুলিশ যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে।

অথচ তারা কী করল? রাস্তায় ফেলে পুলিশ পিটিয়ে হত্যা করলো, আওয়ামী লীগ ও মহিলা লীগের নেতাকর্মীদের ওপর হামলা করল। এটাই কি রাজনীতি?

আমি ঢাকার মানুষকে বলব, যারা আগুন দিতে আসবে তাদের প্রতিহত করতে হবে। যে হাত দিয়ে আগুন দেবে সেই হাত পুড়িয়ে দিতে হবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, খালেদা জিয়া বলেছিলেন আমি নাকি প্রধানমন্ত্রী তো দূরের কথা দলের প্রধানও হতে পারব না। আজ কে কোথায় আছে। আমি জনগণের সেবা করতে চাই, দেশের উন্নয়ন করতে চাই।

আমি দারিদ্র্য কমিয়ে এনেছি, খালেদার সময় দেশের ৪১ শতাংশ মানুষ দরিদ্র ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ উন্নত হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ২১ বছর মানুষ ছিল অন্ধকারে। আমি ক্ষমতায় এসে ব্রিজ করেছি, রাস্তাঘাট করেছি, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি।

দেশের উন্নয়নে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে বলে, নৌকা মার্কায় ভোট চান শেখ হাসিনা।

খোকসায় সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসের স্টপেজ দাবি

নাজমুল হাসান: কুষ্টিয়ার খোকসা রেলওয়ে স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেসের স্টপেজ দাবি করেছেন খোকসা থানার সর্বস্তরের জনসাধারণ।

খোকসাবাসীর স্বপ্ন ছিলো ট্রেনে করে ঢাকায় যাওয়ার। পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল করবে সেই স্বপ্ন পুরণ হয়েছে এই থানার মানুষের। ট্রেন চালুর আনন্দের পাশাপাশি ক্ষোভেরও সৃষ্টি হয়েছে খোকসাবাসীর।

khoksha station

চলতি মাসের ২ তারিখ থেকে খোকসার ওপর দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা ও খুলনা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস নামে ২ টি ট্রেন চলাচল শুরু হয়েছে।

কিন্তু ট্রেন ২ টির খোকসাতে কোনো স্টপেজ রাখা হয়নি। ফলে আশাহত হয়েছে স্থানীয়রা। কুষ্টিয়া কোর্ট স্টেশন এবং রাজবাড়ী স্টেশনে স্টপেজ থাকলেও এই ২টি স্টেশনের দূরত্ব আনুমানিক ৬৫ কিলোমিটার।

সেজন্য খোকসা স্টেশনে একটি স্টপেজ থাকলে তা সবার জন্য সুবিধাজনক হতো।

এখানে বিশেষভাবে উল্লেখ্য, রেলপথে খোকসা থেকে কুষ্টিয়ার দূরত্ব ২৫ কিলোমিটার এবং রাজবাড়ীর দূরত্ব ৪০ কিলোমিটার। এ সমস্ত দিক বিবেচনায় খোকসাতে অবশ্যই স্টপেজ প্রদান করা উচিত বলে দাবি করেন এই অঞ্চলের সবাই।

আরও পড়ুন:

খোকসাতে স্টপেজ রাখা হলে খোকসা ও অন্যান্য থানার মানুষের ঢাকার সাথে যোগাযোগ সুবিধাসহ ব্যবসাবাণিজ্যর প্রসার ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেসের খোকসা রেলওয়ে স্টেশনে স্টপেজ প্রদান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন খোকসা থানার্র সর্বস্তরের জনগণ।