শিরোনাম

শীর্ষ সংবাদ

অনলাইনে ইনকাম করার ১৬ টি উপায়

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বর্তমানে চাকরি অনেক ভাগ্যের ব্যাপার। আর অন্যদিকে সরকারি চাকরি তো সোনার হরিণ। বেশিরভাগ ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি ঝুকছে ফ্রিল্যান্সিং এর দিকে। ফ্রি অর্থ স্বাধীন আর ল্যান্সিং অর্থ কাজ। ফ্রিল্যান্সিং আপনি স্বাধীনভাবে করতে পারবেন। এখানে বাধা ধরা কোন সময় নেই।

বর্তমানে অনেকেই এখানে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। ইচ্ছা করলে আপনিও শিখে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। অনলাইনে টাকা ইনকাম করার অনেক ধরনের প্রসেস আছে। কেউ ডিজিটাল মার্কেটিং, কেবা গ্রাফিক্স ডিজাইন, কেউবা ভিডিও এডিটিং, কেউ আবার শুধুমাত্র টাইপ করে অনেক টাকা ইনকাম করছে।

অনলাইনে মূলত আপনাকে কাজ জানতে হবে। কাজ জানলে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। বিভিন্ন কোর্স করে আপনি কাজগুলো শিখতে পারবেন। অন্যদিকে ফেসবুক কিংবা ইউটিউবের সহায়তায় আপনি কাজগুলো শিখতে পারবেন। বিভিন্ন সাইট থেকে অনুসন্ধান করেও শিখে নিতে পারবেন অনলাইনে আয় করার সিস্টেম।

online-theke-taka-income-newsasia24

আরও পড়ুন>>৫ ধাপেই করে ফেলুন সর্বজনীন পেনশনের আবেদন

তাই আজ নিউজ এশিয়া ২৪ এর পাঠকদের জন্য তুলে ধরা হলো অনলাইন থেকে আয় করার বেশ কয়েকটি মাধ্যম।

আসুন জেনে নেই অনলাইন থেকে ইনকাম করার ১৬ টি উপায় বা মাধ্যম:

১. ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে ইনকাম

২.কনটেন্ট রাইটিং ও ব্লগিং করে অনলাইনে টাকা ইনকাম

৩. ইউটিউবিং করে অনলাইনে ইনকাম

৪. পেইড সার্ভের মাধ্যমে অনলাইনে ইনকাম

৫. ওয়েবসাইট তৈরি করে অনলাইনে টাকা আয়

আরও পড়ুন>>কিবোর্ডে বাংলা টাইপ করার সবচেয়ে সহজ পদ্ধতি!

৬. ফেসবুকের মাধ্যমে অনলাইনে ইনকাম

৭. গুগল এডসেন্স থেকে অনলাইন ইনকাম

৮. অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন ইনকাম

৯. ওয়েবসাইট ও অ্যাপ টেস্টার হয়ে অনলাইনে ইনকাম

১০. ছবি ও ফুটেজ বিক্রি করে অনলাইনে ইনকাম

১১. কিন্ডলে ইবুকের মাধ্যমে অনলাইন ইনকাম

১২. ভয়েস ওভার আর্টিস্ট হয়ে অনলাইনে টাকা আয়

১৩. ডোমেইন নেম বেচা-কেনার মাধ্যমে অনলাইন ইনকাম

১৪. অনলাইন টিউটর হয়ে ইনকাম

১৫. ডেটা এন্ট্রি করে অনলাইন ইনকাম এবং

১৬. ভার্চ্যুয়াল সহকারী হয়ে অনলাইন ইনকামgoogle news newsasia24

Follow

পেঁয়াজের বাজারে আগুন!

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর পরই দেশের বাজারে দাম বাড়ছে পেঁয়াজের। একদিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১২০ টাকা।

রাজধানীর খুচরা বাজারে এখন পেঁয়াজের কেজি ২৪০ টাকা। আর কেজিতে ৯০ টাকা বেড়ে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ টাকা।

onion-price-high-newsasia24শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর রামপুরা কাঁচাবাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, গোদারাঘাট, উলন বাজারসহ কয়েকটি বাজারে ঘুরে এ তথ্য পাওয়া গেছে। তবে এ বাজারগুলোতে বিক্রি হচ্ছে সবই ভারতীয় পেঁয়াজ। কোথাও দেশি পেঁয়াজের দেখা যায়নি।

খুচরা বিক্রেতারা বলছেন, প্রতি ক্ষণে ক্ষণে বাড়ছে পেঁয়াজের দাম। এজন্য পাইকারিরা দেশি পেঁয়াজ ছাড়ছেই না।

কারওয়ান বাজার, শ্যামবাজারেও ভোরে যে দাম ছিল, সকাল ৯টায় তা মণপ্রতি ১০০০ টাকা বেড়ে গেছে। বিকেল নাগাদ বাজারে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে।

আরও পড়ুন>>কিছু সুবিধাভোগী লোকের জন্য বাজারে অস্থিরতা: ডিএমপি কমিশনার

মধ্যবাড্ডা বাজারের ব্যবসায়ী সিরাজ উদ্দিন বলেন, ভোরে শ্যামবাজার থেকে বহু কষ্টে এলসির (ভারতীয়) দুই মণ পেঁয়াজ এনেছি। আমি পাইকারিতে কিনেছি ৭ হাজার ৪০০ টাকা মণ দরে। আনতে খরচ পড়ছে ৪০০-৪৫০ টাকা। এখন ২০০ টাকা কেজি না বিক্রি করলে তো লস।

সংবাদকর্মী পরিচয়ে পেঁয়াজের বাজার দর জানতে চাইলে রামপুরা কাঁচাবাজারের খুচরা বিক্রেতা রোকন আলী বলেন, ‘ভাই, খবর লিখা লাভ নাই। পারলে দুই কেজি পেঁয়াজ লইয়া যান। দুপুর গড়ালেই কিন্তু দাম আরও ৫০ টাকা বাইড়া যাইবো।’

আরও পড়ুন>>সোনার নতুন দাম!

তিনি জানান, সকালে কারওয়ান বাজারের পাইকার সুবাসের আড়ত থেকে তিন মণ পেঁয়াজ এনে খুচরা বিক্রি করছেন। কারওয়ান বাজারে পাইকারিতে দেশি পেঁয়াজের মণ এখন ৮ হাজার ৮০০ টাকা। আর ভারতীয় পেঁয়াজের মণ ৭ হাজার ৬০০ টাকা। আড়তদাররা দেশি পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছেন। সবাই ভারতীয় পেঁয়াজ এনে বিক্রি করছেন।

রাতারাতি পেঁয়াজের এমন দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। বাজারে এসে অনেকে পেঁয়াজ না কিনে ফিরে যাচ্ছেন। অনেকে বাধ্য হয়ে গলাকাটা দামে কিনে নিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন>>আবার বাড়ল এলপিজির দাম

জানা গেছে, ভারতের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে রপ্তানি বন্ধের পদক্ষেপ নেয় দেশটির ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি)। তবে পেঁয়াজ রপ্তানির জন্য যদি কোনো দেশ ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানায়, তাহলে তা বিবেচনা করবে সংস্থাটি।

google news newsasia24

Follow

ইসলামের কিছু প্রশ্ন ও উত্তর… ( পর্ব-৩ )

ইসলামের অনেক খুটিনাটি সাধারন বিষয় আছে যেগুলো আমরা অবগত নই। তাই  ইসলামের কিছু প্রশ্ন এবং উত্তর আকারে “নিউজ এশিয়া২৪” এর পাঠকদের জন্য তুলে ধরা হলোঃ 

প্রশ্ন: নবী করিম সা. কে দুধ প্রদানকারী উঠনি কতগুলো ছিল?

উত্তর: নবী করিম সা. কে দুধ প্রদানকারী ৪৫ টি উঠনি ছিল।

প্রশ্ন: রাসুল সা. এর কতগুলো বকরি ছিল?

উত্তর: রাসুল সা. এর নিকট একশত বকরি ছিল। এর চেয়ে পরিমানে বেশী বৃদ্ধি হতে তিনি দিতেন না।

প্রশ্ন: কে হুজ্জাতুল বিদা বা বিদায়ী হজ্ব এবং উমরাতুল ক্বাজার মধ্যে হুজুর সা. এর চুল মোবারক কেটে দেওয়ার সোভাগ্য অর্জন করেছিলেন?

উত্তর: এই সোভাগ্য অর্জন করেছিলেন- হযরত মু’মার ইবনে আব্দুল্লাহ এবং উমরাতুল কাজার মধ্যে খিরাস ইবনে উম্মাইয়ারার হয়েছিল।

প্রশ্ন: রাসুল সা. এর কোলের মধ্যে পাঁচজন বাচ্চা প্রস্রাব করেছে। যথক্রমে- ১. সুলাইমান ইবনে হিশাম ২. হযরত হাসান রাদ্বি, ৩. হযরত হুসাইন রাদ্বি. ৪. হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ৫. ইবনে উম্মে কায়েস।

প্রশ্ন: রাসুল সা. এর কবর মোবারক কে খনন করেছেন এবং কিভাবে খনন করা হয়েছে?

উত্তর: হযরত আবু তালহা রাসুল সা. এর বগলী কবর খনন করেছেন। প্রশ্ন: রাসুল সা. এর কবরে কোন কোন ব্যক্তি অবতরণ করেছিলেন?

উত্তর: রাসুল সা. এর কবরের মধ্যে চারজন সাহাবী অবতরণ করেছিলেন। যথা-

১.হযরত আলী রাদ্বি. ২. হযরত আব্বাস রাদ্বি, এবং দু’ পুত্র ৩. হযরত কসম রাদ্বি, ৪. হযরত ফযল রাদ্বি.

প্রশ্ন: রাসুল সা. এর কবরের উপর কত গুলো ইট রাখা হয়েছিল এবং সেগুলো কিভাবে রাখা হয়েছিল। সেগুলো কি কাঁচা ছিল নাকি পোড়ানো ছিল?

উত্তর: নবীজি সা. এর কবরের উপর নয়টি ইট রাখা হয়েছিল। যেগুলো রাখা ছিল খাড়াভাবে এবং ইটগুলো ছিল কাঁচা

প্রশ্ন: রাসূল সা. এর কবর মোবারকের উপর কে পানি ছিটিয়েছিল এবং তার পরিমাণ কতটুকু ছিল? কোন দিক থেকে আরম্ভ করেছিল।

উত্তর: হযরত বিলাল রাদ্বি, এক মশক পানি মাথার দিক থেকে ছিটিয়ে দিয়েছিলেন।

প্রশ্ন: কোন সাহাবী যার জানাযার নামায স্বয়ং রাসুল সা. মসজিদে নববীর মধ্যে পড়িয়েছিলেন?

উত্তর: সে সৌভাগ্যবান সাহাবী হযরত সাহল ইবনে বায়জা মসলিমি।

প্রশ্ন: রাসুল সা. এর হাত মোবারকে সমাহিত হওয়ার সৌভাগ্য অর্জনকারী সাহাবী কে?

উত্তর: হযরত আব্দুল্লাহ জুলবাজাদাতাইন।

প্রশ্ন: কোন ব্যক্তি যাজে নবীজি সা. স্বয়ং হাত মোবারক দ্বারা প্রহার করেছেন, এবং সেই প্রহারেই তার মৃত্যু হয়েছে?

উত্তর: সে একজন কাফের, তার নাম উবাই ইবনে খলফ, উহুদের যুদ্ধে নবীজির হাতে তার মৃত্যু হয়েছিল।

প্রশ্ন: রাসুল সা. সর্বপ্রথম কোন যুদ্ধ করেছেন?

