শিরোনাম

শীর্ষ সংবাদ

সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নাই

নিউজ এশিয়া২৪ ডেস্ক: তরুণ প্রজন্মকে সাবধান করে কথাসাহিত্যিক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, রাজাকারদের মন্ত্রী বানানোর মতো ভুল আর করা যাবে না ।

আজ মঙ্গলবার(১৪নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নাই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

d.jafor ikbal

নতুন প্রজন্মকে উল্লেখ করে জাফর ইকবাল বলেন, ‘মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে একটা সত্যিকারের রেনেসাঁ, একটা সাংস্কৃতিক বলয় গড়ে উঠেছিল। আমরা ভেবেছিলাম, আগের সেই সাম্প্রদায়িকতা, হানাহানি আর ফিরে আসবে না।

কিন্তু কিছুদিন পরেই প্রশ্ন উঠতে শুরু করলো, মুক্তিযুদ্ধে কি এত মানুষ মারা গেছে? রাজাকারদের গাড়িতে মন্ত্রীর পতাকা তুলে দেওয়া হলো। আমাদের আর এমন ভুল করা চলবে না।’

তিনি বলেন, ‘আমরা যে বাংলাদেশ তৈরির জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম, তা বাস্তবায়নের জন্য তরুণ প্রজন্মকে সম্প্রীতির বাংলাদেশের চেতনাকে ধারণ করতে হবে।’

আলোচনায় সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘দেশে সম্প্রীতি বারবার নষ্ট হয়ে যাচ্ছে।

কখনও ধর্মের নামে কখনও রাজনীতির নামে। সামনে নির্বাচন। নির্বাচনের এলেই আমরা ভয়ে থাকি।

আইনজীবী ড. ফারজানা মাহবুব বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি এবং নারীর অধিকার না থাকলে গণতন্ত্র টেকসই হয় না।

ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদকে তৃণমূলের ছড়িয়ে দিতে না পারলে সাম্প্রদায়িকতা শেষ হবে না।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এ দুটো জিনিস বাংলাদেশের সংবিধান থেকে মুছে ফেলা হয়েছিল।

এরপর থেকেই ধর্মকে রাজনীতির জন্য ব্যবহার শুরু হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে ধর্মনিরপেক্ষতার অপব্যাখ্যা দিয়ে যুব সমাজকে বিভ্রান্ত করা হয়েছে।’

সভাপতির বক্তব্যে সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে একাত্তরকে আমরা রাজনৈতিক এবং সামাজিকভাবে প্রমিথিউসের মতো দাঁড় করাতে পারিনি বলে আজকের এই সংকট।

আরও পড়ুন:

আমারা সম্প্রীতির বাংলাদেশে দাঁড়িয়ে বলতে চাই, এখানে সাম্প্রদায়িকতার কোনও ঠাঁই নাই।

এ অবস্থায় আমরা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি, সাংস্কৃতিক জাগরণ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের গণতন্ত্র শক্তিশালী হবে।’

গোলটেবিল সঞ্চালনা করেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

আগমীকাল থেকে ফের ৪৮ ঘন্টার অবরোধ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আগমীকাল থেকে ফের ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষনা করেছে বিএনপিসহ সমমনা ৩৬ রাজনৈতিক দল। মাঝে একদিন বিরতি দিয়ে ফের অবরোধের ডাক দিয়েছে তারা।

আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬ টা পর্যন্ত একদফা দবিতে অবরোধের ডাক দেয়া হয়েছে। এতে রাজপথ, রেল ও নৌপথ এ অবরোধের আওয়তাধীন থাকবে।

write-earn-newsasia24

গত ২৮ অক্টোবর থেকে ঢাকাতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় বিএনপি-জামায়াত সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছিল।

পরবর্তিতে একদিনের বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন সর্বত্র অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছিল। এরই মধ্যে বিএনপির শীর্ষস্থানীয় অনেক নেতা আটক হন। তাদের বেশীরভাগ নেতা বর্তমানে কারাগারে।

আরও পড়ুন: 

মীর মোশাররফ হোসেনের ১৭৬ তম জন্ম বার্ষিকী পালন

এম এ ওহাব, কুমারখালী থেকেঃ অমর কথাসাহিত্যিক মীর মোশাররফ হোসেন এর ১৭৬ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে ২ দিন ব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠিখেলা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহীনি পাড়ায় মীর মোশাররফ হোসেন এর বাস্ত ভিটায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।

mir-mosarrof-hossain-newsasia24 2

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের , কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক ড.আমানুর আমান, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়,কবি আলম আরা জুই,কবি সৈয়দ সাদিক।

আরও পড়ুন: 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আমিরুল আরাফাত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু।

বিশিষ্ট এই কথা সাহিত্যিক এর জন্ম বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি ডিএমপি’র ১০টি নির্দেশনা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: পরিবহন মালিক-শ্রমিকদের বেশকিছু নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রবিবার (১২ নভেম্বর) ডিএমপি সদরদপ্তরের এক বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়।

পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি নির্দেশনা-

১. প্রতিটি স্টপেজে বাসের এবং যাত্রীদের ছবি তুলে রাখতে হবে।

২.যেখান সেখান থেকে অর্থাৎ স্টপেজ ছাড়া কোনো যাত্রী উঠানো যাবে না এমনকি নামানো যাবে না।

৩. কন্ডাক্টর যাত্রীদের বিভিন্ন বিষয় সচেতন করবেন।

৪. রাতে যেখানে সেখানে বিচ্ছিন্নভাবে বাস পার্কিং না করে, কোনো উন্মুক্ত স্থানে অনেকগুলো বাস একসাথে রাখতে হবে। সেখানে নিজস্ব পাহারার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

৫. বাসে রেখে ড্রাইভার ও হেলপার কখনই একই সাথে বিশ্রামেবো খেতে যাবেন না।

৬. যারা নাশকতাকারীদের সম্পর্কে তথ্য দিতে পারবেন তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

৭. ড্রাইভারকে একা বাস পরিচালনা করতে দেওয়া যাবে না। তার সাথে হেলপার থাকবে এবং ও অতিরিক্ত ব্যক্তি থাকতে হবে।

আরও পড়তে পারেন:>> খোকসায় দেশীয় অস্ত্রসহ আটক ১

৮. রাতে বাসের মধ্যে ঘুমানো যাবে না। একজন হলেও পাহারার ব্যবস্থা করতে হবে।

৯. একটি বাসে যদি দুইটি দরজা থাকে সেক্ষেত্রে পিছনের দরজাটি অবশ্যই বন্ধ রাখতে হবে।

১০. মালিকপক্ষ সবাই ড্রাইভার ও হেলপারদের অবশ্যই নিরাপত্তা সংক্রান্তে নির্দেশনা প্রদান করতে হবে এবং যাত্রীদের জন্য সর্তকর্তার জন্য প্রতিটি বাসে স্টিকার লাাগাতে হবে।

write-earn-newsasia24

অন্যদিকে, আজ সোমবার (১৩ নভেম্বর) সকাল ৬টা থেকে বিএনপি ও সমর্থক দলগুলোর চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।

২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেফতার এবং সরকারের পদত্যাগের দাবিতে এ অবরোধ দেওয়া হয়। এই অবরোধে গত কয়েকদিনে বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয় ।

আরও পড়ুন:
google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

ইন্টারনেটের খরচ কমেছে

নিউজ এশিয়া২৪ ডেস্ক: গ্রাহকদের অসন্তোষ এবং মন্ত্রীর নির্দেশনার কারনে মোবাইল অপারেটরগুলো ইন্টারনেটের খরচ কমিয়েছে।

কোনো কোনো অপারেটর তিন দিনের দামে সাত দিনের প্যাকেজ করেছে, আবার কোনোটি সরাসরি দামও কমিয়ে ফেলেছে।

mobile network

গত ১৫ অক্টোবর থেকে মোবাইল ইন্টারনেটের তিন দিনের প্যাকেজ তুলে দেওয়া হয়।

অপারেটররা বলেছিল, তিন দিনের প্যাকেজ তুলে দিলে দাম বাড়বে। কারণ, তিন দিনের প্যাকেজটির চাহিদাই সবচেয়ে বেশি।

তিন দিনের প্যাকেজ তুলে দিয়ে নতুন নির্দেশনা কার্যকর হওয়ার পর দাম বেড়ে যাওয়ায় গ্রাহকদের অস্বস্তি ছিল।

এসবের কারনে মন্ত্রী মোস্তাফা জব্বার ১০ নভেম্বরের মধ্যে দাম কমানোর নির্দেশনা দিয়েছিলেন।

ইন্টারনেট প্যাকেজের খরচ কমানোর নির্দেশনায় প্রথমেই সাড়া দেয় টেলিটক।

আরও পড়ুন:

এরপর অন্যান্য অপারেটরগুলো প্যাকেজ রিডিজাইন করছে বলে জানিয়েছে।

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) ইন্টারনেটের দাম কমানোর বিষয়টি নিশ্চিত করেছে।

২ মাস পর আবার কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ শনিবার (১১ নভেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় দুই মাস বিরতির পর এই হামলা চালানো হয়।

চলতি শীতে ইউক্রেনে নতুন করে হামলা শুরু করল রাশিয়া।

rassia-ucraine

গত বছরও ইউক্রেনের জ্বালানি স্থাপনাসহ কিছু জায়গায় হামলা চালায় মস্কো। এতে ইউক্রেনের কিছু অঞ্চল অন্ধকারে পরিনত হয়।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্গি পপকো বলেছেন, ৫২ দিনের দীর্ঘ বিরতির পর শত্রুরা কিয়েভের ওপর আবার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।

তিনি বলেন, শনিবার সকালের দিকে কিয়েভকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

আরও পড়ুন:

সম্প্রতি ইউক্রেনে অভিযান জোরালো করেছে রাশিয়া। অন্যদিকে প্রায় থমকে গেছে ইউক্রেনের পাল্টা হামলা।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরই বেকায়দায় রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কারণ পশ্চিমাদেশগুলোসহ বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যে।

৮ উইকেটে হারল বাংলাদেশ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: শ্রীলংকাকে হারিয়ে সেরা আটের সমীকরণ পূ্বেই সহজ করেছিল বাংলাদেশ।

আজ অস্ট্রেলিয়াকে হারালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হতো।

cricket

তা করতে পারলো না নাজমুল হোসেন শান্তর দল।

তবে ৮ উইকেটে হারার পরও টাইগারদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির পথ খোলা থাকছে।

আগামীকাল ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস হারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করবে বাংলাদেশ কে।

আজ ১১ নভেম্বর পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলেছে বাংলাদেশ।

দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান এসেছে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। তাছাড়া ৪৫ রান করেছেন নাজমুল হোসেন শান্ত।

আরও পড়ুন:

অজিদের হয়ে ৩২ রানে ২ উইকেট করেন অ্যাডাম জাম্পা।

পরবর্তীতে খেলতে নেমে ৪৪ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেলেছেন মার্শ।

জম্মু-কাশ্মীরে হাউসবোটের আগুনে ৩ বাংলাদেশি নিহত

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ শনিবার (১১ নভেম্বর) ভারতের জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে অবস্থিত ডাল হ্রদে হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে বাংলাদেশের তিন পর্যটকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশ জানান।

dal rod

পুলিশ জানায়, সকালে একটি বিশাল অগ্নিকাণ্ডে হ্রদের বেশ কয়েকটি হাউসবোট ছাই হয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর মরদেহগুলো পাওয়া যায়।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সাফিনা হাউসবোটে তিন বাংলাদেশি পর্যটক ছিলেন।

ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, স্থানীয় সময় শনিবার ভোর সোয়া ৫টা নাগাদ ডাল হ্রদের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং অন্য হাউসবোটগুলোকে গ্রাস করে।

আরও পড়ুন:

অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি হাউসবোট ধ্বংস হয়েছে এবং আরও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। তদন্ত চলছে।

একসঙ্গে জন্ম নেওয়া ৫ নবজাতকই মারা গেছে

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একে একে মারা গেলো একসঙ্গে জন্ম দেয়া মনসুরা আক্তার ও মামুন দম্পতির ৫ নবজাতকের ৫ জনই।

এনআইসিইউ’তে চিকিৎসারত একমাত্র মেয়ে শিশুটিকে বাঁচাতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও সেই সেই শিশুটিকে বাঁচানো যায়নি।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার বান্ধারদিয়া গ্রামে নিজ বাড়িতে অন্য ভাইবোনদের কবরের পাশে দাফন করা হয় শিশুটিকে।

dhaka shishu hospita

শিশুটির বাবা আমির উদ্দিন মামুন জানান, এই মেয়ে শিশুটির ওজনও খুবই কম ছিল।

শ্বাসকষ্টও ছিল। চিকিৎসকরাও অনেক চেষ্টা করেছে। তবে বাঁচাতে পারেনি।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এনআইসিইউ’তে মারা গেছে।

শিশুটির বাবা আরও জানান, ৫টি বাচ্চাকেই নিজের বাড়িতে পাশাপাশি দাফন করা হয়েছে।

এর আগে, গত ১২ অক্টোবর সকালে ঢাকা মেডিকেলে নরমাল ডেলিভারির মাধ্যমে ৫ সন্তানের জন্ম দেন মনসুরা আক্তার।

যাদের একটি ছেলে ও ৪টি মেয়ে।

এর আগে ঢাকা মেডিকেলের ডা. মনীষা ব্যানার্জি জানান, জন্মের সময়ই ৫ নবজাতকের ওজন খুবই কম ছিল।

এছাড়াও ছিল নানান জটিলতা।

জন্মের পরপরই তাদেরকে এনআইসিইউ’তে রাখা হয়। জন্মের কয়েক ঘণ্টা পর একটি শিশু মারা যায়।

এরপরে একে একে আরও ৪ টি শিশু মারা যায়।

নবজাতকদের মা গৃহিণী মনসুরা আক্তার জানান, এবারই প্রথম গর্ভধারণ। ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।

নিয়মিত চেকআপের জন্য শিবপুরের একটি ক্লিনিকে যান। সেখান থেকে তাদের বলা হয়, তার গর্ভে ৫টি নবজাতক রয়েছে।

তাদের ঢাকায় এসে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন।

সেজন্য ১২ অক্টোবর সকালে তারা ঢাকায় আসার জন্য পূর্ব পরিকল্পনা করে রাখেন।

আরও পড়ুন:

তবে ১২ অক্টোবর ভোরে মনসুরার প্রচণ্ড ব্যাথা শুরু হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তার স্বামী মামুন জানান, রাস্তায় গাড়িতে অবস্থার অবনতি হতে থাকে।

ওইদিন সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেলে পৌঁছানোর পর চিকিৎসকরা ৫টি বাচ্চার নরমাল ডেলিভারি করেন।

১৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ১৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সাভার, আশুলিয়া ও ধামরাই মিলে প্রায় ১৩০টি কারখানা বন্ধ করলো কর্তুপক্ষ। মজুরি বৃদ্ধির পরও চলমান আন্দোলনের কারনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সকালে পোশাক শ্রমিকরা কারখানায় এসে বন্ধ দেখে সবায় আবার বাসায় ফিরে গেছেন।

তবে এ সব অঞ্চলে কোন প্রকার হাঙ্গামা করতে দেয়া যায়নি কাওকে।

আজ শনিবার (১১ নভেম্বর) সকালে আশুলিয়া শিল্পায়ন পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম এ তথ্য জানিয়েছেন ।

তিনি জানিয়েছেন, যেসব কারখানায় শ্রমিকরা কাজ করতে আগ্রহী শুধুমাত্র সেই সব কারখানাগুলোতে কাজ চলছে৷ অন্যদিকে, যেসব কারখানার শ্রমিকরা উচ্ছৃঙ্খল সেইসব কারখানা বন্ধ রয়েছে। এসব কারখানা শ্রম আইনে ১৩ এর ১ ধারায় বন্ধ রয়েছে।

সাভার, আশুলিয়া ও ধামরাই মিলে এখানে ১৭৯২ টি কারখানা রয়েছে। তারমধ্যে ১৩০ টি কারখানা বন্ধ রয়েছে। তবে এরমধ্যে কিছু কারখানায় সাধারান ছুটির কারনে বন্ধ ছিল। যেগুলো আগামীকাল খোলা হবে।

garments-newsasia24 2

আরও পড়ুন: 

তবে, সাভার ও আশুলিয়ার পরিবেশ শান্ত রয়েছে। সেখানকার পরিবেশ ভালো রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছেন। যাতে কোন প্রকার অপ্রীতি ঘটনা না ঘটে।

কারখানাগুলোর সামনে দেওয়া হয়েছে বন্ধ নোটিশ।