শিরোনাম

শিরোনাম

বন্ধু, এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ো না, এটা টাকার অসম্মান

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আতিফ আসলামের কনসার্টে ভক্তরা হঠাৎ টাকা ছুড়লেন।

অনেকেই কনসার্টের মঞ্চে শিল্পীকে লক্ষ্য করে পানির বোতল, ডিম, টমেটো, আবর্জনা ছুড়ে মারার ঘটনা ঘটায়। আবার ফুল ছুড়ে ভালোবাসা ও জানায়। এ নিয়ে শিল্পীরা বিরক্ত হন অথবা ভালোবাসা জানান।

atif ahsan

তবে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের ঘটনাটা একটু ভিন্ন রকম।

আতিফ আসলাম যুক্তরাষ্ট্রের মঞ্চে পারফর্ম করছিলেন । একজন ভক্ত তার ওপর বৃষ্টির মতো টাকার বর্ষণ শুরু করেন।

তবে, গায়ক এতে মোটেও রাগ করেনি। বরং যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতে ইন্টারনেটে সবার মন জয় করেছেন তিনি।

ওই ভক্ত মঞ্চে টাকা ছিটানো শুরু করলে আতিফ আসলাম তখনি গান বন্ধ করে দেন। এরপর সেই ভক্তকে মঞ্চে ডাকেন।

তাকে বলেন, ‘বন্ধু, এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ো না, এটা টাকার অসম্মান।’

আরও পড়ুন:

ফাইজি নামে এক এক্স ব্যবহারকারী সেই ঘটনার ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বন্ধু, এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ে দিওনা, এটা শুধু টাকার অসম্মান।’

ভিডিওটি এরই মধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশি দেখা হয়েছে।

 

ইসরাইলের স্থল অভিযান

নিউজ  এশিয়া২৪ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরাইলরা স্থল অভিযান চালাচ্ছে।

ফিলিস্তিনের গাজায় ঢুকেছে ইসরাইলের অসংখ্য ট্যাংক।

শুক্রবার রাতে গাজায় টানা কয়েক ঘণ্টা বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। ওই সময় ট্যাংকসহ গাজার ভেতর প্রবেশ করে ইসরাইলি সেনারা।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি শনিবার জানিয়েছেন, তাদের সেনারা ট্যাংকসহ গাজার ভেতর অবস্থান নিয়েছে এবং তারা ‘দুর্বল শত্রুর’ মোকাবিলা করছে।

gaja-war-newsasia34

তিনি আরও জানান, গাজার ভেতর যাওয়া সেনাদের কোনো সদস্য এখন পর্যন্ত হতাহতের শিকার হননি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েকদিন ধরেই গাজায় স্থল অভিযান চালানোর যে হুমকি দিয়েছিল ইসরাইলরা তা শুরু করেছে।

বিবিসি জানিয়েছে, ইসরাইলের ট্যাংক গাজার ভেতর অবস্থান করছে সেটির প্রমাণ দেখাতে একটি ভিডিও প্রকাশ করেছে সেনাবাহিনী।

এই ভিডিওতে দেখা যাচ্ছে, ইসরাইলি বাহিনীর কয়েক ডজন ট্যাংক গাজার ভেতরে প্রবেশ করেছে। ট্যাংকের সঙ্গে সঙ্গে অন্যান্য সাঁজোয়া যানও রয়েছে।

আরও পড়ুন:

 

তবে বিবিসি জানিয়েছে, এ ভিডিওটি গাজার কোথায় ধারণ করা হয়েছে; সেটি এখন নিশ্চিত করা যায়নি।

আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন, শুক্রবারে ইসরাইলি বাহিনী বেইত লাহিয়া, বেইত হানুন এবং জেইতুর্নে সবচেয়ে বেশি বোমা হামলা চালিয়েছে।

আর এ হামলার তীব্রতা এত বেশি ছিল যে, এর আগে কখনো এমন বোমা হামলা হতে দেখেননি কেউ।

গতকাল রাতের বোমা হামলার পর এখনো সেখানকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার রাতের হামলায় গাজার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।

ফলে নতুন হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে কেউ কোনো কিছু বুঝতে পাচ্ছেন না।

গাজায় সবচেয়ে বেশি বোমা হামলা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ইসরায়েলের সৈন্যরা গাজার মধ্যে যুদ্ধ করছে । কারণ তাদের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় সবচেয়ে বেশি বোমা হামলা হয়েছে।

আজ ২৮ অক্টোবর আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

আলজাজিরার তথ্য অনুযায়ী, হামাস সৈন্যরা বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাদের মুখোমুখি হয়েছে।

