শিরোনাম

সারাদেশ

৩ মাসের শিশুকে চুরি করলো এক বোরকা পরা নারী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: এক বোরকা পরা নারী কোলে নেওয়ার কথা বলে ৩ মাসের শিশুকে চুরি করলো।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে শিশু জোবাইদা আক্তারের রক্ত পরীক্ষা করাতে লাইনে দাঁড়িয়ে ছিলেন তার মা ও নানি।

তখন শিশুটির মা টিকিট কাউন্টারে ব্যস্ত। নানির কোলে ছিল শিশুটি।

midford hashpatal shishu

ওই লাইনের পেছনে দাঁড়িয়ে থাকা বোরকা পরা এক নারী শিশুটির নানিকে বলেন আপনি মুরুব্বি মানুষ, বাচ্চা কোলে রাখতে সমস্যা হলে আমাকে দেন ।

ঠিক ওই সময় শিশুটির নানির মোবাইল ফোন বেজে ওঠে। ওই সময় ফোনে কথা বলছিলেন তিনি।

এই সুযোগে বোরকা পরা ওই নারীও শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে রবিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিশু চুরির এই ঘটনা ঘটে।

পরে ভুক্তভোগীর মা বিভিন্নস্থানে খোঁজা-খুঁজির পর দিশেহারা হয়ে নিজের সন্তানকে ফিরে পেতে কোতয়ালী থানা পুলিশের দারস্ত হন।

কোতয়ালী থানার পুলিশ জানায়, নিখোঁজ ৩ মাস বয়সী শিশু জোবাইদা আক্তারকে উদ্ধার ও অজ্ঞাত ওই চোরকে ধরতে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ বার বার দেখা হচ্ছে।

শিশুটির মা জানান, রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকায় তাদের বাসা।

সকালে তিনমাস বয়সী শিশু জোবাইদার রক্ত পরীক্ষা করাতে এবং নিজের আল্ট্রাসনোগ্রাম করাতে মিটফোর্ড হাসপাতালে এসেছিলেন।

সঙ্গে শিশুটির নানিও এসেছিলেন। তিনি যখন টিকিট কাউন্টারে যান তখন শিশুটি তার নানির কোলে ছিল।

কিন্তু রোবকা পরিহিত এক নারী তার সন্তানকে নিয়ে পালিয়ে যায়।

তদন্তে শিশু চুরির ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি রিকশা দাঁড়িয়ে ছিল।

জরুরি বিভাগের গেটে একপাশে বয়স্ক নারী এবং অন্যপাশে বৃদ্ধ এক লোক বসে ছিলেন।

আর গেট থেকে একটু দূরে কালো বোরকা পরা এক নারী একটি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

ওই নারীর মুখ ও নাক ঢাকা, তার ডান কাঁধে শিশুটি এবং বাম হাতে একটি সাদা শপিং ব্যাগ। সাদা রঙের জুতো পায়ে।

আর শিশুটি পরনে ছিল হালকা গোলাপি রঙের একটি পোশাক।

ফুটেজে আরও দেখা যায়, কিছুক্ষণ ওই নারী শিশুটিকে কোলে নিয়েই ধীরে ধীরে হাঁটাচলা করছিলেন।

তখন একটি কালো প্রাইভেটকার জরুরি বিভাগের সামনে দিয়ে যাওয়ার সময় ওই রিকশাটি চলে যায়।

এতে বোরকা পরা ওই নারী বারবার তার স্থান পরিবর্তন করেন।

কিছুক্ষণ পর তার ব্যাগ থেকে মোবাইল ফোন বের করে কথা বলার ভান করে ধীরে ধীরে হেঁটে গেটের দিকে যেতে থাকে ওই নারী।

ঠিক রবিবার সকাল ৮টা ৫৬ মিনিটে হাসপাতাল থেকে অন্য এক নারী এক শিশুকে কোলে নিয়ে বের হয়ে যাওয়ার সময় তার পিছু পিছু বোরকা পরা অজ্ঞাত নারীও হেঁটে হেঁটে বের হয়ে যায়।

কোতয়ালী থানা থেকে বলা হয়, নিখোঁজ শিশুটির বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে, দ্রুত কোতয়ালী থানা পুলিশকে জানাতে বলা হয়।

আরও পড়ুন:

আজ সোমবার (২০ নভেম্বর) এ বিষয়ে কোতয়ালী থানার (এএসআই) রাশিদুল হাসান বলেন, তিনমাস বয়সী শিশু জোবাইদা চুরির ঘটনায় আমরা তদন্ত করছি।

ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

বাসার সামনে জুতা রাখাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন!

