শিরোনাম

শীর্ষ সংবাদ

মালয়েশিয়ায় নিহত ৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত

নিউজ এশিয়া২৪ ডেস্ক: মালয়েশিয়ায় ভবন ধসে নিহত তিন বাংলাদেশি ও আহত দুজন শ্রমিকের পরিচয় পাওয়া গেছে।

এখনও নিখোঁজ রয়েছেন চারজন। তারা সবাই বাংলাদেশি শ্রমিক বলে জানিয়েছেন পুলিশ।

বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (লবোর) এএসএম জাহিদুর রহমান নিহতদের পরিচয় শনাক্ত করেছেন।

maloisiya-accident-bangladeshi-people-identify-newsasia24

নিহতরা হচ্ছেন- মোহাম্মদ মোকাদ্দেস আলী (৪৬), মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯) ও মো. আহেদ আলী (৪২)।

আহত দুইজন হচ্ছেন- মো. রাজু ইসলাম (৩৩) ও মো. উজ্জ্বল মৃধা (৩০)।

তাদের পেনাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে উজ্জ্বলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাহিদুর রহমান।

স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মালয়েশিয়ার পেনাং রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন>>ইউক্রেন রাশিয়া যুদ্ধ : সবচেয়ে বড় ড্রোন হামলা

পেনাংয়ের উপ-পুলিশপ্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন- এ ঘটনার ভুক্তভোগীরা বাংলাদেশি নাগরিক।

এদিকে দুর্ঘটনায় নিহত-আহত বাংলাদেশি শ্রমিকদের পরিচয় শনাক্তের জন্যে ঘটনাস্থল ও হাসপাতালে ছোটাছুটি করছেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (লেবার) এএসএম জাহিদুর রহমান।

আরও পড়ুন:

এছাড়া ঘটনাস্থলে রয়েছেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর ও বাংলাদেশ কনস্যুলেট দাতুক শাইক ইসমাইল আলাউদ্দীন।

google news newsasia24

রাইদা পরিবহনের বাসে আগুন

নিউজ এশিয়া২৪ ডেস্ক: রাজধানীর সায়েদাবাদে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বুধবার (২৯ নভেম্বর) রাত ৭টা ৩৫ মিনিটে বাসে অগ্নিসংযোগের খবরে পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট।

saidabad-raida-poribohon-bus-agun-newsasia24

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, আমরা রাত ৭টা ৩৫ মিনিটে খবর পেয়েছি, সায়েদাবাদে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

আরও পড়ুন>>খোকসায় পল্লী চিকিৎসককে মারধর

ওই খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৭টা ৪৪ মিনিটে এসে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুনে কোনো হতাহতের তথ্য জানা যায়নি।

google news newsasia24

শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত সাধারণ জনগণের পাশে থাকবো: আব্দুর রউফ

নাজমুল হাসান ,স্টাফ রিপোর্টারঃ ঢাকা থেকে সকালে রওনা দিয়েছেন কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (কুমারখালী-খোকসা) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ। তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেলেও দলের ডার্মি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের আশা ব্যক্ত করায় তার কর্মী সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

আব্দুর রউফ আজ সকাল১১ টার দিকে খোকসার বিলজানি প্রথমবরের মতো প্রবেশ করেন। তাকে ঢোলডগ্গর বাজিয়ে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ফুলেল শুভেচছা জানান তৃনমুলের নেতাকর্মী ও সাধারণ জনগন।

abdur-rouf-khoksa-kumarkhali-nomination-newsasia24 2

হাজারো মোটরসাইকেল, ব্যান্ডপার্টি, শোভাযাত্রা নিয়ে তার নিজ নির্বাচনীয় এলাকায় প্রবেশ করেন তিনি। এসময় দলীয় নেতা-কর্মীদের হাত থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি একটি ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে জনগণকে শুভেচ্ছা জানাতে জানাতে প্রথমে খোকসা ও পরে কুমারখালী শহর ঘুরে তার নিজ এলাকায় গিয়ে পৌঁছান।

নিজ নির্বাচনীয় এলাকায় আসার পর আব্দুর রউফ তার কর্মীদের উদ্দেশ্য বলেন, আমি নৌকার বিপক্ষে নই। আমি এই এলাকার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রার্থী হয়েছি। আমি আওয়ামী লীগের লোক, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা জীবন আওয়ামী লীগ করে যাব।

আরও পড়ুন: 

আব্দুর রউফ আরও বলেন, তিনি (কুমারখালী-খোকসা) আসনের জনগণের ইচ্ছায় রাজনীতি করেন। জনগণের ভালোবাসা ও সমর্থন তাঁকে এ পর্যন্ত এনেছে। জনগণ তা ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত খোকসা-কুমারখালীর সাধারণ জনগণের পাশে থাকবো।

google news newsasia24

আজ অবরোধ, আগামীকাল হরতাল

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ সারাদেশে অবরোধ কর্মসূচি পালন শুরু করবে বিএনপি ও সমমনা দলগুলো। খালেদা জিয়াসহ কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তির দাবি, প্রধানমন্ত্রীর পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আজ বুধবার (২৯ নভেম্বর) ভোর ৬টা থেকে সারাদেশে এ অবরোধের ঘোষনা দেয়া হয়।

এছাড়াও আগামীকাল (৩০ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ঘোষনা দিয়েছে বিএনপি।

গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে অষ্টম দফার এই কর্মসূচি ঘোষণা করেন ।

bus-terminal-oborodh-newsasia24 2

আরও পড়ুন: 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি। আর বৃহস্পতিবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত—’ডন টু ডাস্ক’ হরতাল পালন করবে বিএনপি।

google news newsasia24

তারেকবিরোধী নেতারা নির্বাচনে আসবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমার কাছে তথ্য আছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যারা নেতা হিসেবে মানে না, তার নেতৃত্ব মানতে যাদের কষ্ট হচ্ছে, তারা এরই মধ্যে নির্বাচনে আসবে বলে আমরা জানি। নির্বাচনে আসার জন্য তারা বিভিন্ন কার্যক্রম তৈরি করছে।

বিএনপি নির্বাচনে না এলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে না- এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মন্ত্রী এ কথা বলেন।

আজ মঙ্গলবার (২৮নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

tarek-birodhi-netara-nirbacon-a-asbe-sorashtro-montr-newsasia24

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন, বিএনপির যে নেতৃত্ব, তা দলটির অনেকের পছন্দ না। যে কারণে তারা নতুন দল করে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছেন। আবার বিএনপিরও অনেকেই প্রার্থী হওয়ার চেষ্টা করছেন বলে জেনেছি।

আরও পড়ুন>>সারাদেশে বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতাল

মন্ত্রী আরও বলেন, মানুষ যখন তাদের (বিএনপি) থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা নিশ্চিত যে নির্বাচনে আসতে পারবে না কোনোদিন। যে কারণে কুৎসা রটাচ্ছে, অবান্তর কথা বলে যাচ্ছে।

এ কথাটা জোরের সঙ্গে বলতে পারি যে, নির্বাচন কমিশন নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছে, সেই সময়ই নির্বাচন হবে।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষ উৎসবমুখর পরিবেশে চলে এসেছে। সবাই নিজেদের প্রার্থীকে কিভাবে বিজয়ী করা যায়, সেগুলো নিয়ে চিন্তা করছেন। কে নির্বাচনে এলো না, বা কে কী বললেন, তা নিয়ে মানুষের কোনো উদ্বেগ নেই।

আরও পড়ুন>>আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ (লিস্ট সহ)

লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা দেখবেন, সেটা আছে কিনা। রাজনৈতিক দলগুলো তো প্রচার করবেই। সবাই প্রচারে নামবে। নিজেদের প্রার্থী নিয়ে তারা আনন্দ করবে, উৎসব করবে।

বিএনপি নেতারা তো কারাগারে- এ বিষয়ে তিনি বলেন, তাদের যতগুলো নেতা কারাগারে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে। তারা ভাঙচুর করেছেন। বাস জ্বালিয়েছেন, মানুষ পুড়িয়েছেন।

এসব ঘটনা আমরা শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা করেছি ও গ্রেফতার হয়েছেন। এছাড়া তারা বিভিন্ন সময়ে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করেছেন। বিনা কারণে কাউকে ধরা হয়নি।

নির্বাচন ঘিরে কোনো নাশকতার শঙ্কা রয়েছে কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এখন পর্যন্ত এ ধরনের কোনো খবর পাইনি। আর নাশকতা কেবল বাংলাদেশের মানুষ না, বিশ্বের কোনো সভ্য দেশের মানুষ পছন্দ করে না।

যতই নাশকতা করবে, ততই জনবিচ্ছিন্ন হবে। এতে জনসমর্থনের চেয়ে ধিক্কার জুটবে তাদের ভাগ্যে।

আরও পড়ুন:

বিএনপি এখন ‘কঠোর আন্দোলন’ করবে বলে ঘোষণা দিয়েছে- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, সেই কঠোর আন্দোলন কী আমি জানি না।

আমরা তো দেখলাম, ট্রেনের লাইন কাটার জন্য তারা গিয়েছিল, জনগণ তাদের ধরিয়ে দিয়েছে। বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে জনগণ ধরে পুলিশে দিয়েছে। এতে প্রমাণ হয় যে দেশের মানুষ সহিংসতা পছন্দ করে না।

google news newsasia24

 মাধ্যমিক স্কুলে শিক্ষার্থী বাছাই ডিজিটাল লটারি আজ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: মাধ্যমিক স্কুলে শিক্ষার্থী বাছাই ডিজিটাল লটারি আজ। প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের বাছায় করা হবে।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় এই লটারি অনুষ্ঠিত হবে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে । অনুষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ফেসবুক পেজ এবং টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার হবে।

এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ ।

high-school-admission-lotary-newsasia24

আরও পড়ুন: 

ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হয়েছিল ২৪ অক্টোবর। প্রথমে ১৪ নভেম্বর পর্যন্ত সময় থাকলেও পরে তা বাড়িয়ে ১৮ নভেম্বর করা হয়। এবার কেন্দ্রীয় লটারির অধীনে আসা দেশের সরকারি-বেসরকারি ৩ হাজার ৮৪৬টি বিদ্যালয়ে আসন আছে ১১ লাখ ২২ হাজার ৯৪টি। তবে আবেদন পড়েছে ৮ লাখ ৭৩ হাজার ৭৯২টি। এর মধ্যে ৬৫৮টি সরকারি বিদ্যালয়ে আছে ১ লাখ ১৮ হাজার ১০১ আসন।

google news newsasia24

কক্সবাজারে শুভ উদ্বোধন; চার তাঁরকা হোটেল বে হিলস্

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার: মার্চ মাস স্বাধীনতার মাস। বীর বাঙালিদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন এই বাংলাদেশ।

এই দেশে পর্যটন শিল্প একটি প্রাণ। আর এই স্বাধীনতার মাসে আমরা উদ্বোধন করতে যাচ্ছি বাংলাদেশের সেরা লোকেশনে সমুদ্র ও পাহাড়ের মেলবন্ধনে আন্তর্জাতিক মানের চার তাঁরকা হোটেল Best Western Plus Bay Hills, Coxbazar এর।

4-taroka-hotel-be-hills-newsasia24

আগামী ৩০ মার্চ ২০২৪ তারিখে এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। যারা এই হোটেলের মালিকানা ক্রয় করেছেন তারা পাবেন আজীবন সুদ মুক্ত হালাল আয় এবং সাফ কাবলা মালিকানা।

আরও পড়ুন >> নাটোরে জিএম ট্রাভেলসের ৩টি বাসে আগুন

যারা এখনো পর্যন্ত Best Western Plus Bay Hills, Coxbazar হোটেলের রেজিস্ট্রেশন নেননি তাদের আগামী ২০ জানুয়ারি ২০২৪ এর ভেতরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্নকরার জন্য অনুরোধ করা হল।

আরও পড়ুন:

Goldsands Group পর্যটন ও মানুষের উন্নয়নে। গোল্ডস্যান্ডস্ গ্রপের কর্পোরেট হেড অফিস ঢাকা, গুলশান-১, ৪৭ নাসা হাইটস্ অফিস, এবং অন্যান্য ব্রাঞ্চ অফিস মহাখালী (ডিওএইচএস), উত্তরা, বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুয়াকাটা এবং দুবাই অফিস থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন।
ফোন : ০১৮৭৭৭-১৫৩৩৩.

google news newsasia24

সারাদেশে বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতাল

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আগামী বুধবার (২৯ নভেম্বর) দেশব্যাপী অবরোধ ও বৃহস্পতিবার (৩০ নভেম্বর) হরতালের ডাক দিয়েছে বিএনপি।

আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

mirpur-brtc-bus-faire-newsasia24

তিনি বলেন, অষ্টম দফায় আগামী বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ ও বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি সারাদেশে পালন করা হবে।

আরও পড়ন>>>মুঠোফোনে শেখ হাসিনার সাফল্য বার্তা

রিজভী আরও জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ৩৮৫ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে। এসময়ে ১৩টি মামলায় আসামি হয়েছে এক হাজার ৪৮০ জন।

এর আগে সপ্তম দফায় বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি শুরু হয় গতকাল রবিবার সকাল ৬টায়। যা শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায়।

আরও পড়ুন:

বর্তমান সরকারের পতন ও নির্দলীয় সরকারের দাবিতে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। তাদের জোটসঙ্গীসহ সরকারবিরোধী অন্য দলগুলোও এসব কর্মসূচি পালন করছে।

 

৭ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে পেহা আক্তার (৭) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর চাটখিলে।

আজ সোমবার (২৭ নভেম্বর) মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পেহার মরদেহ গতকাল নবিবার রাত ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের জষড়া গ্রামের একটি পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়।

নিহত পেহা জষড়া গ্রামের সালামত পাটোয়ারী বাড়ির ফারুক হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করত।

7-years-old-peha-dead-noakhali-newsasia24 2

ঘটনাসূত্রে জানা গেছে, রবিবার দুপুর থেকেই পেহাকে বাড়িতে না দেখে খোঁজাখুজি করেন তার বাবা।

ওই সময় তাদের বাড়ির পাশে একটি ওয়াজ মাহফিলের আয়োজন চলছিল। পেহা সেখানে গিয়ে বাচ্চাদের সঙ্গে খেলছিল। পরবর্তীতে দুপুর ২টার পর থেকে সে নিখোঁজ ছিল।

খোঁজাখুজির একপর্যায়ে এক ব্যক্তি জষড়া গ্রামের মোল্লা বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে সন্ধ্যা ৭টার দিকে পেহার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, প্রাথমিকভাবে এটাকে হত্যা মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে।

আরও পড়ুন: 

তিনি আরও জানান, নেহার মাথার এক পাশে ফোলা জখমের চিহৃ রয়েছে। চোখের ডান পাশে এবং কান ও চোখের মাঝামাঝি জায়গায় গভীর কাটা জখম আছে।

তবে প্রাথমিক তদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন: 
google news newsasia24

আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ (লিস্ট সহ)

নিউজ এশিয়া২৪ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

রবিবার(২৬ নভেম্বর) বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি।

awamilegue-curanto-mononion-talika-prokash-newsasia24

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন ।

আরও পড়ুন:

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে রবিবার সকাল ১০টার পর গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন।

nomination-list-newsasia24 1

nomination-list-newsasia24 2

nomination-list-newsasia24 3

nomination-list-newsasia24 3

nomination-list-newsasia24 3

nomination-list-newsasia24 3

nomination-list-newsasia24 3

nomination-list-newsasia24 3

 

 

 

google news newsasia24