তারা গাজায় তাদের কর্মীদের সাথে যোগাযোগ প্রায় সম্পূর্ণরুপে হারিয়ে ফেলেছে।

war-filistin-israil-war-newsasia24
সেভ দ্য চিলড্রেন বলছে, এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি শিশু এবং তাদের পিতামাতা আটক রয়েছেন। তারা চরম আতঙ্কের মধ্যে যাপন করছেন।

আরও পড়ুন:

জাতিসংঘের সাধারণ পরিষদ একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

এ যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৭ হাজার সাতশত তিন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, হামাসের হামলায় ১,৪০০ বেশি মানুষ নিহত হয়েছে।

বিএনপির হামলায় পুলিশ সদস্য নিহত; আহত আরও ৪১ পুলিশ সদস্য

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ঢাকায় এক পুলিশ সদস্য (৩২) নিহত হয়েছেন। বিএনপির সঙ্গে সংঘর্ষ চলাকালে তিনি মারা যান। তবে তার নাম পরিচয় এখনও জানা যায় নি।

আজ শনিবার (২৮ অক্টোবর) বেলা ৪ টার দিকে মারা যান তিনি।

ঢাকায় কয়েক দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন:

kakrail-police-dead-newsasia24 2

ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেছেন, বিএনপির নেতাকর্মীরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে। এছাড়াও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে তারা।

রবিবার সকাল-সন্ধ্যা হরতাল

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  আগামীকাল রবিবার (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। নয়াপল্টনে সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশ পণ্ড হওয়ার পর দলীয় কার্যালয়ের নিচে হ্যান্ড মাইকে হরতালের ঘোষণা দেন।

bnp-somsbesh.jpg October 28, 2023 42 KB 600 by 300 pixels

তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছুড়েছে । এর প্রতিবাদে রোববার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি।

১২ দলের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা জানান, আমরাও আগামীকাল সারা দেশে হরতাল পালন করব।

আরও পড়ুন:

এছাড়া বিএনপির আন্দোলনের সঙ্গী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও হরতালের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন।

দুপুরে বিএনপির সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পর ধাওয়া দেয় পুলিশ। বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এর ফলে স্টেজ থেকে বিএনপির নেতাকর্মীরা নেমে যান।

কয়েক সপ্তাহ আগে আজ ঢাকায় মহাসমাবেশ কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপি। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত ছিল।

বিএনপির মহাসমাবেশের বিপরীতে আওয়ামী লীগ রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দিয়েছে। বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সেই সমাবেশ চলছে।

রাজধানীর কাকরাইলে বিএনপির ২০০ নেতাকর্মী আটক

 নিউজ এশিয়া২৪ ডেস্ক: শক্রবার (২৭ অক্টোবর) মধ্যরাতে কাকরাইলে ককটেল বিস্ফোরণে  বিএনপির ২০০ নেতাকর্মী আটক ।

কাকরাইলে নির্মানাধীণ ভবন থেকে ককটেল নিক্ষেপ ও নাশকতার অভিযোগে বিএনপির প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন:

পুলিশ কমিশনার  হারুন অর রশিদ এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের জানান, কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীরা ১০ থেকে ১৫টি ককটেল পুলিশকে লক্ষ্য করে নিক্ষেপ করে।

এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেখান অভিযান চালিয়ে ২০০ জনকে আটক করে।পাশাপাশি লাঠি, রড ও রান্নার সরঞ্জাম উদ্ধার করা হয়।

দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম টানেল দেশ বাংলাদেশ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কর্ণফুলীর তলদেশে টানেল উদ্বোধন করা হবে আজ। ফলে দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম টানেল দেশ হিসেবে বাংলাদেশ নাম লেখাবে।

আজ শনিবার (২৮ অক্টেবর) ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ এই ট্যানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

                                                            এর নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু টানেল।

tunnel-newsasia24

এ উপলক্ষে চট্টগ্রাম উৎসব নগরীতে পরিণত হয়েছে। আনোয়ারা উপজেলায় আয়োজন করা হয়েছে নানা কর্মসূচী। টানেলের এক প্রান্ত পতেঙ্গা এবং অপর প্র্রান্ত আনোয়ারাকে মনোরমভাবে সাজানো হয়েছে ।

পতেঙ্গা থেকে আনোয়ারয় যেতে সময় লাগবে মাত্র ৩ মিনিট। তবে, এর মধ্য দিয়ে রিকশা, সাইকেল, মোটরসাইকেলসহ কোনো টু হুইলার, থ্রি-হুইলার যানবাহন চলাচল করতে পারবে না।

tunnel-newsasia24 2

এই টানেলের মাধ্যমে আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ । টানেলটির অ্যাপ্রোচ সড়ক প্রায় সাড়ে ৫ কিলোমিটার।

টানেলের সুরক্ষায় পুলিশের পাশাপাশি অনান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও থাকবে। এখানে শতাধিক আধুনিক ক্যামেরা স্থাপন করা হয়েছে। যে কোন ধরনের দুর্ঘটনায় ৫ মিনিটের মধ্যে উদ্ধারকার্য চালানো যাবে।

আরও পড়ুন: 

এখানে স্থানীয় পুলিশের পাশাপাশি কোস্টগার্ডসহ থাকবে টুরিস্ট পুলিশ। গাড়ির গতিবেগ থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে ২০১৬ সালে। পরবর্তিতে ২০১৯ সালে ২৪ ফেব্রুয়ারি এর নির্মাণ কাজ শুরু হয়। এটি নির্মাণে মোট ব্যায় হয়েছে, সাড়ে ১০ হাজার কোাটি টাকা।

লি কেকিয়াং আর নেই

নিউজ এশিয়া২৪ ডেস্ক: অবসরে যাওয়ার ১০ মাস পরেই মারা মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এ সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর।

Li-Keqiang-chaina-prime-minister-newsasia24 2
চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং

এক সময় তাকে কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু সম্প্রতি তাকে সাইডলাইন করে দেন বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) হঠাৎ হার্ট অ্যাটাক হলে তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা হয়। পরে, শুক্রবার গভীর রাতে সাংহাইতে তিনি মৃত্যু বরন করেন।

আরও পড়ুন: 

লি কেকিয়াং দশ বছর যাবৎ ধরে চীনের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার প্রধান ছিলেন।

২৮ অক্টোবর পর্যন্ত এনআইডি সেবা বন্ধ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: নির্বাচন কমিশন জানিয়েছে আগামী ২৮ অক্টোবর রাত পর্যন্ত এনআইডি সেবা বন্ধ থাকবে। সার্ভার কক্ষ স্থানান্তরের কারনে এ সেবা বন্ধ থাকবে।

nirbachon-komission-newsasia24

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে শনিবার (২৮ অক্টোবর) রাত পর্যন্ত সার্ভার এর সাথে নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সকল ইকুইপমেন্ট মূল কক্ষে স্থানান্তর করা হবে। এ জন্য সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সব সার্ভিস বন্ধ থাকবে।

আরও পড়ুন: 

স্থানান্তরের কাজ চলাকালীন ৬৪ ঘণ্টা এনআইডি সেবা কার্যক্রম বন্ধ থাকবে। রবিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে সকল সার্ভিস পুনরায় চালু হবে।

কুষ্টিয়ার চলছে তিন দিন ব্যাপী লাঠি খেলা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কুষ্টিয়ার চলছে তিন দিন ব্যাপী লাঠি খেলা। কুষ্টিয়ার বটতৈল এলাকার কবুরহাটে চলছে এ খেলা। মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পর্যন্ত চলবে এ খেলা। এ খেলাটির আয়োজন করেছে আপডেট কুষ্টিয়া নামে একটি ফেসবুক গ্রুপ।

এ খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

lathikhela-newsasia24-kushtia
ছবি সংগ্রহীত

গতকাল খেলাটি পরিচালনা করেছেন, লাঠিয়াল ওস্তাদ জানার আলী ও ঢুলি রাজা মিয়া। এতে ১২টি দলের ৮২ জন লাঠিয়াল অংশগ্রহণ করেন।

লাঠিখেলার ওস্তাদ জানার আলী জানান, প্রায় ২৩ বছর ধরে বিভিন্ন এলাকায় তারা লাঠিখেলা করে থাকেন। তবে এ খেলার সঙ্গে জড়িতরা প্রায় সবাই গরিব ও অসহায়। তারা দুঃখ-দৈন্যে জীবনযাপন করেন।

তাদের জন্য সরকারিভাবে কোনো সুযোগ-সুবিধার ব্যবস্থা নেই। তেমন কোনো ব্যবস্থা হলে নিয়মিত চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা এ খেলাকে আরও বড় পরিসরে মানুষের সামনে তুলে ধরতে পারবেন বলে আশাবাদী।

আরও পড়ুন: 

খেলার আয়োজক অর্পণ মাহমুদ জানান, পঞ্চমবারের মতো এ লাঠিখেলার আয়োজন করা হয়েছে। আবহমানকাল ধরে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় একসময় বিনোদনের খোরাক জুগিয়েছে এ লাঠিখেলা। কিন্তু কালের বির্বতণে মানুষ আজ ভুলতে বসেছে এ খেলাটি। তবুও বিনোদনপ্রেমী মানুষের বিনোদনের খোরাক যোগাতেই এ লাঠিখেলার আয়োজন।

এবারের লাঠিখেলায় অংশগ্রহণ করেছেন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের খেলোয়াড়রা। খেলাটি চলবে বৃহস্পতিবার রাত পর্যন্ত।