নিজস্ব প্রতিবেদক: বাসার সামনে জুতা রাখাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। এঘটনায় বড় ভাই দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিনা ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ছোট ভাইয়ের নাম মিঠুন কুমার ঘোষ। ঘটানাটি ঘটেছে ১৫ নভেম্বর রাতে রাজধানীর গেন্ডারিয়ায়।

রবিবার (১৯ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ আল মামুন।

ওসি জানান, ১৫ নভেম্বর রাত ৯টার দিকে বাসার রুমের সামনে জুতা রাখাকে কেন্দ্র করে দিলীপ ঘোষ ছোট ভাইয়ের স্ত্রী রেখা রানী দাসকে গালিগালাজ করেন। এসময় এর প্রতিবাদ করেন রেখার স্বামী মিঠুন কুমার। ফলে ক্ষিপ্ত হয়ে মিঠুনকে কিল–ঘুষি ও বুকে লাথি মেরে রুমের সামনে ফেলে দেন দিলীপ ও তার স্ত্রী রিনা।

একপর্যায়ে দিলীপ তার ভাই মিঠুনকে খাটের পায়া দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে অজ্ঞান হয়ে যান মিঠুন।

তাৎক্ষণিকভাবে অন্যদের সহায়তায় মিঠুনকে ঢাকা ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান তার স্ত্রী রেখা রানী। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিঠুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গেন্ডারিয়া থানায় মামলা করেন।

আরও পড়ুন: small-brother-murder-by-big-brother-genderia-newsasia24small-brother-murder-by-big-brother-genderia-newsasia24

ওসি বলেন, ঘটনার দিন গেন্ডারিয়া থেকে দিলীপের স্ত্রী রিনাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর ১৮ নভেম্বর টাঙ্গাইলের মির্জাপুর থেকে গ্রেফতার করা হয় দিলীপ ঘোষকে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

এক সপ্তাহ আগেই গ্রাম থেকে ঢাকায় এসে কাজ নিয়েছিলো রবিউল: বাবা

শ্যামপুরে স্টিল কারখানায় বিস্ফোরণ; দগ্ধ ৪, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার শ্যামপুরে একটি স্টিল কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছ্। এতে ৪ জন শ্রমিক দগ্ধ হয়েছেন, এদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত শ্রমিকের নাম রবিউল ইসলাম(১৯)। আজ রবিবার (১৯ নভেম্বর) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, রবিউল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা গেছে। অপরদিকে, আমিরুল ইসলাম (৩৫) নামে একজন ভর্তি আছেন। আর বাকি দুজন ছাড়পত্র নিয়ে চলে গেছেন।

উল্লেখ্য, গত শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে শ্যামপুর বাসেদ স্টিল কারখানায় এই বিস্ফোরণের ঘটে।

এতে দগ্ধ হন, শাহ আলম (৩৫), আমিরুল ইসলাম (৩৫) , মাজহারুল ইসলাম (৩৭) ও শ্রমিক রবিউল ইসলাম (১৯) নিহত হন।

আরও পড়ুন:

মৃত রবিউলের বাড়ি বরগুনার পটকাখালি গ্রামে। তার বাবার নাম মো. সিদ্দিক।

রবিউলের বাবা জানান, এক সপ্তাহ আগেই গ্রাম থেকে ঢাকায় এসে স্টিল মিলটিতে কাজ নিয়েছিলো রবিউল।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

খাগড়াছড়ির কাঠ ব্যবসায়ী সমিতির নেতৃত্বে কাশেম-মনির

খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচনে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্যালটের প্রতিদ্বন্দ্বীতার চেয়ার প্রতিকে ১৩৯ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছে হাজ্বী মো: কাশেম। সাধারন সম্পাদক পদে গোলাপ ফুল প্রতিকে ১২৩ ভোটে মনির হোসেন দ্বিতীয় বারের মতো জয় লাভ করেন।

khagrachori-kath-somiti-newsasia24

সংগঠনটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৩ এ ভোটে সহ-সভাপতি পদে ১১০ ভোটে বটগাছ প্রতিকে দীন মোহাম্মদ,সহ-সাধারন সম্পাদক পদে নলকুপ চশমা প্রতিকে ১০১ ভোটে বখতিয়ার উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক পদে মাছ প্রতিকে ৯৬ ভোটে মো: নূর নবী, কোষাধ্যক্ষ পদে- ফুটবল প্রতিকে ১১৬ ভোটে মো: মোস্তফা এবং কার্য নির্বাহী সদস্য পদে- কলসি প্রতিকে ১১৯ ভোটে রফিক উদ্দিন সিদ্দিকী, বাঘ প্রতিকে ৮৭ ভোটে পংকজ বড়ুয়া ও মোবাইল ফোন প্রতিকে ৮০ ভোট পেয়ে হাজী খোরশেদ আলম জয়যুক্ত লাভ করেন।

আরও পড়ুন: 

নেতৃত্বের ভাগ্য নির্ধারনী লড়াইয়ে শনিবার (১৮ নভেম্বর ২০২৩) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। প্রার্থী ও ভোটারদের উৎসব মুখোর পরিবেশে ভোট শেষে ভোটাররা তাদের নেতা নির্বাচন করে সকলেই খুশি। সর্বশেষ ২০ প্রার্থীর বিপরীতে ত্রিবার্ষিক এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে ১৬৫ ভোটার।

 

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

দুই শতাধিক কাঁচাঘর কেড়ে নিল মিধিলি; নিখোঁজ -১

ভোলা প্রতিনিধি: ভোলায় দুই শতাধিক কাঁচাঘর কেড়ে নিয়েছে ঘূর্ণিঝড় মিধিলি। অধিকাংশ ঘড়-বাড়ি সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়াও ৩টি মাছ ধরার নৌকা ডুবে গেছে।

এতে বাচ্চু নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। তার বাড়ি তজুমদ্দান উপজেলার চর রায়হান এলাকায়।

আজ শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরের পর ঝড়ের কবলে এ ক্ষয়ক্ষতি হয়েছে।

midhili-vola-newsasia24

আরও পড়ুন: 

ঢালচর এলাকায় ১৯টি কাঁচাঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে আরও ২০০ ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে।

তবে সন্ধ্যার পর থেকে মিধিলির শঙ্কা কেটে গেছে। স্বাভাবিক হতে শুরু করেছে ভোলাসহ আশেপাশের এলাকাগুলো।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

 

মধ্যরাতে টাঙ্গাইলে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  গতকাল বুধবার (১৫নভেম্বর) দিবাগত রাতে টাঙ্গাইলে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রেনের দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

tangail train agun2

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ বলেন, রাত ৩টার দিকে খবর পেয়ে স্টেশনে গিয়ে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়। কমিউটার ট্রেনটি টাঙ্গাইল টু ঢাকা অভিমুখে স্টেশনে দাঁড়িয়ে ছিল।

পুলিশ জানিয়েছে, রাত ৩টায় পঞ্চগড় থেকে আসা একটি ট্রেন টাঙ্গাইল স্টেশন ত্যাগ করার পর আগুন লাগে। আগুনের সূত্রপাত তদন্ত শেষে জানা যাবে।

আরও পড়ুন:

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে এক ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কেউই।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের রহস্যজনক মৃত্যু

লিমা: এক সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকন্যাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে সন্দেহভাজন এক যুবক।

হোসেনপুর উপজেলার বাসুর চর গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকন্যাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

soudi probashi

আটক করা হয়েছে সন্দেহভাজন এক যুবককে। যুবককের পরিচয় গোপন রেখেছে পুলিশ।

আজ (১৪নভেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা কোনো ঘটনাকে আড়াল করার জন্য তাদের শ্বাসরোধ করে হত্যা করে।

নিহতরা হলেন- সৌদি প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা (৪২), মেয়ে মোহনা (১১) ও বন্যা (৭)।

জানা গেছে, একসঙ্গে স্কুলে যেতে ফারজানা নামে মোহনার এক সহপাঠী সকাল ৯টার দিকে তার বাড়িতে যায়।

ঘরের দরজা খোলা দেখে সে ঢুকে মোহনা ও তার মা-বোনকে আলাদা খাটে শুয়ে থাকতে দেখে।

এমন অবস্থায় তাদের ঘুম থেকে জাগাতে হাত ধরে টানাটানি করে ফারজানা। কিন্তু তাদের কোনো সাড়া মেলেনি।

তখন ফারজানা ভয় পেয়ে যায়। সে ঘর থেকে বেরিয়ে প্রতিবেশীদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে এমন পরিস্থিতি দেখে পুলিশে খবর দেয়।

একই গ্রামের অধিবাসী সাহেদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান জানান, ২০১৭ সালের দিকে মঞ্জিল মিয়া সংসারের অভাব-অনটন ঘোচাতে কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান।

তাদের পরিবারের সঙ্গে কারো কোনো বিরোধের দৃশ্যমান ঘটনা নেই। এমন নিষ্ঠুর ঘটনায় এলাকাবাসী হতবাক ও স্তম্ভিত।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, খবর পেয়ে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামী একজন সৌদি প্রবাসী বলে জানা গেছে।

তবে তাদের মৃত্যুর বিষয়টি রহস্যজনক।তিনি আরও জানান, অধিকতর তদন্তের জন্য পিবিআইয়ের ফরেনসিক বিভাগ ও সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

একই সঙ্গে এর রহস্য উন্মোচনের জন্য পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগ কাজ শুরু করেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে সৌদি প্রবাসী মঞ্জিল মিয়ার বাড়িতে যাতায়াতকারী একই গ্রামের ৩৫ বছর বয়সি এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রয়োজনে তাকে গ্রেফতার দেখানো হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু

লিমা: চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরেকজন এখনও নিখোঁজ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে দুই বন্ধু গোসল করতে নেমে মাহমুদ উল্লাহ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সিফাত (১০) নামে শিশু এখনও নিখোঁজ।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কাজীপাড়ার নতুনপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু মাহমুদ উল্লাহ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামের আ. রাজ্জাকের ছেলে এবং সিফাত একই এলাকার মো. হানিফের ছেলে।

খবর পেয়ে সন্ধ্যায় ফায়ার সার্ভিস কর্মীরা মাহমুদ উল্লাহর মরদেহ উদ্ধার করতে পারলেও সিফাত নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাহবুবুল ইসলাম একজনের মরদেহ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে তারা আপ্রান চেষ্টা
করছে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

একজন সরকারি কর্মকর্তার মানবিক কর্মকাণ্ড

এম এ ওহাব, কুমারখালী: “মানুষ ভজলে সোনার মানুষ হবি” ফকির লালন সাঁইজির এই অমর বাণীকে বাস্তবে রূপ দিতে নিরলসভাবে কাজ করে চলেছেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।

একজন সরকারি কর্মকর্তা যে মানবিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে মানবতার বন্ধু হতে পারে বিতান কুমার মন্ডল একটি উদাহরণ।

tno-kumarkhali-bitan-kumar-mondol-newsasia24 2

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ২ বছরের ও অধিক সময়।

কুমারখালী উপজেলায় তিনি যখন যোগদান করেন তখন মহামারী করোনার আঘাতে চুন্ন বিচূর্ণ হয়ে পড়ে সব কিছুই।

নিজের জীবনের মায়া ত্যাগ করে তখন থেকেই তিনি কাজ করে চলেছেন মানুষের জন্য।

যাহার ঘরে খাদ্য নেই খবর পেয়েই তাহার ঘরে খাদ্য সামগ্রী নিয়ে নিজেই উপস্থিত হয়েছেন।

আরও পড়ুন>> এমন বইমেলা প্রতিটি স্কুলে হওয়া উচিৎ (ভিডিও)

রাস্তায় রাস্তায় ঘুরে বেডানো বৃদ্ধাকে ডেকে এনে করে দিয়েছেন ভাতার কার্ড। প্রতিবন্ধীদের জন্য সরেজমিনে গিয়ে নিজেই উদ্যোগ গ্রহণ করেছেন।

শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য নিজেই ছুটে চলেছেন রাতের পর রাত। মেধাবী শিক্ষার্থীদের সহায়তা ও সহযোগীতা ও কম করেননি।

খেলাধুলায় অনেক মেধাবী খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে সহায়তা করে চলেছেন। সাংস্কৃতিক অঙ্গনে ও তিনি বেশ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন।

তার কর্মকাণ্ড যতো দেখি ততোই অবাক হয়ে পড়ি একজন মানুষ তার নিজের সংসার, নিজের কর্মস্থলের দায়িত্ব ছাড়াও নানান মানবিক কাজে নিয়োজিত রেখে চলেছেন তিনি।

কুমারখালী উপজেলায় সকল মানুষের শতভাগ নাগরিক সেবা প্রদান করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই বহুগুণে গুণান্বিত মানবটি। নিজেকে কখনও প্রচার করতে চান না তিনি।

কিন্তু এই মহতী মানুষের মহৎকাজগুলো দেখে একজন সংবাদকর্মী হিসেবে তাকে নিয়ে দু’টি কথা না লিখে পারলাম না।

এই রকম মহান মনের মানুষ খুঁজে পাওয়া বর্তমান সময়ে সত্যিই দুস্কর!

write-earn-newsasia24

“মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে” স্যার আপনি কুমারখালী বাসীর কাছে চির স্বরণীয় হয়ে থাকবেন সব সময়। আপনার জন্য ও আপনার পরিবারের সদস্যদের জন্য অনেক বেশি বেশি ভালোবাসা ও শুভকামনা রইলো।

সৃষ্টিকর্তা আপনাকে ও আপনার পরিবারের সদস্যদের হেফাজত করুন সব সময় সবখানে।

আরও পড়ুন:

 

মীর মোশাররফ হোসেনের ১৭৬ তম জন্ম বার্ষিকী পালন

এম এ ওহাব, কুমারখালী থেকেঃ অমর কথাসাহিত্যিক মীর মোশাররফ হোসেন এর ১৭৬ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে ২ দিন ব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠিখেলা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহীনি পাড়ায় মীর মোশাররফ হোসেন এর বাস্ত ভিটায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।

mir-mosarrof-hossain-newsasia24 2

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের , কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক ড.আমানুর আমান, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়,কবি আলম আরা জুই,কবি সৈয়দ সাদিক।

আরও পড়ুন: 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আমিরুল আরাফাত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু।

বিশিষ্ট এই কথা সাহিত্যিক এর জন্ম বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।