শিরোনাম

শিরোনাম

শ্রীমঙ্গলে টায়ার জ্বালিয়ে অবরোধ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: শ্রীমঙ্গলে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করলেন বিএনপির নেতাকর্মীরা।

সারা দেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার টানা অবরোধের প্রথম দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে বিএনপির নেতাকর্মীরা।

srimongol taiar agunপুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘটনাস্থল ত্যাগ করে তারা।

রবিবার(৫ নভেম্বর) সকাল ৭ টার দিকে শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে মাঝখানে টায়ারে আগুন জ্বালিয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। তবে শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘সকালে হবিগঞ্জ রোডস্থ ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বিশৃঙ্খলাকারী টায়ার পুড়িয়ে ফেলে অবরোধ করার চেষ্টা করে।

আরও পড়ুন:

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে কাউকে পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানমাল রক্ষার স্বার্থে সকল জায়গায় রয়েছে পুলিশ।

তিনি আরও জানান, শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা রক্ষায় ২৪ ঘণ্টা একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন রয়েছে।

বিএনপির বিরুদ্ধে মামলা ৮৯টি; আটক ২১৭২ জন

নিউজ এশিয়া২৪ ডেস্ক: গত আটদিনে অর্থাৎ ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিএনপির বিরুদ্ধে ৮৯ টি মামলা করা হয়েছে। সেই সাথে ২১৭২ জনকে আটক করা হয়েছে।

আজ রবিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৮৯টি মামলা হয়েছে শুধুমাত্র আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায়। রাজধানীতেই ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে পল্টন থানায়। এ থানায় ১৪টি মামলা হয়েছে। এরপর রমনা তানায় মামলা হয়েছে ছয়টি।

shajahan-omor-arrest-newsasia24

আরও পড়ুন:

 

উল্লেখ্য, শনিবার গভীর রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর এবং এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়।

রাজধানীতে চলন্ত বাসে আগুন!

নিউজ এশিয়া২৪ ডেস্ক: রাজধানীতে চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানী গুলিস্তানের ষ্টেডিয়াম পাতাল মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আাসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার তালহা বিন জসিম জানন, শনিবার রাত ১০ টার দিকে আগুল লাগার খবর আমারা জানতে পারি। পরিবহনটির নাম মঞ্জিল পরিবহন।

gulistan-bus-fire-newsasia24

আরও পড়ুন: 

এছাড়াও জানা গেছে, শনিবার সন্ধ্যায় নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও যাত্রাবাড়ী এলাকায় তিনটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে উপরোক্ত কোন ঘটনায়ই হতাহতের খবর পাওয়া যায় নি।

খেলা আর না হলে জিতবে পাকিস্তান

নিউজ এশিয়া২৪ ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০ বলে ৪০২ রানের টার্গেট করতে নেমে ২১.৩ ওভারে ১ উইকেটে ১৬০ রান করে জয়ের পথেই ছিল পাকিস্তান।

এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির আগে জয় পেতে হলে পাকিস্তানকে ১৫০ রান করতে হতো। ১০ রানে এগিয়ে থাকায় বৃষ্টির কারণে খেলা শুরু না হলে পাকিস্তানই জয় পেত।

bissokap khela

দীর্ঘ সময় খেলা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়। খেলা শুরু হলে পাকিস্তানের নতুন টার্গেট দেওয়া হয় ৪১ ওভারে ৩৪২ রান।

২৫.৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ২০০ রান। এরপর দ্বিতীয় দফায় শুরু হয় বৃষ্টি।

তার মানে প্রথম বার বৃষ্টির পর ৪ ওভারেই পাকিস্তান ৪০ রান করে ।

দ্বিতীয় দফায় বৃষ্টি শুরু হওয়ায় খেলা বন্ধ রয়েছে। যদি আর খেলা মাঠে না গড়ায় তাহলে জিতবে পাকিস্তান। তারা ২১ রানে এগিয়ে রয়েছে।

আরও পড়ুন:

বিশ্বকাপের ১৩তম আসরের ৩৫তম ম্যাচে মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড। দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। সেমিফাইনালে যেতে হলে দুই দলের জয়ের প্রয়োজন।

নিউজিল্যান্ডের চেয়ে বেশি বিপদে রয়েছে পাকিস্তান। আজকের ম্যাচের আগে ৭ খেলায় ৮ ও ৬ পয়েন্ট করে নিয়ে চতুর্থ ও ষষ্ঠ পজিশনে রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

 

গাজীপুরে শিশু বন্ধক

নিউজ এশিয়া২৪ ডেস্ক: শিশুকে বন্ধক রেখে ক্লিনিকের বিল পরিশোধ করলেন মা।

গাজীপুরের শ্রীপুরে ক্লিনিকের বিল পরিশোধ করার জন্য শিশুকে একটি পরিবারের কাছে বন্ধক রাখেন মা।

১৫ দিন পর ওই পরিবারকে ব্যবসায়ী আকরাম হোসেন বাদশার সহায়তায় টাকা পরিশোধ করলে শিশুটি মায়ের কোলে ফিরিয়ে দেয়।

shisu bondokআজ শনিবার দুপুরে শ্রীপুর উপজেলার ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

শিশু সন্তানকে কোলে পেয়ে মায়ের বাঁধ ভাঙা আনন্দে সবার মুখে শান্তি দেখা যায়।

পিতৃহীন শিশুটির সংসার চালানোর জন্য শিশুর নানাকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন ওই ব্যবসায়ী।

গত ১৯ অক্টোবার ময়মনসিংহের চরপাড়া এলাকার স্বাধীন নার্সিংহোমে সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন শিরিন আক্তার।

পরে সিজারের বিল পরিশোধ না করতে পেরে একটি পরিবারে শিশুকে বন্ধক দিয়ে ক্লিনিকের বিল পরিশোধ করেন।

পরে বন্ধকের টাকা ফেরত দিয়ে শিশুকে ফেরত চাইলে বন্ধক নেওয়া পরিবার শিশুকে ফিরিয়ে দিতে অস্বীকার করেন।

পরে শিশুর পরিবার বিভিন্ন মানুষের কাছে সহায়তা চায় শিশুকে ফিরে পেতে।

পরে ব্যবসায়ী আকরাম হোসেন বাদশা এগিয়ে আসেন শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিতে।

আজ দুপুরে ফরিদপুর গ্রামে নবজাতককে দেখতে যান ব্যবসায়ী আকরাম হোসেন বাদশা।

তিনি তার পরিবারের সাথে কথা বলেন এবং তাদের আরও সহায়তার আশ্বাস দেন এ ব্যবসায়ী।

শিশুটির মা জানান ময়মনসিংহের হালুয়াঘাটের মনিকুরা গ্রামে তার স্বামীর বাড়ি।

স্বামীর সাথে ছাড়াছাড়ি হলে সে মা-বাবার সাথে শ্রীপুরের ফরিদপুর গ্রামে ভাড়া থাকেন।

শিরিন আক্তারের দেড় বছর বয়সী আরও একজন পুত্র সন্তান আছে বলেও তিনি জানিয়েছেন।

সন্তানকে ফিরে পেয়ে শিরিন আক্তার ব্যবসায়ী আকরাম হোসেন বাদশা ও উপজেলা প্রশাসনের কছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন:

গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ব্যবসায়ী আকরাম হোসেন বাদশার সহযোগিতায় শিশুটি তার মায়ে কোলে ফিরেছেন এটা খুবই আনন্দের।

আকরাম হোসেন বলেন, নবজাতককে দত্তক দিয়ে ক্লিনেকে বিল পরিশোধ করা এটা খুবই দুঃখের।বিষয়টি আমাকে কাঁদিয়েছে।

পরে আমি ও আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ অনেকের সহযোগিতায় শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।

জ্বালাও-পোড়াও এটাই তাদের উৎসব, এটাই তাদের চরিত্র:প্রধানমন্ত্রী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অগ্নিসন্ত্রাস বিএনপির চরিত্র।

তিনি আরও বলেন, জ্বালাও-পোড়াও এটাই তাদের উৎসব, এটাই তাদের চরিত্র। তাদের আন্দোলন হচ্ছে অগ্নিসন্ত্রাস, মানুষ খুন করা, ধ্বংস করা, পুলিশের ওপর হামলা করা। কীভাবে এটা বন্ধ করতে হয় সেটা আমাদের জানা আছে।

আজ বিকেলে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের রাজনীতি মানেই ধ্বংসের রাজনীতি। ২৮ অক্টোবর পুলিশ যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে।

অথচ তারা কী করল? রাস্তায় ফেলে পুলিশ পিটিয়ে হত্যা করলো, আওয়ামী লীগ ও মহিলা লীগের নেতাকর্মীদের ওপর হামলা করল। এটাই কি রাজনীতি?

আমি ঢাকার মানুষকে বলব, যারা আগুন দিতে আসবে তাদের প্রতিহত করতে হবে। যে হাত দিয়ে আগুন দেবে সেই হাত পুড়িয়ে দিতে হবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, খালেদা জিয়া বলেছিলেন আমি নাকি প্রধানমন্ত্রী তো দূরের কথা দলের প্রধানও হতে পারব না। আজ কে কোথায় আছে। আমি জনগণের সেবা করতে চাই, দেশের উন্নয়ন করতে চাই।

আমি দারিদ্র্য কমিয়ে এনেছি, খালেদার সময় দেশের ৪১ শতাংশ মানুষ দরিদ্র ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ উন্নত হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ২১ বছর মানুষ ছিল অন্ধকারে। আমি ক্ষমতায় এসে ব্রিজ করেছি, রাস্তাঘাট করেছি, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি।

দেশের উন্নয়নে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে বলে, নৌকা মার্কায় ভোট চান শেখ হাসিনা।

খোকসায় সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসের স্টপেজ দাবি

নাজমুল হাসান: কুষ্টিয়ার খোকসা রেলওয়ে স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেসের স্টপেজ দাবি করেছেন খোকসা থানার সর্বস্তরের জনসাধারণ।

খোকসাবাসীর স্বপ্ন ছিলো ট্রেনে করে ঢাকায় যাওয়ার। পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল করবে সেই স্বপ্ন পুরণ হয়েছে এই থানার মানুষের। ট্রেন চালুর আনন্দের পাশাপাশি ক্ষোভেরও সৃষ্টি হয়েছে খোকসাবাসীর।

khoksha station

চলতি মাসের ২ তারিখ থেকে খোকসার ওপর দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা ও খুলনা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস নামে ২ টি ট্রেন চলাচল শুরু হয়েছে।

কিন্তু ট্রেন ২ টির খোকসাতে কোনো স্টপেজ রাখা হয়নি। ফলে আশাহত হয়েছে স্থানীয়রা। কুষ্টিয়া কোর্ট স্টেশন এবং রাজবাড়ী স্টেশনে স্টপেজ থাকলেও এই ২টি স্টেশনের দূরত্ব আনুমানিক ৬৫ কিলোমিটার।

সেজন্য খোকসা স্টেশনে একটি স্টপেজ থাকলে তা সবার জন্য সুবিধাজনক হতো।

এখানে বিশেষভাবে উল্লেখ্য, রেলপথে খোকসা থেকে কুষ্টিয়ার দূরত্ব ২৫ কিলোমিটার এবং রাজবাড়ীর দূরত্ব ৪০ কিলোমিটার। এ সমস্ত দিক বিবেচনায় খোকসাতে অবশ্যই স্টপেজ প্রদান করা উচিত বলে দাবি করেন এই অঞ্চলের সবাই।

আরও পড়ুন:

খোকসাতে স্টপেজ রাখা হলে খোকসা ও অন্যান্য থানার মানুষের ঢাকার সাথে যোগাযোগ সুবিধাসহ ব্যবসাবাণিজ্যর প্রসার ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেসের খোকসা রেলওয়ে স্টেশনে স্টপেজ প্রদান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন খোকসা থানার্র সর্বস্তরের জনগণ।

নেপালে ভয়াবহ ভূমিকম্প; নিহত ১২৮

নিউজ এশিয়া২৪ ডেস্ক: নেপালে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। যার মাত্রা ছিল ৬ দশমিক ৪ । এতে এখন পর্যন্ত ১২৮ জন নিহতের খবর পাওয়া গেছে।

নেপালের সাথে ভারতের কয়েকটি অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভারতে কোন হতাহতের খবর পাওয়া য়ায় নি।

নেপালনিউজ এর মাধ্যমে জানা গেছে, শুক্রবার (৩ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টার দিকে জাজারকোটে এ শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

nepal-earth-quack-newsasia24-2

আরও পড়ুন: 

জানা গেছে, শুধু জাজারকোটেই মারা গেছেন ৪৪ জন। নিহতদের মধ্যে একজন মেয়রও রয়েছেন। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন।

আরও পড়ুন: হুমায়রা হিমু জুয়ায় আসক্ত ছিলেন: র‌্যাব (ভিডিও)

 

অন্যদিকে, রুকুমে নিহত হয়েছেন ৩৬ জন । এছাড়াও আটবিস্কোট এলাকায় নিহত হয়েছেন ৩৬ জন। ৮ জন মারা গেছেন সানিভেরী এলাকায়।

হুমায়রা হিমু জুয়ায় আসক্ত ছিলেন: র‌্যাব (ভিডিও)

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  হুমায়রা হিমু জুয়ায় আসক্ত ছিলেন এবং তার প্রেমিক রাফির সামনেই গলায় দরি দিয়ে আত্মহত্যা করেন।

বিস্তারিত ভিডিওতে দেখুন……

https://youtu.be/FrZueFSpWw4

হিমুর কথিত প্রেমিক রাফি গ্রেফতার

নিউজ এশিয়া ২৪ ডেস্ক: হুমায়রা হিমু। ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী। তার মৃত্যু নিয়ে রয়েছে নানা রহস্য।

সেই রহস্য খুজতেই হিমুর কথিত প্রেমিক, যার সাথে সাথে হিমুর বিয়ের কথাবার্তা চলছিল সেই প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে গ্রেফ্তার করা হয়েছে।

আজ শুক্রবার (৩ নভেম্বর) তাকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, হিমুর সাথে তার বয়ফ্রেন্ড রাফির বিয়ের কথাবার্তা চলছিল।

humaira-himu-rafi-arrest-newsasia24 2
অভিনেত্রী হুমায়রা হিমুর প্রেমিক রাফি

তবে বেশ কয়েকদিন যাবৎ হিমুর সঙ্গে রাফির ঝগড়াও হয়েছে।

সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, হাসপাতালে অসুস্থ হিমুকে ফেলে রাফি পালিয়ে যায়।

আরও পড়ুন: 

পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হিমুর মৃত্যুর রহস্য রহস্য উদঘাটন করা হবে।

হিমু উত্তরার ১০ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কে তার নিজ বাসায় থাকতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পায়।