শিরোনাম

শিরোনাম

কুষ্টিয়ায় ভাই ভাইকে খুন

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুরের হালসা এলাকায় মনির হোসেন (৫০) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ চাচাতো ভাইদের বিরুদ্ধে।

গতকাল সোমবার (০৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা গ্রামের নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে।

koustia-brother-murder-newsasia24

নিহত মনির হোসেন ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নিহত মনিরের ছেলে আব্দুল্লাহকে (২৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন>>রির্টানিং কর্মকর্তার বাসভবনে ককটেল বিষ্ফোরণ

নিহতের মেয়ে মিলি খাতুন অভিযোগ করে বলেন, আমার ভাই আব্দুল্লাহ ঘরের দরজা ও জানালা তৈরি করতে দেন চাচা আমিরুলের কাছে। দরজা কেনার পরে টাকার অভাবে আব্দুল্লাহ জানালা নেবেন না বলে আমিরুলকে জানান।

কিন্তু জানালা নিতে হবে বলে চাচা তাদের বাড়িতে আসেন। এসময় জানালা না নেওয়ায় আব্দুল্লাহকে মারধর করে বাড়ি ফিরে যান আমিরুল।

আরও পড়ুন>>স্বামীর লাগানো আগুনে দুই সন্তান ও স্ত্রীর মৃত্যু

এ ঘটনার পরে আবারও রাত ৯টার সময় মনির হোসেনের চাচাতো ভাই আমিরুল তার ভাই নাজমুল, এনামুল, মিনা ও কালু লাঠি নিয়ে বাড়িতে এসে আব্দুল্লাহকে মারধর করেন। এসময় আমার বাবা মনির হোসেন ঠেকাতে গেলে তাকেও মারধর করেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই আমার বাবা মারা যান।

প্রতিবেশিরা আব্দুল্লাহকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

google news newsasia24

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

আরও পড়ুন:

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে রাজধানীসহ বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ‘মিগজাউম’-এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আজ উপকূল অতিক্রম করে ভারতের অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়তে পারে।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরে থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন বাইরে বের হওয়া মানুষ।

cyclone-migiaum-rain-for-dhaka-newsasia24

 

আজ মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের ১৮ নম্বর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ গত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৩৬০ কিলোমিটার, দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আরও পড়ুন>>বাংলাদেশে আঘাত করবে না “মিগজাউম”, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

এটি আরও উত্তর- উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ৫ ডিসেম্বর ভোররাত নাগাদ নিলর ও মাসুলিপট্টম দিয়ে ভারতের অন্ধপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

আরও পড়ুন>>আজ ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, মঙ্গলবার ভোরে অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মিগজাউম। তবে বাংলাদেশে এর তেমন কোনো প্রভাব পড়বে না। তবে এর প্রভাবে ৫ ও ৬ ডিসেম্বর দেশের উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কমে আসবে। শীতের আমেজও পাওয়া যাবে।

google news newsasia24

চলতি বছরে উত্তর ভারত মহাসাগরে সৃষ্টি হওয়া অষ্টম ঘূর্ণিঝড় এটি। গত ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে এ বছর।

দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে এগিয়ে চলেছে প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম। গত ৬ ঘণ্টায় উত্তর তামিলনাড়ু উপকূল থেকে ৭ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হয়েছে এই ঘূর্ণিঝড়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুর চেন্নাইসহ উপকূলবর্তী সাত জেলায়। বন্ধ রাখা হয়েছে চেন্নাই বিমানবন্দর।

আরও পড়ুন:

রির্টানিং কর্মকর্তার বাসভবনে ককটেল বিষ্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং কর্মকর্তার বাসভবনের পাশে অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৪ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। পর পর দুই ককটেল বিকট শব্দে বিস্ফোরণ হয়।

chapainawabgong-koktel-bishforon-newsasia24

উপরোক্ত সময় টেনিস কোর্টে কেউ না থাকায় কোন হাতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনাস্থলে আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন>>গুলিস্তানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বিষ্ফোরণের বিকট শব্দে জেলা প্রশাসক একেএম গালিভ খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে পুলিশ সুপার ছাইদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

একেএম গালিভ খান বলেন, পাশের পুরাতন স্টেডিয়াম মাঠ থেকে টেনিস কোর্টে দুটি ককটেল নিক্ষেপ করে দূর্বৃত্তরা। সেসময় টেনিস কোর্টে কেউ ছিলনা। ধারণা করা হচ্ছে আতঙ্ক ছড়াতে এমনটি করা হয়েছে।

আরও পড়ুন>>স্বামীর লাগানো আগুনে দুই সন্তান ও স্ত্রীর মৃত্যু

ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ সুপারসহ আইন-শৃংখলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থলে এসেছে। সিসিটি ক্যামেরা দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।

এছাড়া সন্ধ্যা ৭টার দিকে শহরের শান্তিমোড় মাইক্রোষ্টান্ডে আরও দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

google news newsasia24

ভারতে বিমান বিধ্বস্ত : নিহত২

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ভারতের তেলেঙ্গানা রাজ্যে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

আজ সোমবার(৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটে তেলেঙ্গানার মেদাকে। এর মধ্যে একজন প্রশিক্ষক, অন্যজন প্রশিক্ষণার্থী।

india-plane-acccident-newsasia24

বিমানবাহিনী জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি হায়দরাবাদের বিমানবাহিনী একাডেমি থেকে উড্ডয়ন করে।

এক্সে ভারতের বিমানবাহিনী লিখেছে, পিলাটাস পিসি ৭ এমকে ২ বিমান সোমবার সকালে দুর্ঘটনার শিকার হয়েছে। এ সময় নিয়মিত প্রশিক্ষণে ছিল এটি। এতে থাকা দুই পাইলট মারাত্মক আহত হয়ে মারা গেছেন।

google news newsasia24

পিলাটাস পিসি ৭ এমকে ২ বিমান একটি এক ইঞ্জিনবিশিষ্ট বিমান। বিমানবাহিনীর পাইলটরা এর মাধ্যমে মৌলিক প্রশিক্ষণ নিয়ে থাকেন। আদালতের মাধ্যমে এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বিমানবাহিনী। নিহত দুই পাইলটের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

আরও পড়ুন:

গুলিস্তানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

gulisthan-bus-fire-newsasia24

আজ সোমবার (৪ ডিসেম্বর) বেলা ২টা ২৩ মিনিটের দিকে রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানান।

google news newsasia24

তিনি বলেন, গুলিস্তানের জিরো পয়েন্টে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরও পড়ুন:

তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে কম ৪৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকার তানজানিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে কম ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।

জাতীয় নিরাপত্তা বাহিনী পরিস্থিতি মোকাবিলায় এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করছেন।

তানজানিয়ার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন বলে ।

tanzania-floods-dead-47-injuris-80-newsasia24 2

দেশটির হানাং পর্বতের ঢালের কাছে এই ঘটনা ঘটেছে। ওই অঞ্চলের ঘরবাড়ি ও অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

google news newsasia24

গত মাসে তানজানিয়ায়, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে রাজধানী দারুস সালাম এবং কিগোমা, কাগেরা, গেইতা ও উনগুজা এলাকায় প্রাণহানি এবং বহু সম্পত্তি ধ্বংস হয়ে গেছে।

 

তানজানিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, এদিকে চলতি মাসে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

আরও পড়ুন: 

যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির জন্মদিন আজ

নিউজ এশিয়া২৪: আজ ৪ ডিসেম্বর। আজ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন।

তিনি একাধারে ছিলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক এবং বিশিষ্ট সাংবাদিক।

seikh-fojlul-haque-monir-newsasia24 2১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে তাকে ও তার স্ত্রী বেগম আরজু মনিসহ নির্মমভাবে হত্যা করা হয়। তিনি ব্যক্তি জীবনে দুই পুত্র সন্তানের জনক ছিলেন।

 

তিনি ১৯৭২ সালে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে প্রথম যুব সংগঠন হিসেবে যুবলীগ প্রতিষ্ঠা করেন।

ঢাকা নব কুমার ইনিস্টিটিউট থেকে মাধ্যমিক পাস, জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন ১৯৫৮ সালে। ১৯৬০ সালে তিনি বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন।

google news newsasia24

শেখ ফজলুল হক মনি রাজনীতির পাশাপাশি সাহিত্য ও সাংবাদিকতায় যুক্ত ছিলেন। তিনি ‘অবাঞ্ছিতা’ উপন্যাসের লেখক এবং দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস ও সিনেমা পত্রিকার সম্পাদক ছিলেন।

আরও পড়ুন:

আবার বাড়ল এলপিজির দাম

নিউজ এশিয়া২৪ ডেস্ক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। ১২ কেজি সিলিন্ডারের বর্তমান দাম ২৩ টাকা বেড়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ডিসেম্বর মাসের নতুন এ দাম ঘোষণা করে, যা একইদিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

lpg-gash-rate-high-newsasia24

বিইআরসি চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৭ টাকা ২ পয়সায় সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন:বাংলাদেশে আঘাত করবে না “মিগজাউম”, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে ১২ কেজি বোতলজাত এলপিজির মুসকসহ মূল্য এক হাজার ৪০৪ টাকায় সমন্বয় করা হয়েছে।

তিনি আরও বলেন, সাড়ে পাঁচ কেজির সিলিন্ডার ৬৪৪ টাকা, সাড়ে ১২ কেজির সিলিন্ডার এক হাজার ৪৬৩ টাকা, ১৫ কেজির সিলিন্ডার এক হাজার ৭৫৫ টাকা, ১৬ কেজির সিলিন্ডার এক হাজার ৮৭২ টাকা, ১৮ কেজির সিলিন্ডার দুই হাজার ১০৭ টাকা, ২০ কেজির সিলিন্ডার দুই হাজার ৩৪০ টাকা, ২২ কেজির সিলিন্ডার দুই হাজার ৫৭৫ টাকা, ২৫ কেজির সিলিন্ডার দুই হাজার ৯২৬ টাকা, ৩০ কেজির সিলিন্ডার তিন হাজার ৫১১ টাকা, ৩৩ কেজির সিলিন্ডার তিন হাজার ৮৬২ টাকা, ৩৫ কেজির সিলিন্ডার চার হাজার ৯৬ টাকা ও ৪৫ কেজির সিলিন্ডার পাঁচ হাজার ২৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

google news newsasia24

বিইআরসি চেয়ারম্যান জানান, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৩ টাকা ২০ পয়সায় সমন্বয় করা হয়েছে। এ ছাড়া ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৪ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন:

খোকসায় খ্রীস্টানদের প্রাক-বড়দিন উদযাপন

এম এ ওহাবঃ কুষ্টিয়ার খোকসায় বাইবেল পাঠ, প্রাথর্না ও কেক কেটে যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে প্রাক বড়দিন উৎসব পালিত হয়েছে।

আজ রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রুপান্তর চার্চের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস সবাইকে ফুল দিয়ে বড়দিন এর শুভেচ্ছা জানান।

এ সময় যীশু খ্রীষ্টের জন্ম ও বাল্যকাল বিষয়ে পবিত্র বাইবেল থেকে পাঠ করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক রেভারেন্ড বিশপ জাকের আলী শুভ।

চার্চের পাষ্টর এ্যান্টনি এল রহমান প্রার্থনা পরিচালনা করেন।

google news newsasia24

এসময় অন্যান্যর মধ্যে খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সদস্য ও রূপান্তর চার্চের ইভানজেলিষ্ট মাইকেল আজাদ ও বুলবুলি পারভীন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

কিয়ামত আলী বিশ্বাস -গেদিরন নেছা বালিকা এতিমখানায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

এম এ ওহাব, কুমারখালী প্রতিনিধিঃ” সুস্থ ধারায় জীবন গড়ি খেলাধুলাকে আঁকড়ে ধরি”স্লোগান কে সামনে রেখে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার কুষ্টিয়ায় কুমারখালী হাজী কিয়ামত আলী বিশ্বাস -গেদিরন নেছা বালিকা এতিমখানায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্প্রতি অনুষ্ঠিত হয়।

এতিম শিশুদের অবিভাবকদের উপস্থিতিতে শুরু হয় বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা।

এক আনন্দঘন পরিবেশে এতিমখানাটির মধ্যেই এই আয়োজন সম্পন্ন করা হয়। পড়ালেখায় আগ্রহী করে গড়ে তুলতে এতিমখানাটি নানাবিধ উদ্যোগ নিয়েছেন।

google news newsasia24

এতিম শিশু ও অবিভাবকদের সাথে মতবিনিময় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট আবু সামস খালেকুজ্জামান, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জিল্লুর রহমান মধু, আশরাফুল ইসলাম হিরো, সাংবাদিক এম এ ওহাব, সাংবাদিক সাকিব আল হাসান প্রমুখ।

আরও পড়ুন :