শিরোনাম

শিরোনাম

দুই শতাধিক কাঁচাঘর কেড়ে নিল মিধিলি; নিখোঁজ -১

ভোলা প্রতিনিধি: ভোলায় দুই শতাধিক কাঁচাঘর কেড়ে নিয়েছে ঘূর্ণিঝড় মিধিলি। অধিকাংশ ঘড়-বাড়ি সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়াও ৩টি মাছ ধরার নৌকা ডুবে গেছে।

এতে বাচ্চু নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। তার বাড়ি তজুমদ্দান উপজেলার চর রায়হান এলাকায়।

আজ শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরের পর ঝড়ের কবলে এ ক্ষয়ক্ষতি হয়েছে।

midhili-vola-newsasia24

আরও পড়ুন: 

ঢালচর এলাকায় ১৯টি কাঁচাঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে আরও ২০০ ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে।

তবে সন্ধ্যার পর থেকে মিধিলির শঙ্কা কেটে গেছে। স্বাভাবিক হতে শুরু করেছে ভোলাসহ আশেপাশের এলাকাগুলো।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

 

বড় ধরনের আঘাত আনতে পারে মিধিল

নিজস্ব প্রতিবেদক: নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিধিলি’এ রুপ নিয়েছে। ফলে বড় ধরনের আঘাত আনতে পারে মিধিল। এর প্রভাবে মোংলা বন্দর ও পায়রা বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। অপরদিকে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ৬ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

weather-news-newsasia24

দেশের রাজধানীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। উপকূলীয় এলাকায় ঝোরো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়েছ্। সমুদ্রপৃষ্ঠ থেকে ক্রমেই উপকূলের দিকে এগিয়ে আসছে মিধিল।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এর অগ্রভাগ আজ দুপুরের মধ্যেই উপকূল অতিক্রম করবে। সেই সাথে সন্ধ্যার মধ্যে মিধিলের কেন্দ্র বা মূল অংশ অতিক্রম করতে পারে।

আরও পড়ুন:

গতকাল রাত থেকেই উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

৩-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা লক্ষীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা এবং কাছের দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল।
সাগরে থাকা সব নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

রাগ মোকাবেলায় ৭ টি কার্যকরী টিপস

লিমা পারভীন: রাগ হল একটি শক্তিশালী আবেগ যা নিয়ন্ত্রণ করা কঠিন, এর সঠিক সমাধান হল সর্বদা শান্ত থাকা।

আসুন জেনে নেই রাগ মোকাবেলা করার কিছু উপায়:

১.নিজের অনুভূতির ব্যাপারে কথা বলুন:
আপনি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তা বর্ণনা করার জন্য সঠিক শব্দ খুঁজে না পান, তাহলে এমন একজন বন্ধুকে খুঁজে নিন যিনি আপনার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে। অধিকাংশ ক্ষেত্রে রাগ অনেকটাই কমে যায় যদি কারো কাছে মনের ভাব তৎক্ষণাৎ প্রকাশ করা যায়।

২.নিজেকে প্রকাশ করুন শান্তভাবে :
রাগ হওয়ার মত পরিস্থিতিতে মেজাজ না হারিয়ে আলোচনা করুন অথবা চুপ করে থাকুন।

৩.নিজেকে অanger pic2ন্যের স্থানে রাখুন:
আপনার যদি কারো উপর রাগ হয় তখন আপনি নিজেকে তার জায়গায় রেখে নিজেকে প্রশ্ন করবেন।এমনকি আপনার করা প্রতিক্রিয়া নিরাপদ এবং যুক্তিসঙ্গত কিনা তা নিজেকে জিজ্ঞাসা করুন৷ সেক্ষেত্রে নিজেকেই আয়না হিসেবে ব্যবহার করুন।

৪.অন্যদের কথা শুনুন:
কেউ আপনাকে নেতিবাচক প্রতিক্রিয়া দিলে মন খারাপ না করে মনোযোগ সহকারে শুনুন ৷ নিজেকে জিজ্ঞাসা করুন যে- আসলেই অন্যরা যেমনটা ভাবছেন আপনার ব্যাপারে আপনি ঠিক তেমনই কিছু করছেন কি না।

৫.অন্যের থেকে সাহায্য নেওয়া:
প্রয়োজন হলে অন্য মানুষদের সহযোগিতা নিন। পরিস্থিতি বা ব্যক্তির প্রতি প্রতিক্রিয়া জানানোর আগে নিজেকে শান্ত করুন। তার সঙ্গে আলোচনা করতে পারেন। এতে সমাধান যেমন সহজ হবে তেমনি রাগ বা ক্রোধও নিয়ন্ত্রণে আনা যাবে সহজেই।

