শিরোনাম

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পবিত্র ওমরাহ পালন

জাহিদুল ইসলাম, সৌদি থেকে: মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ নভেম্বর) ভোরে তিনি পবিত্র মক্কায় কাবাঘর তাওয়াফ করেন। এসময় তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা এবং অন্যান্য সফরসঙ্গীরা।

এরপর তিনি মসজিদুল হারামে নামাজ আদায় করেন।

seikh-hasina-ummrah-newsasia24 2

এসময় বিশেষ মোনাজাতে বাংলাদেশের জনগণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন। এরসাথে বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ওমরাহ পালন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ।

আরও পড়ুন: 

পরে প্রধানমন্ত্রী ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেন মসজিদুল হারামে।

এর আগে শেখ হাসিনা হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করেন ।

পরে মসজিদে নববিতে আসর ও মাগরিবের নামাজ আদায় করেন।

আরও পড়তে পারেন:

খোকসায় আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

নাজমুল হাসান: পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও বোনাপোল এক্সপ্রেস আন্তনগর ট্রেন দুটির খোকসা ষ্টেশন থেকে যাত্রী পরিবহনের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

আজ রবিবার(৫নভেম্বর) সকালে খোকসা রেল ষ্টেশনের প্লাটফর্মে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল স্থল বন্দর থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন দুইটি পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকায় যাতায়াত করে।

এই ট্রেন দুটির আপ ও ডাউনের সময় খোকসা ষ্টেশন থেকে যাত্রী পরিবহনের দাবিতে এ মানববন্ধন করা হয়।

এসময় বক্তারা দাবি করেন, খুলনা বিভাগের শেষ রেল স্টেশন খোকসা। এটি রেলওয়ের ব্যবসা সফল ষ্টেশন।

এই ষ্টেশনের উপর দিয়ে পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপল স্থল বন্দর থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন দুইটি রাজধানী ঢাকায় যাতায়াত করে।

আরও পড়ুন:

কিন্তু খোকসা ষ্টেশনে যাত্রাবিরত ও যাত্রী পরিসেবা নাই। তারা যাত্রী পরিসেবা চালুর দাবি করেন।

খোকসা বাসীর ব্যানারে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুল আলম তসর, সাবেক ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা খোকন খন্দোকার প্রমুখ। এসময় সঞ্চালনা করেন সেলিম খন্দোকার।

শ্রীমঙ্গলে টায়ার জ্বালিয়ে অবরোধ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: শ্রীমঙ্গলে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করলেন বিএনপির নেতাকর্মীরা।

সারা দেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার টানা অবরোধের প্রথম দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে বিএনপির নেতাকর্মীরা।

srimongol taiar agunপুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘটনাস্থল ত্যাগ করে তারা।

রবিবার(৫ নভেম্বর) সকাল ৭ টার দিকে শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে মাঝখানে টায়ারে আগুন জ্বালিয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। তবে শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘সকালে হবিগঞ্জ রোডস্থ ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বিশৃঙ্খলাকারী টায়ার পুড়িয়ে ফেলে অবরোধ করার চেষ্টা করে।

আরও পড়ুন:

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে কাউকে পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানমাল রক্ষার স্বার্থে সকল জায়গায় রয়েছে পুলিশ।

তিনি আরও জানান, শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা রক্ষায় ২৪ ঘণ্টা একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন রয়েছে।

বিএনপির বিরুদ্ধে মামলা ৮৯টি; আটক ২১৭২ জন

নিউজ এশিয়া২৪ ডেস্ক: গত আটদিনে অর্থাৎ ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিএনপির বিরুদ্ধে ৮৯ টি মামলা করা হয়েছে। সেই সাথে ২১৭২ জনকে আটক করা হয়েছে।

আজ রবিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৮৯টি মামলা হয়েছে শুধুমাত্র আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায়। রাজধানীতেই ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে পল্টন থানায়। এ থানায় ১৪টি মামলা হয়েছে। এরপর রমনা তানায় মামলা হয়েছে ছয়টি।

shajahan-omor-arrest-newsasia24

আরও পড়ুন:

 

উল্লেখ্য, শনিবার গভীর রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর এবং এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়।

খোকসায় সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসের স্টপেজ দাবি

নাজমুল হাসান: কুষ্টিয়ার খোকসা রেলওয়ে স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেসের স্টপেজ দাবি করেছেন খোকসা থানার সর্বস্তরের জনসাধারণ।

খোকসাবাসীর স্বপ্ন ছিলো ট্রেনে করে ঢাকায় যাওয়ার। পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল করবে সেই স্বপ্ন পুরণ হয়েছে এই থানার মানুষের। ট্রেন চালুর আনন্দের পাশাপাশি ক্ষোভেরও সৃষ্টি হয়েছে খোকসাবাসীর।

khoksha station

চলতি মাসের ২ তারিখ থেকে খোকসার ওপর দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা ও খুলনা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস নামে ২ টি ট্রেন চলাচল শুরু হয়েছে।

কিন্তু ট্রেন ২ টির খোকসাতে কোনো স্টপেজ রাখা হয়নি। ফলে আশাহত হয়েছে স্থানীয়রা। কুষ্টিয়া কোর্ট স্টেশন এবং রাজবাড়ী স্টেশনে স্টপেজ থাকলেও এই ২টি স্টেশনের দূরত্ব আনুমানিক ৬৫ কিলোমিটার।

সেজন্য খোকসা স্টেশনে একটি স্টপেজ থাকলে তা সবার জন্য সুবিধাজনক হতো।

এখানে বিশেষভাবে উল্লেখ্য, রেলপথে খোকসা থেকে কুষ্টিয়ার দূরত্ব ২৫ কিলোমিটার এবং রাজবাড়ীর দূরত্ব ৪০ কিলোমিটার। এ সমস্ত দিক বিবেচনায় খোকসাতে অবশ্যই স্টপেজ প্রদান করা উচিত বলে দাবি করেন এই অঞ্চলের সবাই।

আরও পড়ুন:

খোকসাতে স্টপেজ রাখা হলে খোকসা ও অন্যান্য থানার মানুষের ঢাকার সাথে যোগাযোগ সুবিধাসহ ব্যবসাবাণিজ্যর প্রসার ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেসের খোকসা রেলওয়ে স্টেশনে স্টপেজ প্রদান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন খোকসা থানার্র সর্বস্তরের জনগণ।

সাভারে দূরপাল্লার বাসে পেট্রোল বোমা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: সাভারে ১০ থেকে ১২ জন দূরপাল্লার বাসে পেট্রোল বোমা মেরেছে । ফলে সাথে সাথে রিমি পরিবহন নামক বাসটিতে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।

সাভারের বলিয়াপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিমি পরিবহন নামের একটি দূরপাল্লার বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

savar-rimi-poribahan-bus-fair-newsasia24 2

আজ বুধবার (০১ নভেম্বর) সাভোরের বালিয়াপুরে সকাল ৬ টার দিকে এ ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: 

জানা গেছে, এ বাসটি ঢাকা থেকে গাইবান্ধা চলাচল করতো। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফয়ার সার্ভিস থেকে জানা গেছে, ১০ থেকে ১২ জন লোক সকালে পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। ফলে বাসটিতে আগুন ধরে যায়।

বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, দেশের অগ্রযাত্রা যেন থেমে না যায়। আমার যতটুকু করার আমি করে যাচ্ছি।

আজ রবিবার (২৯ অক্টোবর) ঢাবিতে এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০ বছর আগে বাংলাদেশ কি ছিল, এখনকার যেসব শিক্ষার্থী যাদের বয়স ২০ বছর তারা উপলব্ধিও করতে পারবে না। আগে ক্ষুধা ও দারিদ্র্য ছিল, জ্ঞান-বিজ্ঞানের কোনো অগ্রগতি ছিল না। ১৯৯৬ সাল থেকে আমরা ডিজিটাল বাংলাদেশ করার পদক্ষেপ নিয়েছিলাম।

seikh-hasina-newsasia24-airforce
ফাইল ছবি

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দেশকে এগিয়ে নিতে হবে। আজকে বাংলাদেশে আমরা দারিদ্র্য বিমোচন করতে পেরেছি, অর্থনৈতিক অগ্রগতি করতে পেরেছি। যদিও কোভিড আমাদের ও বিশ্বব্যাপী একটি প্রতিবন্ধকতা তৈরি করেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশকে জ্ঞানে-বিজ্ঞানে উন্নত হিসেবে গড়ে তুলতে হবে। লেখাপড়া শিখে গ্রামের মানুষদের ভুলে গেলে চলবে না। তাদের যত উন্নতি হবে, দেশেরও তত উন্নত হবে। মুষ্টিমেয় লোকের উন্নতি নয়, উন্নতি হতে হবে সর্বজনীন। তৃণমূল থেকে এ উন্নয়ন হতে হবে।

আরও পড়ুন:

শেখ হাসিনা আরও বলেন, আমার বাবা বেশি ভালোবেসেছেন দেশের মানুষকেই। দেশের মানুষের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি দেশের মানুষের প্রতি তার ভালোবাসা দিয়েই তাদের ভাগ্যের পরিবর্তন করতে চেয়েছিলেন।

তিনি বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমাদের শৌর্যবীর্য হারিয়ে গিয়েছিল। বিশ্বে বিজয়ী জাতি হিসেবে যে সম্মান ছিল, সেটাও হারিয়ে গিয়েছিল।

তখন উন্নয়ন পিছিয়ে গিয়েছিল এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হতো।

বিএনপির হামলায় পুলিশ সদস্য নিহত; আহত আরও ৪১ পুলিশ সদস্য

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ঢাকায় এক পুলিশ সদস্য (৩২) নিহত হয়েছেন। বিএনপির সঙ্গে সংঘর্ষ চলাকালে তিনি মারা যান। তবে তার নাম পরিচয় এখনও জানা যায় নি।

আজ শনিবার (২৮ অক্টোবর) বেলা ৪ টার দিকে মারা যান তিনি।

ঢাকায় কয়েক দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন:

kakrail-police-dead-newsasia24 2

ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেছেন, বিএনপির নেতাকর্মীরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে। এছাড়াও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে তারা।

রবিবার সকাল-সন্ধ্যা হরতাল

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  আগামীকাল রবিবার (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। নয়াপল্টনে সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশ পণ্ড হওয়ার পর দলীয় কার্যালয়ের নিচে হ্যান্ড মাইকে হরতালের ঘোষণা দেন।

bnp-somsbesh.jpg October 28, 2023 42 KB 600 by 300 pixels

তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছুড়েছে । এর প্রতিবাদে রোববার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি।

১২ দলের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা জানান, আমরাও আগামীকাল সারা দেশে হরতাল পালন করব।

আরও পড়ুন:

এছাড়া বিএনপির আন্দোলনের সঙ্গী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও হরতালের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন।

দুপুরে বিএনপির সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পর ধাওয়া দেয় পুলিশ। বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এর ফলে স্টেজ থেকে বিএনপির নেতাকর্মীরা নেমে যান।

কয়েক সপ্তাহ আগে আজ ঢাকায় মহাসমাবেশ কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপি। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত ছিল।

বিএনপির মহাসমাবেশের বিপরীতে আওয়ামী লীগ রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দিয়েছে। বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সেই সমাবেশ চলছে।

দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম টানেল দেশ বাংলাদেশ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কর্ণফুলীর তলদেশে টানেল উদ্বোধন করা হবে আজ। ফলে দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম টানেল দেশ হিসেবে বাংলাদেশ নাম লেখাবে।

আজ শনিবার (২৮ অক্টেবর) ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ এই ট্যানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

                                                            এর নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু টানেল।

tunnel-newsasia24

এ উপলক্ষে চট্টগ্রাম উৎসব নগরীতে পরিণত হয়েছে। আনোয়ারা উপজেলায় আয়োজন করা হয়েছে নানা কর্মসূচী। টানেলের এক প্রান্ত পতেঙ্গা এবং অপর প্র্রান্ত আনোয়ারাকে মনোরমভাবে সাজানো হয়েছে ।

পতেঙ্গা থেকে আনোয়ারয় যেতে সময় লাগবে মাত্র ৩ মিনিট। তবে, এর মধ্য দিয়ে রিকশা, সাইকেল, মোটরসাইকেলসহ কোনো টু হুইলার, থ্রি-হুইলার যানবাহন চলাচল করতে পারবে না।

tunnel-newsasia24 2

এই টানেলের মাধ্যমে আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ । টানেলটির অ্যাপ্রোচ সড়ক প্রায় সাড়ে ৫ কিলোমিটার।

টানেলের সুরক্ষায় পুলিশের পাশাপাশি অনান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও থাকবে। এখানে শতাধিক আধুনিক ক্যামেরা স্থাপন করা হয়েছে। যে কোন ধরনের দুর্ঘটনায় ৫ মিনিটের মধ্যে উদ্ধারকার্য চালানো যাবে।

আরও পড়ুন: 

এখানে স্থানীয় পুলিশের পাশাপাশি কোস্টগার্ডসহ থাকবে টুরিস্ট পুলিশ। গাড়ির গতিবেগ থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে ২০১৬ সালে। পরবর্তিতে ২০১৯ সালে ২৪ ফেব্রুয়ারি এর নির্মাণ কাজ শুরু হয়। এটি নির্মাণে মোট ব্যায় হয়েছে, সাড়ে ১০ হাজার কোাটি টাকা।