উত্তর: সর্ব প্রথম গাযওয়ায়ে আবওয়া, তারপরে বাওয়াত তারপরে উশায়রা।

প্রশ্ন: রাসুল সা. বায়তুল মুকাদ্দাস এর দিকে মুখ করে কতদিন নামায আদায় করেছিলেন?

উত্তর: ষোল অথবা সতের মাস নামায আদায় করেছিলেন। তারপরে বায়তুল্লাহ তথা কাবা শরীফের দিকে মুখ করে নামায পড়তে আদেশ করা হয়।

আরও পড়ুন: 

google news newsasia24

ফলো করতে ক্লিক করুন

সহপাঠীদের গুলি করে আত্মহত্যা করেছে ১৪ বছরের ছাত্রী

নিউজিএশিয়া২৪ ডেস্ক: রাশিয়ার একটি স্কুলে গুলি চালিয়েছে ঐ স্কুলের ১৪ বছরের এক ছাত্রী। এতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন এবং পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ ডিসম্বের) স্থানীয় সময় দুপুরের দিকে ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলের ব্রায়ানস্কের একটি স্কুলে এ ঘটনাটি ঘটেছে।

আহতদের মধ্যে শিশু রয়েছে বলে জানা গেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

রিয়া নভোস্তির শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, হামলার সময় একটি শ্রেণীকক্ষে শিশুরা দরজার পেছনে লুকিয়ে রয়েছে। টেবিল ও চেয়ার দিয়ে দরজাটিকে আটকে দেয়া হয়েছে।

রাশিয়ার তদন্ত কমিটি আরআইএ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে ১৪ বছর বয়সী মেয়েটি স্কুলে একটি পাম্প-অ্যাকশন শটগান নিয়ে এসেছিল। পরে সে তার সহপাঠীদের উপর গুলি করতে থাকে।

আরআইএ আরও জানিয়েছে, মেয়েটির বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আরও পড়ুন: 

উল্লেখ্য, রাশিয়ায় সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকটি স্কুলে এধরনের ঘটনা ঘটেছে।

২০২২ সালের সেপ্টেম্বর, একজন বন্দুকধারী মধ্য রাশিয়ার একটি স্কুলে গুলি চালায়, এতে ১৭ জন নিহত এবং ২৪ জন আহত হয়। পরে নিজেকে গুলিকে করে আত্মহত্যা করেন।

২০২২ সালের এপ্রিল, এক ব্যক্তি মধ্য রাশিয়ার একটি কিন্ডারগার্টেনে দুই শিশুসহ এক স্টাফকে হত্যা করেছিল।

২০২১ সালের মে , এক ব্যক্তি রাশিয়ার কাজানে তার প্রাক্তন উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের উপর গুলি চালায়, সাত শিশুসহ নয়জনকে হত্যা করে।

২০১৮ সালে, রাশিয়ান-অধিকৃত ক্রিমিয়ায় ১৮ বছর বয়সী একজন ছাত্র একটি কলেজে গুলি চালিয়ে ২০ জনকে হত্যা করেছিল।

google news newsasia24

ফলো করুন

ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও রেলস্টেশন থেকে তিতাস কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনে আসার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এই ঘটনা ঘটেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে গেছে।

আরও পড়ুন: 

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানিয়েছেন, রেল চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে, যত দ্রুত সম্ভব চলাচল স্বাভাবিক করা হবে।

google news newsasia24

ফলো করুন

রাজশাহীতে ঝিরিঝিরি বৃষ্টি, ভোগান্তিতে সাধারন মানুষ

লিমা পারভীন: ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে। রাজশাহীতে বৃষ্টির কারণে সাধারণ মানুষ অনেক ভোগান্তিতে পড়েছে ।

বুধবার (৬ ডিসেম্বর) থেকেই রাজশাহীতে হালকা বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকালে ঘুম ভেঙেছে রাজশাহীবাসীর বৃষ্টির শব্দে।

গত দুদিন ধরে রাজশাহীর আকাশ ছিল মেঘে ঢাকা। ছিল হালকা বৃষ্টিও।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বৃষ্টি অনেকটাই কমে যায়। তবে এখনও হালকা বৃষ্টি হচ্ছে।

রাজশাহীর হড়গ্রাম কাঁচাবাজারের অবস্থা খুব শোচনীয়। বাজারে সবজি নেই বললেই চলে। ক্রেতা বিক্রেতা খুবই কম। বাজারে মিলছে না ভালো কোন সবজি, মিলছে না ভালো মাছ। রাস্তাঘাটে যানবাহনও অনেক কম ।

rajshahi-rain-vegetible-market-newsasia24
বৃষ্টির কারনে ক্রেতার সংখ্যা খুবই কম। ছবি: নিউজ এশিয়া২৪

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

rajshahi-rain-open-road-newsasia24
ছবি: নিউজ এশিয়া২৪

google news newsasia24

শুক্রবার (৮ ডিসেম্বর) থেকেই বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে। বৃষ্টির প্রবণতা কমে গেলে রাতের তাপমাত্রা কমে শীত জেঁকে বসতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন: 

ইউনেসকোর স্বীকৃতি: রিকশা ও রিকশাচিত্র

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ইউনেসকোর স্বীকৃতি পেল ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘রিকশা ও রিকশাচিত্র’।

Unesko-Acknowledgment-rickshaw-newsasia24

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির কথা জানিয়েছে ইউনেসকো।

এরই মধ্য দিয়ে বাংলাদেশের বাউলগান (২০০৮), জামদানি বুননশিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৬) ও শীতলপাটি বুননশিল্পের (২০১৭) পর পঞ্চম বিমূর্ত ঐতিহ্য হিসেবে ইউনেসকোর ‘ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ তালিকায় স্থান পেল রিকশা ও রিকশাচিত্র।

দক্ষিণ আফ্রিকার দেশ বতসোয়ানায় ইউনেস্কোর স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্যবিষয়ক আন্তরাষ্ট্রীয় কমিটির (ইন্টার গভর্নমেন্টাল কমিটি অন ইনট্যানজিবল হেরিটেজ) ১৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন>>ভারতে বিমান বিধ্বস্ত : নিহত২

ফ্রান্সের এ সভায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা এবং ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (রাজনীতি) মো. ওয়ালিদ বিন কাশেম উপস্থিত ছিলেন।

এ অধিবেশন সরাসরি ইউনেসকোর ফেসবুক পাতায় সম্প্রচার করা হয়। বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হয় আজকের অধিবেশন।

যেখানে বাংলাদেশের রিকশা ও রিকশাশিল্প নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করা হয়। এতে বলা হয়, ঢাকা শহরের তিন চাকার এই বাহনে থাকে নানা রঙের বৈচিত্র্য। বাহন হিসেবে শহরের মানুষের প্রথম পছন্দের তালিকায় রয়েছে রিকশা।

আরও পড়ুন:

একই সঙ্গে উল্লেখ করা হয়, রিকশাচিত্র শুধু একটি শিল্প নয়, এটি মানুষের সমকালীন জীবনের গল্প বলার চলমান ক্যানভাস। রিকশাচিত্রের মধ্য দিয়ে বাংলাদেশের প্রকৃতি থেকে শুরু করে নানা বিষয়ের মধ্যে চলচ্চিত্রের অভিনেতাদের মুখচ্ছবিও উঠে আসে।

google news newsasia24

মোটরসাইকেল চুরি ঠেকানোর উপায় বললেন ‘চোরদের গুরু’

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তালিকায় ‘শীর্ষ’ মোটরসাইকেল চোর আবুল কালাম আজাদ ।

১৩ বছরে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল চুরি করেছেন। ধরা পড়েছেন অন্তত ৪৫ বার। তাঁর বিরুদ্ধে ৫৩টি মামলার তথ্য পাওয়া গেছে।

thife-master-abul-kalam-ajad-newsasia24

চুরি ঠেকাতে চালকের কী ধরনের নিরাপত্তা নেওয়া উচিত, এ বিষয়ে ‘চোরের গুরু’ আবুল কালাম আজাদ তিন ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা বললেন।