আরও পড়ুন:

৬.ক্ষমা করতে শিখুন:
কেউ ভুল করলে ক্ষমা করতে শিখুন। ক্ষমা করলে নিজের কাছে অনেক ভালো লাগে।এতে নিজের রাগ নিয়ন্ত্রণে আনা যায়।

৭.নিঃশ্বাসের ব্যায়াম:
যখন আপনার রাগ বেশি হবে তখন আপনি নিঃশ্বাসের ব্যায়াম করবেন।নিঃশ্বাসের ব্যায়াম করার ফলে নিজের রাগকে নিয়ন্ত্রণ করা যায়।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: এবার ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। সরকারের পদত্যাগের দাবি এবং তফশিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার(১৬নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দুই দিন হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

bnp

রিজভী বলেন, ‘এই সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে এক দফা এবং গতকাল (বুধবার) নির্বাচন কমিশন যে একতরফা তফশিল ঘোষণা করেছে, তার প্রতিবাদে হরতাল কর্মসূচি ঘোষণা করছি।’

বিএনপির এই নেতা আরও জানান, ঢাকাসহ দেশব্যাপী রবিবার(১৯নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার(২১নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার এই হরতাল চলবে।

আরও পড়ুন:

গতকাল (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী  হাবিবুল আউয়াল বিএনপি এই তফশিল প্রত্যাখ্যান করেছে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

ঝোড়ো হাওয়াসহ ভারি বৃষ্টির সম্ভাবনা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে ঘনীভূত হয়ে এগোতে পারে। তবে নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম।

তিনি আরও জানান, নিম্নচাপটির কেন্দ্রের ৪৪ কিলোমটিারের মধ্যে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ৪০ কি.মি। যা ৫০ কিমি পর্যন্ত বর্ধিত হতে পারে।

weather-news-newsasia24

আরও পড়ুন: 

সাগরের গভীরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে। ফলে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগে কিছু এলাকায় দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেসময় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

মধ্যরাতে টাঙ্গাইলে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  গতকাল বুধবার (১৫নভেম্বর) দিবাগত রাতে টাঙ্গাইলে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রেনের দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

tangail train agun2

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ বলেন, রাত ৩টার দিকে খবর পেয়ে স্টেশনে গিয়ে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়। কমিউটার ট্রেনটি টাঙ্গাইল টু ঢাকা অভিমুখে স্টেশনে দাঁড়িয়ে ছিল।

পুলিশ জানিয়েছে, রাত ৩টায় পঞ্চগড় থেকে আসা একটি ট্রেন টাঙ্গাইল স্টেশন ত্যাগ করার পর আগুন লাগে। আগুনের সূত্রপাত তদন্ত শেষে জানা যাবে।

আরও পড়ুন:

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে এক ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কেউই।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

বছর শেষে সোমালিয়ার এক চতুর্থাংশ ক্ষুধার্ত হওয়ার ঝুঁকি – জাতিসংঘ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বছরের শেষে সোমালিয়ার জনসংখ্যার এক চতুর্থাংশ বা ৪.৩ লক্ষ মানুষ ক্ষুধার্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (WFP) অনুসারে, তারা সম্প্রতি মারাত্বক বন্যার মুখোমুখি হয়েছিল। কয়েক দশকের সবচেয়ে খারাপ অবস্থা তাদের। কয়েক দশকের সবচেয়ে খারাপ ফলে লক্ষ লক্ষ মানুষকে অনাহারের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।

মানবিক সহায়তা এখন পর্যন্ত দুর্ভিক্ষ পরিস্থিতি রোধ করেছে, কিন্তু ডব্লিউএফপি অনুসারে, সোমালিয়া এক দশকেরও বেশি সময় ধরে তার সবচেয়ে খারাপ স্তরের অপুষ্টির মুখোমুখি হচ্ছে।

One-in-four-Somalis-could-go-hungry-by-the-end-of-the-year-UN
ছবি সংগৃহীত

আফ্রিকাকে সাহায্য করারমত জাতিসংঘের পর্যাপ্ত তহবিল নেই। তাদের সক্শমতার তুলনায় আফ্রিকার অর্ধেকেরও কম। 

রবিবারের একটি সরকারী প্রতিবেদনে বলা হয়েছে, অবিরাম বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার কারণে সোমালিয়ায় কমপক্ষে ৩১ জন মারা গেছে এবং প্রায় ৫ লক্ষ  মানুষেকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে।

সোমালিয়ায় এল নিনোর আবহাওয়ার কারণে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে বাড়িঘর এবং কৃষিজমি প্লাবিত হয়েছে।

বর্তমানে আফ্রিকার হর্নে বর্ষা মৌসুমকে প্রশস্ত করছে, ইথিওপিয়াতে (কমপক্ষে ২০ জন মারা গেছে) এবং কেনিয়াতে (কমপক্ষে ১৫ জন মারা গেছে) এর মারাত্মক পরিণতি হয়েছে।

আরও পড়ুন:

সোমালিয়াতে ১৭লক্ষ অধিবাসীদের অধিকাংশই গবাদি পশু এবং কৃষিকাজ করেন । জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে একটি।

এই দরিদ্র দেশটি আল-কায়েদার সাথে সম্পৃক্ত ইসলামপন্থী যোদ্ধাদের আক্রমণেরও শিকার, যারা ১৫ বছরেরও বেশি সময় ধরে রক্তক্ষয়ী বিদ্রোহ চালিয়ে আসছে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

তফসিল ঘোষনা করলেন সিইসি (ভিডিও)

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  তফসিল ঘোষণা উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।  বিস্তারিত ভিডিওতে……

https://youtu.be/P4Q-DCjnFiU

তফসিল ঘোষনা করলেন সিইসি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: জাতির উদ্দেশে তফসিল ঘোষনা করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় বিটিভিতে সরাসরি সম্প্রচারে এ ঘোষনা দেন তিনি।

ঘোষনায় তিনি বলেন, আগমাী ২০২৪ সালের জানুয়ারি মাসের ৭ তারিখ (রবিবার) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এতে রিটার্নিং অফিসার রয়েছেন ৬৬ জন এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং অফিসার রয়েছেন। মনোয়োন পত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। মনোয়োন পত্র বাছাই হবে ডিসেম্বরের ১ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত।

তিনি আরও বলেন, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনের আপিল দায়ের ও নিষ্পত্তি হবে আগামী ডিসেম্বরের ৬ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ডিসেম্বরের ১৭ তারিখ এবং প্রতীক বরাদ্ধ করা হবে ডিসেম্বরের ১৮ তারিখে।

আরও পড়ুন: 

নির্বাচনী প্রচারনা চলবে আগামী ডিসেম্বরের ১৮ তারিখ থেকে ২০২৪ সালের জানুয়ারী মাসের ৫ তারিখ সকাল ৮ টা পর্যন্ত। ভোট গ্রহণ হবে ২০২৪ সালের জানুয়ারী মাসের ৭ তারিখে।

পরিশেষে, তিনি সবার কাছে সহযোগীতা কামনা করে বলেন, ভোট গ্রহণ যাতে সবার অংশ্গ্রহণমূলক এবং উৎসব মুখর হয়। কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে।

 

https://youtu.be/P4Q-DCjnFiU

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

আজ তফসিল ঘোষনা; ভাষণ দেবেন সিইসি

নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আজ তফসিল ঘোষণা উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

Bangladesh-Election-Commission-habibul-awal-newsasia24
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল

জানা গেছে, আজ সকাল ১০টায় ইসি সচিব মো. জাহাংগীর আলম সংবাদ সম্মেলন করবেন । বিকেল ৫টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৈঠকে বসবে। পরবর্তিতে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি। ওই ভাষণেই তফসিল সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে।

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ে কমিশন ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার থেকে বন্ধ করা রয়েছে।

আরও পড়ুন: 

এর আগে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম বলেছিলেন, কবে, কখন, কীভাবে তফসিল ঘোষণা হবে তা নভেম্বরের প্রথমার্ধের শেষ দিন অর্থাৎ বুধবার সকালে গণমাধ্যমে জানানো হবে।

নভেম্বরের প্রথমার্ধে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল দেওয়ার কথা আগে থেকেই জানিয়ে আসছিল নির্বাচন কমিশন। সেক্ষেত্রে ১৫ নভেম্বর বুধবারই তফসিল ঘোষণা করা হবে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, সব কিছুর বিষয়ে বুধবার জানিয়ে দেব।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

write-earn-newsasia24

Follow