শিরোনাম

শীর্ষ সংবাদ

কক্সবাজারে শুভ উদ্বোধন; চার তাঁরকা হোটেল বে হিলস্

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার: মার্চ মাস স্বাধীনতার মাস। বীর বাঙালিদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন এই বাংলাদেশ।

এই দেশে পর্যটন শিল্প একটি প্রাণ। আর এই স্বাধীনতার মাসে আমরা উদ্বোধন করতে যাচ্ছি বাংলাদেশের সেরা লোকেশনে সমুদ্র ও পাহাড়ের মেলবন্ধনে আন্তর্জাতিক মানের চার তাঁরকা হোটেল Best Western Plus Bay Hills, Coxbazar এর।

4-taroka-hotel-be-hills-newsasia24

আগামী ৩০ মার্চ ২০২৪ তারিখে এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। যারা এই হোটেলের মালিকানা ক্রয় করেছেন তারা পাবেন আজীবন সুদ মুক্ত হালাল আয় এবং সাফ কাবলা মালিকানা।

আরও পড়ুন >> নাটোরে জিএম ট্রাভেলসের ৩টি বাসে আগুন

যারা এখনো পর্যন্ত Best Western Plus Bay Hills, Coxbazar হোটেলের রেজিস্ট্রেশন নেননি তাদের আগামী ২০ জানুয়ারি ২০২৪ এর ভেতরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্নকরার জন্য অনুরোধ করা হল।

আরও পড়ুন:

Goldsands Group পর্যটন ও মানুষের উন্নয়নে। গোল্ডস্যান্ডস্ গ্রপের কর্পোরেট হেড অফিস ঢাকা, গুলশান-১, ৪৭ নাসা হাইটস্ অফিস, এবং অন্যান্য ব্রাঞ্চ অফিস মহাখালী (ডিওএইচএস), উত্তরা, বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুয়াকাটা এবং দুবাই অফিস থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন।
ফোন : ০১৮৭৭৭-১৫৩৩৩.

google news newsasia24

সারাদেশে বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতাল

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আগামী বুধবার (২৯ নভেম্বর) দেশব্যাপী অবরোধ ও বৃহস্পতিবার (৩০ নভেম্বর) হরতালের ডাক দিয়েছে বিএনপি।

আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

mirpur-brtc-bus-faire-newsasia24

তিনি বলেন, অষ্টম দফায় আগামী বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ ও বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি সারাদেশে পালন করা হবে।

আরও পড়ন>>>মুঠোফোনে শেখ হাসিনার সাফল্য বার্তা

রিজভী আরও জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ৩৮৫ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে। এসময়ে ১৩টি মামলায় আসামি হয়েছে এক হাজার ৪৮০ জন।

এর আগে সপ্তম দফায় বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি শুরু হয় গতকাল রবিবার সকাল ৬টায়। যা শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায়।

আরও পড়ুন:

বর্তমান সরকারের পতন ও নির্দলীয় সরকারের দাবিতে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। তাদের জোটসঙ্গীসহ সরকারবিরোধী অন্য দলগুলোও এসব কর্মসূচি পালন করছে।

 

৭ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে পেহা আক্তার (৭) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর চাটখিলে।

আজ সোমবার (২৭ নভেম্বর) মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পেহার মরদেহ গতকাল নবিবার রাত ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের জষড়া গ্রামের একটি পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়।

নিহত পেহা জষড়া গ্রামের সালামত পাটোয়ারী বাড়ির ফারুক হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করত।

7-years-old-peha-dead-noakhali-newsasia24 2

ঘটনাসূত্রে জানা গেছে, রবিবার দুপুর থেকেই পেহাকে বাড়িতে না দেখে খোঁজাখুজি করেন তার বাবা।

ওই সময় তাদের বাড়ির পাশে একটি ওয়াজ মাহফিলের আয়োজন চলছিল। পেহা সেখানে গিয়ে বাচ্চাদের সঙ্গে খেলছিল। পরবর্তীতে দুপুর ২টার পর থেকে সে নিখোঁজ ছিল।

খোঁজাখুজির একপর্যায়ে এক ব্যক্তি জষড়া গ্রামের মোল্লা বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে সন্ধ্যা ৭টার দিকে পেহার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, প্রাথমিকভাবে এটাকে হত্যা মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে।

আরও পড়ুন: 

তিনি আরও জানান, নেহার মাথার এক পাশে ফোলা জখমের চিহৃ রয়েছে। চোখের ডান পাশে এবং কান ও চোখের মাঝামাঝি জায়গায় গভীর কাটা জখম আছে।

তবে প্রাথমিক তদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন: 
google news newsasia24

আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ (লিস্ট সহ)

নিউজ এশিয়া২৪ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

রবিবার(২৬ নভেম্বর) বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি।

awamilegue-curanto-mononion-talika-prokash-newsasia24

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন ।

আরও পড়ুন:

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে রবিবার সকাল ১০টার পর গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন।

nomination-list-newsasia24 1

nomination-list-newsasia24 2

nomination-list-newsasia24 3

nomination-list-newsasia24 3

nomination-list-newsasia24 3

nomination-list-newsasia24 3

nomination-list-newsasia24 3

nomination-list-newsasia24 3

 

 

 

google news newsasia24

তোষামোদির রাজনীতি বঙ্গবন্ধুর কন্যা করে না

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারও তোষামোদি করে ক্ষমতায় থাকতে হবে সেই রাজনীতি বঙ্গবন্ধুর কন্যা করে না। আমাদের কোনো মুরব্বি নেই, আমাদের মুরব্বি জনগণ।

আজ রবিবার (২৬ নভেম্বর) সকালে গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এসময় মনোনয়নের ব্যাপারে দলেন সিদ্ধান্ত মেনে নিতে নেতাদের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা ।

বিরোধীদল না আসা সাপেক্ষে প্রতিযোগিতামূলক নির্বাচন করতে প্রয়োজনে আসন উন্মুক্ত করা হবে বলে জানান শেখ হাসিনা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পরে। সেক্ষেত্রে একাধিক ডামি প্রার্থী রাখতে মত দেন দলীয় প্রধান।

আরও পড়ুন:

শেখ হাসিনা বলেন, আমাদের অগণিত নেতা-কর্মী আছে, জনগণের সমর্থন আছে। কারও তোষামোদি করে ক্ষমতায় থাকতে হবে সেই রাজনীতি বঙ্গবন্ধুর কন্যা করে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় দেশের মানুষ শান্তি পেয়েছে, স্বস্তি পেয়েছে, মানুষ ভালো থাকতে শুরু করেছে। আগামী নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দিলে, আমরা সরকার গঠন করতে পারলে উন্নয়ন অব্যাহত থাকবে। জনগণের সেবক হিসেবে কাজ করছি। দলমত নির্বিশেষে সবার দায়িত্ব আমার। তারা আমার পরিবার।

google news newsasia24

এইচএসসির ফল প্রকাশ; পাসের হার কমেছে ৭ দশমিক ৩১ শতাংশ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে।

আজ রবিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

ফলাফলে দেখা গেছে, সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থ। শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ।

আরও পড়ুন: 

এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বোর্ড চেয়ারম্যানরা।

আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

google news newsasia24

আজ থেকে বিএনপি-জামায়াতের অবরোধ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: দুদিন বিরতির পর আবার আজ থেকে আজ থেকে বিএনপি-জামায়াতের অবরোধ শুরু হয়েছে।

আজ রবিবার(২৬ নভেম্বর) ভোর ৬ টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত। অর্থাৎ টানা ৪৮ ঘন্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো।

গত বৃহস্পতিবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা করতে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব বিএনপি নেতাকর্মীদের মুক্তিসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে। এছাড়াও অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে এ কর্মসূচি চলমান থাকবে।

motijheel-shapla-chattor-bnp-hortal-newsasia24

একইদিন রাতে আলাদাভাবে বিবৃতি দিয়ে অবরোধ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে এ নতুন কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার ২০১৪ ও ২০১৮ সালে সাজানো প্রহসনের নির্বাচন করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তারা আবারো একতরফা ভোটারবিহীন পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে।

আরও পড়ুন: 

এ অবস্থায় দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের লক্ষ্যে জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট রায় ও ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে টানা ৪৮ ঘণ্টা সড়ক, রেল ও নৌপথ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করছি।

google news newsasia24

ইউক্রেন রাশিয়া যুদ্ধ : সবচেয়ে বড় ড্রোন হামলা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ইউক্রেন রাশিয়া যুদ্ধকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো রাশিয়া।

কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

ucraine-rassia-drone-hamla-newsasia24

শহরটির মেয়র জানিয়েছেন, গত বছর পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের রাজধানীতে এটিই রাশিয়ার বৃহত্তম ড্রোন হামলা।

বিবিসি জানিয়েছে, আজ শনিবার (২৫ নভেম্বর) ভোরের আলো ফোটার আগেই বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে কিয়েভের বাসিন্দাদের।

এরপর অন্তত ছয় ঘণ্টা ধরে তাণ্ডব চালায় রুশ ড্রোন। শহরের উত্তর ও পূর্ব দিক থেকে ধেঁয়ে আসে একের পর এক হামলা।

ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, হামলায় ইরানের তৈরি অন্তত ৭৫টি শাহেদ ড্রোন ব্যবহার করেছে মস্কো। এর মধ্যে ৭৪টি ড্রোনই ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনে হামলা চালাতে ক্ষেপণাস্ত্রের সস্তা বিকল্প হিসেবে ইরানি ড্রোন ব্যবহার করছে রাশিয়া।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন,আজ শনিবারে(২৫ নভেম্বর) এই হামলায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে পাঁচজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে একটি কিন্ডারগার্টেন রয়েছে।

ইউক্রেনীয় প্রেসেডন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘ইচ্ছাকৃত সন্ত্রাস’ বলে আখ্যা দিয়েছেন।

আরও পড়ুন:

তিনি বলেছেন, তার দেশ ‘রুশ সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরক্ষায় বিশ্বকে একত্রিত করতে কাজ চালিয়ে যাবে’।

তীব্র শীতের মধ্যে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোকে ফের লক্ষ্যবস্তু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রুশ হামলার জেরে বর্তমানে মধ্য কিয়েভের প্রায় ১৬ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে উপস্থিত থাকার আহ্বান

নিউজ এশিয়া২৪ ডেস্ক: মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার (২৪) নভেম্বর আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আগামীকার রবিবার (২৬ নভেম্বর) নৌকা প্রতীকের ৩ হাজার ৩৬২ জন মনোনয়ন প্রত্যাশীদের শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ নভেম্বর (রবিবার) সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

awamilige-nomination-meeting-gonobhaban-seikh-hasina-newsasia24

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকতে বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন ;

উল্লেখ্য, ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর (চার দিন) পর্যন্ত মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেন ৩,৩৬২ জন । ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

google news newsasia24

টাকার অভাবে বই ছাপানো বন্ধ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: গত কয়েক বছর ধরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া যথারীতি একটি রেওয়াজ হয়ে গেছে। কিন্তু বর্তমানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবারও যথাসময়ে নতুন বই তুলে দিতে পারবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

takar-ovabe-boi-chapano-bondo-book-publish-off-newsasia24 2

জানা গেছে, মোট নতুন বইয়ের সংখ্যা ৩১ কোটি। তারমধ্যে প্রাথমিক স্তুরের সব বই ছাপা প্রায় শেষ। ষষ্ঠ থেকে নবম শ্রেণির বই ছাপা নিয়ে চিন্তিত এনসিটিবি। ষষ্ঠ-সপ্তমের দুটি বইয়ের পাণ্ডুলিপি এখনো ছাপাখানায় দেওয়া হয়নি। মাত্র শুরু হয়েছে অষ্টমের বই ছাপা। নবম শ্রেণির কোনো বইয়ের পাণ্ডুলিপি এখনো ছাপাখানায় পাঠানোই সম্ভব হয়নি।

takar-ovabe-boi-chapano-bondo-book-publish-off-newsasia24

পাঠ্যপুস্তক বোর্ড থেকে জানা গেছে, ছাপাখানার মালিকদের টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। কারন, বই ছাপার কাজের চুক্তির জন্য অর্থছাড় মিলছে না। ছাপাখানা কর্তৃপক্ষ কাগজ কিনতে পারছে না। সবমিলিয়ে টাকার অভাবেই থমকে আছে নবম শ্রেণির বই ছাপা।

আরও পড়ুন: 

ছাপাখানার মালিক ও কর্মীরা জানান, বই ছাপার ক্ষেত্রে নিয়ম অনুযায়ী—৫০ দিন সময় বেঁধে দিয়ে চুক্তি করে এনসিটিবি। অথচ এ বছরের (২০২৩ সাল) বাকি আছে মাত্র ৩৭ দিন। এ সময়ের মধ্যে কোনো ছাপাখানা প্রতিষ্ঠানই এত বই ছাপিয়ে শেষ করতে পারবে না। টেন্ডার, কাজের চুক্তি, বিল পরিশোধ যথাসময়ে না করায় বই ছাপা নিয়ে লেজেগোবরে অবস্থায় পড়েছে এনসিটিবি।

google news newsasia24

যথাসময়ে বই ছাপা নিয়ে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, তার জন্য বোর্ড চেয়ারম্যান ও কর্মকর্তাদের অযোগ্যতাকে দায়ী করছেন মুদ্রণশিল্প সমিতির নেতারা। তাদের অভিযোগ, পাঠ্যপুস্তক বোর্ডে অনিয়ম-দুর্নীতি বেড়েছে। টেন্ডার শিডিউলের নিয়ম ভেঙে নানান কাজ করছেন বোর্ড চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা। বই ছাপার কাজের চুক্তি ও প্রতিষ্ঠান বাছাইয়ে তারা নিজেদের পছন্দ গুরুত্ব দিচ্ছেন। নিজেদের অনিয়ম ও অযোগ্যতা ঢাকতে এখন অর্থছাড় না হওয়া এবং কাগজ সংকটের মতো ‘অজুহাত’ দেখাচ্ছেন।

আরও পড়তে পারেন: