শিরোনাম

শিরোনাম

বিএনপি নেতারা ‘কাপুরুষ’

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বিএনপি নেতাদের ‘কাপুরুষ’ আখ্যা দিলেন ওবায়দুল কাদের।

৭ নভেম্বরকে বিএনপির ‘উত্থান দিবস’ দাবি করে নিজেদের এই জাতীয় দিবসে কর্মসূচি স্থগিত করায় বিএনপি নেতাদের ‘কাপুরুষ’ আখ্যা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পবিরহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

kapurosh akkha

ওবায়দুল কাদের বলেন, এই কর্মসূচি স্থগিতের মধ্য দিয়ে বিএনপির আন্দোলনের সাহস দেখা হয়ে গেল।

আজ ৭ নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’র আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজ ৭ নভেম্বর বিএনপির জাতীয় দিবস। এদিন তাদের উত্থানের দিন।

বিএনপির জাতীয় দিবসে কর্মসূচি স্থগিত করায়ওবায়দুল কাদের বলেন , তাদের মত ভীতু কাপুরুষ হয়? এই কাপুরুষদের রাজনীতি করা মানায়?

বিএনপির আন্দোলনের সাহস এখানেই তো দেখা গেল। তাদের দল কেন করবে মানুষ?

আজ ৭ নভেম্বর দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে বিএনপি।

তবে সরকারের দমন-পীড়নের প্রতিবাদে এ বছর দিবসটি ঘিরে দলীয় সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।

আজ ৭ নভেম্বরের আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, এদিন আমরা মুক্তিযোদ্ধা হত্যার দিন পালন করি, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রক্তাক্ত কলঙ্কজনক দিনগুলোর একটি ৭ নভেম্বর।

এদিন সিপাহী জনতার অভ্যুত্থানের নামে কর্নেল তাহের ক্যান্টনমেন্টে বন্দি জিয়াউর রহমানকে উদ্ধার করে। ফলাফলে জিয়া কর্নেল তাহেরকে হত্যা করে।

তিনি বলেন, জিয়ার উত্তরসূরিরা আজও বাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বহন করে চলেছে। বাংলাদেশের রাজনীতিকে তারা কলুষিত করেছে।

খালেদা-তারেক আগুন সন্ত্রাসের সূচনা করেছে। তারা সারাদেশে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল। এখন কোথায় তারা? তাদের বাড়াবাড়ি কই গেল?

২৮ অক্টোবরের ঘটনার ব্যঙ্গ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২৮ অক্টোবর যখন দেখলো ঘটনা খারাপ, মির্জা ফখরুল লাফ দিয়ে নিচে নেমে গেল।

এদিক-ওদিক তাকায়, কাউকে পায় না। বেচারা দিশেহারা হয়ে দৌড় দিয়েছে।

এ দৌড় ডেমরার সালাহ উদ্দিনকে (২০০৬ সালের ৫ মে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের দৌড়কাণ্ড) হার মানিয়েছিল।

আরও পড়ুন:

পরে কয়েকজন মির্জা ফখরুলকে ধরে এনেছে। মাইক বন্ধ, হ্যান্ড মাইকে কর্মসূচি ঘোষণা করেছে।
বিএনপি বলেছিল, শেখ হাসিনা পালাচ্ছেন।

অথচ, আপনারা কে কোথায় এখন? কেউ কারাগারে। কেউ পালিয়েছেন। শেখ হাসিনাকে হটাবেন? শেখ হাসিনাকে হটাতে গেলে আপনারাই হটে যাবেন।

বেতন বাড়লো পোশাক শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে। এটি ডিসেম্বর থেকে কার্যকর করা হবে।

জানা গেছে, পোশাক শ্রমিকদের বেতন বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। যা পূর্বের তুলনায় ৫৬ দশমিক ২৫ শতাংশ।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ মজুরি ঘোষণা করেন ।

তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের ১ তারিখ হতে নতুন মজুরি কার্যকর হবে।

garments-emplye-newsasia24
ফাইল ছবি
আরও পড়ুন:

উল্লেখ্য, সর্বশেস ২০১৮ সালে পোশাক শ্রমিকদের বেতন নির্ধারন করা হযেছিল। সেসময় তাদের বেতন ছিল ৮ হাজার।

সেই তুলনায় তাদের বেতন বেড়েছে ৪ হাজা ৫০০ টাকা।

ময়মনসিংহে ভয়াবহ বাস দূর্ঘটনা; নিহত ৫,আহত ৪০

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে ভয়াবহ বাস দূর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫ জন এবং আহত হয়েছেন ৪০ জন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে শিকারিকান্দা এলাকায় ।

moymonsingh-bus-accident-dead-fayaz-5-newsasia24

জানা গেছে, ঢাকা থেকে ফায়াজ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস শেরপুর যাচ্ছিল। পথে ময়মনসিংহের শিকারিকান্দা এলাকায় পৌঁছালে একটি ট্রাক সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে বাসটি।

এসময় বাসটি রাস্তার পাশে থাকা একটি বিলবোর্ডে ধাক্কা দেয়। ফলে বিলবোর্ডটি ভেঙে বাসটির উপরে পরে। ঘটনাস্থলেই বাসটির চালকসহ ৫ জন মারা যান।

আরও পড়ুন: 

ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে জানা গেছে, হাসপাতালে এই পর্যন্ত ৪০ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন।

বাসচালকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ছেলের ভিডিও বার্তায় মিঠুনের চোখে জল

নিউজ এশিয়া ২৪ ডেস্ক: ছেলের আবেগপ্রবণ ভিডিও বার্তায় মিঠুন চক্রবর্তীর চোখে জল এসেছে।

টালিউড ও বলিউডের অভিনেতা মিঠুন চক্রবর্তী কয়েক দশক ধরেই ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করেছেন।

জনপ্রিয় এ অভিনেতা বাংলাদেশেও বেশ প্রিয়। অভিনয় দিয়ে তিনি ‘শক্তিমান’ অভিনেতার তকমাও লাভ করেছেন।

mithun

কেউ বা আবার তাকে ‘মহাগুরু’ বলেও সম্বোধন করেন।

সম্প্রতি জি-বাংলার ডান্স বাংলা ডান্সে মহাগুরুর আসনে বসেছিলেন মিঠুন।

এরপরই বিরতি না নিয়ে এই অভিনেতাকে বিশেষ ভূমিকায় দেখা যাচ্ছে সারেগামাপাতে।

রবিবারে (৫ নভেম্বর) সেই শোয়ের একটি পর্বের প্রোমোর দেখা যায়।

সেখানে অভিনেতার ছেলে নমশি চক্রবর্তীর একটি আবেগপ্রবণ ভিডিও বার্তা দেখা যায়।

ভিডিও এর মেসেজেটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন মিঠুন।

ভিডিওতে নমশি বলেন, আমি আমার বাবা-মায়ের খুব ভালো বন্ধু। আমরা তাকে পাপা বলি না, বাড়িতে মিঠুন বলে ডাকি।

কিছু চাওয়ার আগেই তিনি আমাদের সবকিছু দিয়েছেন।

একদিন আমি মা-কে বলছিলাম যে আমরা জীবনে অনেক কিছু পেয়েছি এবং এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হয়নি।

আরও পড়ুন:

কারণ আমরা একজন সুপারস্টারের ঘরে জন্মেছি। এখন ওনার বয়স ৭৩ বছর।

তিনি তার প্রত্যেকটা সিনেমা সততার সঙ্গে করেছেন। তার ক্যারিয়ার পরামর্শ হল যে, সর্বদা নিজের ১০০ ভাগ দিয়ে কাজ কর।

তিনি আরও বলেন, ২০০০ সাল, এমন একটা সময় ছিল যখন তার সিনেমাগুলো তেমন একটা জনপ্রিয়তা পায়নি।

তার ৪৫ বছরের ক্যারিয়ার, তিনি করোনা মহামারির দুই বছর ছাড়া আর কখনো ঘরে বসে থাকেননি।

তিনি সবসময় কাজ করে গিয়েছেন। তার স্টারডম কোনোদিনই ছেড়ে যায়নি। পর্দার বাইরেও তিনি আমার হিরো। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ বাবা।

দেব অভিনীত ও প্রযোজিত ‘প্রজাপতি’তে শেষবার দেখা যায় বর্ষীয়ান এই অভিনেতাকে।

এরপর পরিচালক সুমন ঘোষের আগামী সিনেমা ‘কাবুলিওয়ালা’র চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে।

২০১২ সালে ‘নোবেল চোর’ সিনেমায় একসঙ্গে কাজ করেন এ পরিচালক-অভিনেতা জুটি।

বিএনপি একদিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বিএনপি একদিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে।

বুধবার(৮নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার(১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।

bnp

‘বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে আগামীকাল ৭ নভেম্বর অবরোধ কর্মসূচিতে বিরতি দিয়েছেন বিএনপি ।

সমমনা রাজনৈতিক দলগুলোও যুগপৎভাবে এ কর্মসূচি পালন করবে।

এর আগে এক বিবৃতিতে প্রেসিডেন্ট অলি আহমদ (বীর বিক্রম) বলেন, এলডিপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আমার অনুরোধ আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী অবরোধ কর্মসূচি সফল করুন।

তিনি আরও বলেন, গত ৫ ও ৬ নভেম্বর দেশব্যাপী আন্তরিকতার সঙ্গে অবরোধ সফলভাবে পালন করায় দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও জ্ঞাপন করছি।

আরও পড়ুন:

এ সরকারকে বিদায় করতে হবে। দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনুন।

সাধারণ জনগণের প্রতি অনুরোধ আপনারা গাড়িগুলো রাস্তায় বের না করে আমাদের কর্মসূচি সফল করার জন্য সাহায্য করুন।

বাংলাদেশের লক্ষ্য ২৮০ রান

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বাংলাদেশের লক্ষ্য নির্ধারিত হয়েছে ২৮০ রান।

ফিরে আসার আগে জয় দিয়ে কিছু স্বস্তি পাওয়ার ম্যাচ বাংলাদেশের।

khela

বিশ্বকাপে দিল্লির এই মাঠে প্রথম ইনিংসে গড় সংগ্রহ ৩৪০ এর বেশি।

সে হিসেবে লক্ষ্যকে মন্দ বলা যায় না। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এই রান তাড়া করতে জ্বলে উঠতে হবে বাংলাদেশ টপ অর্ডারকে।

চারিথ আসালাঙ্কার দারুণ সেঞ্চুরি, পাথুম ও সাদিরার ৪১ রান ভিত হিসেবে কাজ করে লঙ্কান ইনিংসের।

আরও পড়ুন:

বিশ্বকাপ অভিষেকে তানজিম সাকিব শিকার করেন ৩ উইকেট। সাকিব ও শরিফুল নেন ২টি করে উইকেট। মিরাজ একটি উইকেট পান।

অবরোধ কর্মসূচির ৩০ ঘণ্টায় ১৮ গাড়িতে আগুন

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বিএনপি ও জামায়াতের অবরোধ কর্মসূচির ৩০ ঘণ্টায় দেশব্যাপী ১৮টি গাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ।

গতকাল রবিবার (৫ নভেম্বর) সকাল ৪ থেকে আজ সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

buse agun

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ও ২১৬ জন সদস্য এসব আগুন নির্বাপণ করে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবরোধের ৩০ ঘণ্টায় রাজধানীতে ১০টি সহ ঢাকা বিভাগে ১৪টি এবং চট্টগ্রাম বিভাগে ৪টি গাড়িতে আগুন দেওয়া হয়। এর মধ্যে ১৩টি বাস, ২টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ১টি সিএনজি, ১টি লেগুনা পুড়ে যায়।

এই ১৮টি অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৩৬টি ইউনিট কাজ করে।

আরও পড়ুন:

রবিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টা ১১ মিনিটে গাজীপুরে বাসে আগুন, সোমবার ভোর ৫টা ৫ মিনিটে চট্টগ্রামে বাসে আগুন, ৫টা ১৮ মিনিটে গাজীপুরের সফিপুরে বাসে আগুন, ৫টা ৪৫ মিনিটে চট্টগ্রামে সিএনজিতে আগুন এবং ৫টা ৪৮ মিনিটে বাংলাদেশ ব্যাংকের পাশে ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি

journalist-newsasia23-job

দেশের বহুল আলোচিত অনলাইন পত্রিকা নিউজ এশিয়া২৪(www.newsasia24.com) সারা দেশে সাংবাদিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সংবাদ মাধ্যমটিতে রিপোর্টার পদে কাজ করার সুযোগ রয়েছে। এতে নারী/পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

পদের নাম:
(১) স্টাফ রিপোর্টার
(২) বিভাগীয় প্রধান
(৩) জেলা প্রতিনিধি
(৪) উপজেলা প্রতিনিধি
(৫) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রার্থী: নারী/পুরুষ উভয়।

যে সকল জেলা: সমস্ত বিভাগ (চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ঢাকা, রংপুর, ময়মনসিংহ) সহ কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা সহ এর সকল উপজেলা।

আবেদনের যোগ্যতা: সর্বনিম্ন এইচএসসি পাস। তবে অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথীলযোগ্য।  নতুনেরাও আবেদন করতে পারবেন।  অবশ্যই সততার সঙ্গে কাজ করতে হবে । যেকোনো ধরণের ইস্যুতে সংবাদ সংগ্রহের আগ্রহ থাকতে হবে।

আবেদন পাঠাবেন যেভাবে: পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ সদ্যতোলা রঙিন ছবি মেইলে পাঠাতে হবে।
ই-মেইল: [email protected]
মোবাইল : ০১৩ ৩১ ৫১ ৪১ ০৩, ০১৯ ৬২ ৩৬ ৩৩ ৭২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পবিত্র ওমরাহ পালন

জাহিদুল ইসলাম, সৌদি থেকে: মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ নভেম্বর) ভোরে তিনি পবিত্র মক্কায় কাবাঘর তাওয়াফ করেন। এসময় তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা এবং অন্যান্য সফরসঙ্গীরা।

এরপর তিনি মসজিদুল হারামে নামাজ আদায় করেন।

seikh-hasina-ummrah-newsasia24 2

এসময় বিশেষ মোনাজাতে বাংলাদেশের জনগণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন। এরসাথে বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ওমরাহ পালন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ।

আরও পড়ুন: 

পরে প্রধানমন্ত্রী ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেন মসজিদুল হারামে।

এর আগে শেখ হাসিনা হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করেন ।

পরে মসজিদে নববিতে আসর ও মাগরিবের নামাজ আদায় করেন।

আরও পড়তে পারেন:

খোকসায় আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

নাজমুল হাসান: পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও বোনাপোল এক্সপ্রেস আন্তনগর ট্রেন দুটির খোকসা ষ্টেশন থেকে যাত্রী পরিবহনের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

আজ রবিবার(৫নভেম্বর) সকালে খোকসা রেল ষ্টেশনের প্লাটফর্মে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল স্থল বন্দর থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন দুইটি পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকায় যাতায়াত করে।

এই ট্রেন দুটির আপ ও ডাউনের সময় খোকসা ষ্টেশন থেকে যাত্রী পরিবহনের দাবিতে এ মানববন্ধন করা হয়।

এসময় বক্তারা দাবি করেন, খুলনা বিভাগের শেষ রেল স্টেশন খোকসা। এটি রেলওয়ের ব্যবসা সফল ষ্টেশন।

এই ষ্টেশনের উপর দিয়ে পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপল স্থল বন্দর থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন দুইটি রাজধানী ঢাকায় যাতায়াত করে।

আরও পড়ুন:

কিন্তু খোকসা ষ্টেশনে যাত্রাবিরত ও যাত্রী পরিসেবা নাই। তারা যাত্রী পরিসেবা চালুর দাবি করেন।

খোকসা বাসীর ব্যানারে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুল আলম তসর, সাবেক ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা খোকন খন্দোকার প্রমুখ। এসময় সঞ্চালনা করেন সেলিম খন্দোকার।