আবুল কালাম আজাদের প্রথম পরামর্শ হচ্ছে, মোটরসাইকেলে অ্যালার্ম লাগানো যেতে পারে। এতে করে কেউ মোটরসাইকেল স্পর্শ করলেই অ্যালার্ম বেজে উঠবে। কোনো মোটরসাইকেলে অ্যালার্ম বাজলে ধরা পড়ার ভয়ে চোর সেটি চুরি করতে আগ্রহী হয় না।

আরও পড়ুন>>মাগুরায় হঠাৎ কোটিপতি ইন্দ্রজিতের দখলদারিত্বে অতিষ্ঠ এলাকাবাসী

দ্বিতীয়ত, জিপিএস ট্র্যাকার লাগানো যেতে পারে। এর মাধ্যমে খুব সহজে মোটরসাইকেলের অবস্থান শনাক্ত করা সম্ভব।

আর তৃতীয়ত, উন্নত মানের ‘ডিস্ক লক’ ব্যবহার করা হলে সেটি ভাঙতে অনেক সময় লাগে। এ ধরনের তালা লাগানো থাকলে চোর ঝুঁকি নিতে চায় না।

আবুল কালাম আজাদ সর্বশেষ গত মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন। এর আগে গত ৫ অক্টোবর তিনি জামিনে মুক্ত হয়েছিলেন।

সর্বশেষ গ্রেপ্তার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব তথ্য দিয়েছেন বলে সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন>>যাত্রী বেশে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ডিবি কর্মকর্তারা জানান, আবুল কালাম আজাদ বলেছেন, অনেকে মোটরসাইকেলের ‘হ্যান্ডল লক’ করে মোটরসাইকেল রেখে চলে যান। এটি মোটেও নিরাপদ নয়।

কারণ, এই লক ভেঙে মোটরসাইকেল চুরি করতে ৩০ থেকে ৬০ সেকেন্ড সময় লাগে। আবার অনেকেই ‘ঢালাই তালা’ ব্যবহার করেন। এই তালা ভেঙে মোটরসাইকেল চুরি করতে দেড় মিনিটের মতো লাগে।

google news newsasia24

যাত্রী বেশে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

jatri-beshe-bus-a-agun3-newsasia24

পুলিশ জানায়, সকালে ইতিহাস পরিবহনের একটি বাস চন্দ্রা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় পৌছলে দুর্বৃত্তরা যাত্রী বেশে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায়।

এ সময় স্থানীয় লোকজন দ্রুত বাসের আগুন নিভিয়ে ফেলে। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বাসটির তেমন ক্ষয়ক্ষতি না হলেও ৫টি আসন পুড়ে গেছে।

আরও পড়ুন:

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাদরুজ জামান বলেন, বাসটি এই মুহূর্তে বাড়ইপাড়ায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। বাসে কেউ যাত্রী বেশে আগুন লাগিয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

google news newsasia24

আজ থেকে দশম দফার ৪৮ ঘণ্টার অবরোধ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বিএনপি ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে অবরোধ কর্মসূচি পালন করছে ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল,সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে এ কর্মসূচি শুরু হয়েছে।

48-hours-hortal-bnp-newsasia24

আজ বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ দফার সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবরোধ সফল করতে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন>>আওয়ামী লীগ ১০ ডিসেম্বর সমাবেশ করবে না

গতকাল মঙ্গলবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গণতন্ত্র ফেরানোর আন্দোলন চলছে। ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হবে বুধবার ভোর ৬টা থেকে, চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।

এরপর রিজভীর নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় কুড়িল বিশ্বরোড এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়।

google news newsasia24

Follow

অ্যাম্বুলেন্স, গণমাধ্যমের যানবাহন এবং অক্সিজেন সিলিন্ডার বহনকারী যানবাহন এই অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

আরও পড়ুন: