শিরোনাম

শিরোনাম

কুষ্টিয়ার চলছে তিন দিন ব্যাপী লাঠি খেলা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কুষ্টিয়ার চলছে তিন দিন ব্যাপী লাঠি খেলা। কুষ্টিয়ার বটতৈল এলাকার কবুরহাটে চলছে এ খেলা। মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পর্যন্ত চলবে এ খেলা। এ খেলাটির আয়োজন করেছে আপডেট কুষ্টিয়া নামে একটি ফেসবুক গ্রুপ।

এ খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

lathikhela-newsasia24-kushtia
ছবি সংগ্রহীত

গতকাল খেলাটি পরিচালনা করেছেন, লাঠিয়াল ওস্তাদ জানার আলী ও ঢুলি রাজা মিয়া। এতে ১২টি দলের ৮২ জন লাঠিয়াল অংশগ্রহণ করেন।

লাঠিখেলার ওস্তাদ জানার আলী জানান, প্রায় ২৩ বছর ধরে বিভিন্ন এলাকায় তারা লাঠিখেলা করে থাকেন। তবে এ খেলার সঙ্গে জড়িতরা প্রায় সবাই গরিব ও অসহায়। তারা দুঃখ-দৈন্যে জীবনযাপন করেন।

তাদের জন্য সরকারিভাবে কোনো সুযোগ-সুবিধার ব্যবস্থা নেই। তেমন কোনো ব্যবস্থা হলে নিয়মিত চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা এ খেলাকে আরও বড় পরিসরে মানুষের সামনে তুলে ধরতে পারবেন বলে আশাবাদী।

আরও পড়ুন: 

খেলার আয়োজক অর্পণ মাহমুদ জানান, পঞ্চমবারের মতো এ লাঠিখেলার আয়োজন করা হয়েছে। আবহমানকাল ধরে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় একসময় বিনোদনের খোরাক জুগিয়েছে এ লাঠিখেলা। কিন্তু কালের বির্বতণে মানুষ আজ ভুলতে বসেছে এ খেলাটি। তবুও বিনোদনপ্রেমী মানুষের বিনোদনের খোরাক যোগাতেই এ লাঠিখেলার আয়োজন।

এবারের লাঠিখেলায় অংশগ্রহণ করেছেন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের খেলোয়াড়রা। খেলাটি চলবে বৃহস্পতিবার রাত পর্যন্ত।

গাজায় খাবার পানি শেষ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: গাজায় খাবার পানি শেষ । চ্যালেঞ্জের মুখে গাজার বাসিন্দারা ।

গাজা উপত্যকায় বিশুদ্ধ পানি প্রায়ই শেষ হয়ে গেছে। অক্সফামের বিবৃতিতে এ কথা বলা হয়।

আজ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও বলা হয়, গাজায় এখন জনপ্রতি তিন লিটার পরিষ্কার পানি পাওয়া যায়। জাতিসংঘের মতে, মানুষের জন্য দৈনিক প্রয়োজন ১৫ লিটার পানি ।

gaja-water-problem-newsasia24-2

এ অবস্থায় গাজায় বোতলজাত পানির সরবরাহ হ্রাস পেয়েছে। তবে বোতালজাত পানি কিছু পেলেও এর দাম এমন পর্যায়ে পৌঁছেছে যা বেশিরভাগ পরিবারের নাগালের বাইরে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম কে মোহাম্মদ আল শান্তি নামে গাজার এক বাসিন্দা জানান, তারা জামাকাপড় পরিষ্কার করা বন্ধ করে দিয়েছে।

প্রায় চার মাইল পথ পাড়ি দিয়ে মধ্য গাজার আল-আকসা হাসপাতাল থেকে প্লাস্টিকের বোতলে করে পানি সংগ্রহ করে।

ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় পানি, বিদ্যুৎ, খাবার মতো গুরুত্বপূর্ণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল।

এ অবস্থায় গাজার বাসিন্দাদের জন্য বিশুদ্ধ পানি খোঁজা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন:

সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, গাজায় পানি সরবরাহ না থাকায় বাসিন্দারা নোংরা এ পানি পান করতে বাধ্য হচ্ছেন।

এতে অঞ্চলটিতে পানিবাহিত রোগ দেখা দিয়েছে। বিশেষ করে বাসিন্দাদের পানিশূন্যতা থেকে মৃত্যুর আশঙ্কা বেড়েছে ।

 

আনসার বাহিনীকে কি গ্রেফতারের অনুমতি; কি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ?

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আনসার বাহিনীকে গ্রেফতারের অনুমতি দেওয়া হয়েছে। এমন তথ্যে বিএনপি উদ্বেগ প্রকাশ করেছে। বিএনপির সাথে অনান্য রাজনৈতিক দলগুলোও বিরোধীতা করছে।

তবে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এ তথ্য সম্পূর্ন ভুল। আনসার বাহিনীকে গ্রেফতারের অনুমতি কখনোই দেওয়া হয়নি।

asadujjaman-khan-kamal-home-minister-newsasia24

তিনি আরও বলেন, এটা একটা মিসইনফরমেশন । আনসার বাহিনীকে গ্রেফতার করার অনুমতি দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই।

আনসার বাহিনী পুলিশের ক্ষমতা পেতে যাচ্ছে—এমন প্রচারণার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আরেকটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে প্রকাশ হয়েছে, আনসার পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে—এগুলো সব মিসইনফরমেশন।

না ফেরার দেশে সাবেক যোগাযোগমন্ত্রী

নিউজ এশিয়া২৪ডেস্ক: দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন সাবেক যোগাযোগমন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ সময় তার বয়স হয়েছিল ৭২ বছর।

তিনি মাাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

তার মরদেহ হিমাঘরে রাখা হয়েছে। তার এক মেয়ে দেশের বাইরে আছেন। তিনি আসার পর দাফন কার্য সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরের ডাসার বেতগ্রামে জন্মগ্রহণ করেন।

alhaz-soyod-abul-hasan

আরও পড়ুন:

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

১৯৯৬ সালে এলজিইডি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৯৬ সালে।

এরপর তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মসজিদে প্রবেশে বাধা দেয়া হচ্ছে ফিলিস্তিনিদের

নিউজ এশিয়া২৪ ডেস্ক: পবিত্র আল-আকসা জেরুজালেমের অন্যতম একটি মসজিদ। এই মসজিদে প্রবেশে বাধা দেয়া হচ্ছে। এই মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফ ‘র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি পুলিশ হঠাৎ করে মসজিদে যাওয়ার সব গেট বন্ধ করে দিয়েছে।

alaksa-newsasia24

মুসল্লিদের সেখানে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। সকাল থেকেই এই ধরনের কাজ করছে তারা। তবে জানা গেছে, শুধুমাত্র বয়স্কদের মসজিদে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: 

ইসলামিক ওয়াকফ বিভাগ এই মসজিদের দেখাশোনা করেন।

ওয়াকফ বিভাগ জানিয়েছে, মুসল্লিদের বাধা দিয়ে ইহুদিদের আল-আকসা চত্বরে প্রবেশ করতে দেয়া হচ্ছে । সেখানে তাদের প্রার্থনার সুযোগ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ।

কক্সবাজারে হামুনের আঘাতে নিহত-৩

নিউজিএশিয়া২৪ ডেস্ক: কক্সবাজারে হামুনের আঘাতে ৩ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পরপরই কক্সবাজার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় হামুন।

tornedo-hamun-newsasia24 1

জানা গেছে, বাড়ির দেয়াল ধসে আবদুল খালেক (৩৮) নিহত হয়েছেন।

অপরদিকে মহেশখালীর মুন্সির ডেইল গ্রামে গাছচাপায় হারাধন এবং চকরিয়ার বদরখালীতে আসকর আলী নিহত হন।

আরও পড়ুন: 

আবহাওয়া অফিস থেকে জানা গেছে, ঘূর্ণিঝড় হামুন গতিপথ পরিবর্তন করেছে। ফলে এটি কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র উপকূলের দিকে ক্রমে ধাবিত হচ্ছে। কক্সবাজার ও চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে । ঝড়ের কারণে বেশ কিছু গাছপালা ভেঙে পড়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই স্থায়িত্ব ছিল প্রায় দুই ঘণ্টা। এটি গড়ে ১০০ কিলোমিটার বেগে কক্সবাজার উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝর হামুনের সর্ব্বোচ্চ গতিবেগ ছিল ১৪৮ কিলোমিটার।

বোনের বাড়িতে ভাইয়ের মৃত্যু

নিউজ এশিয়া২৪ ডেস্ক: চাচাতো বোনের শ্বশুরবাড়িতে যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

আজ ( ১৮ অক্টোবর) সকালে কুষ্টিয়ার কুমারখালীতে চাচাতো বোনের শ্বশুরবাড়ির উঠান থেকে স্বপন আলী (২৭) নামে এক যুবকের হাত-পা ভাঙা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কুমারখালীর জালাল মোড় এলাকার আসাদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

kumarkhali-thana-newsasia24

নিহত স্বপন আলী চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার আব্দুর রশিদের ছেলে।

তিনি একজন গাড়িচালক ছিলেন।

নিহত স্বজনদের অভিযোগ, স্বপনকে তার চাচাতো বোনের শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে উঠানে মরদেহ ফেলে পালিয়ে গেছে।

আরও পড়ুন:

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

এ বিষয়ে কুমারখালী থানার (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে চাচাতো বোনের সঙ্গে পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

আসাদের বাড়ির উঠান থেকে স্মবপনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত স্বপনের মাথার চুলকাটা ও শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন ও রক্ত রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রী ও দুই ছেলেকে হত্যা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কোন কারন ছাড়াই প্রবাসীর স্ত্রী ও দুই ছেলেকে হত্যা করেন ভাগনি জামাই।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও দুই ছেলেকে গলা কেটে হত্যা করেন ভাগনি জামাই ।

নিহত জেকি আক্তারের ভাগনি জামাই জহিরুল ইসলাম পারিবারিক কলহের জেরে এ হত্যা করেন।

বুধবার (১৮ অক্টোবর) জহিরুল ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বাঞ্ছারামপুর) আদালতের বিচারক সাগত সৌম্যের কাছে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আজ বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সোনাহর আলী শরিফ।

jeki-murder.jpg October 18, 2023 41 KB 800 by 400 pixels

পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, নিহত জেকি আক্তারের বড় বোন শিল্পী বেগমের মেয়ে আনিকার সঙ্গে বিয়ে হয় আসামি জহিরুলের।

তবে বিয়ের কিছু দিন পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝামেলা চলছিল।

এতে অনামিকাবার বার তার বাবার বাড়িতে চলে যেতেন।

কিছু দিন আগেও শ্বশুরবাড়ি থেকে চলে আসেন অনামিকা।

অনামিকাকে ফিরিয়ে নিতে ও কলহ মীমাংসার জন্য গত মঙ্গলবার সকালে জহিরুল তার খালা শাশুড়ি জেকি আক্তারের বাড়িতে যান।

কারণ জেকি আক্তারের কথা জহিরুলের শাশুড়ি ও স্ত্রী গুরুত্ব দেয়।

ওইদিন প্রথমে সকালে গিয়ে জেকির সঙ্গে কথা বলে নাস্তা করে চলে যান জহিরুল। পরে আবার রাত ৮টার দিকে জেকির বাড়িতে যান।

তখন পারিবারিক কলহের বিষয়টি নিয়ে কথা বললে একপর্যায়ে তাদের মধ্যে ঝামেলার সৃস্টি হয়।

সেসময় জহিরুলের রাগ মাথায় উঠে যায়, তখন সে ঘরে থাকা দা দিয়ে জেকি আক্তারকে কুপিয়ে হত্যা করেন ।

এ সময় মায়ের চিৎকার শুনে বড় ছেলে মাহিন ছুটে আসলে তাকেও একটি কোপ দেয়।

তখন সে প্রাণে বাঁচার জন্য দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করতে গেলে তাকেও কুপিয়ে হত্যা করেন।

অন্য ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল ৬ বছর বয়সী মহিন ও ৭ মাসের ওজিহা।

তখন ঘুম থেকে উঠে পড়ে মহিন। দেখে ফেলে হত্যার ঘটনা। পরে ঘরের দরজা বন্ধ করে ভয়ে পায়চারি করে মহিন।

সে সময় দরজা খুলতে দেখে ভয়ে বাথরুমে গিয়ে লোকায় মহিন। সেখানে গিয়ে তাকেও কুপিয়ে হত্যা করেন জহিরুল।

তারপর আধাঘণ্টার মত সেই ঘরে পায়চারি করেন। পরে রাত ১টার দিকে পালিয়ে যান জহিরুল।

আরও পড়ুন:

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পর সকাল থেকে হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের বিশেষ শাখা কাজ করেছে।

এর আগে প্রাথমিক অবস্থায় তিনজনকে জবাবদিহিতার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পরে আলামত, সুনির্দিষ্ট সোর্স ও তথ্যপ্রযুক্তির সহযোগিতা নিয়ে জানতে পারি জহিরুলের সম্পৃক্ত থাকার বিষয়টি।

পরে রাতেই নরসিংদীর মধাবদী থেকে তাকে আটক করে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হয়।

তখন পুলিশের কাছে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন জহিরুল।

তবে এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সে বিষয় নিয়ে আরও তদন্ত করা হবে।

গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে প্রবাসী শাহ আলমের বসতঘর থেকে তার স্ত্রী জেকি আক্তার ও দুই ছেলে মাহিন  এবং মহিনের  মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিএনপির দুই শতাধিক নেতাকর্মী গ্রেফতার

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নয়াপর্টনে সমাবেশকে কন্দ্রে করে তাদরেকে আটক করেছে বলে অভিযোগ করা হয়েছে।

তারা বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছিলেন।

তবে পুলিশ বিএনপি নেতাকর্মীদের আটক করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।

bnp-neta-arested

আজ বুধবার ( ১৮ অক্টোবর) দুপুরে অকটকৃত নেতাকর্মীদের প্রিজনভ্যানে করে ঢাকার সিএমএম আদালতে আনা হয়।

আরও পড়ুন:

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেরের পর থেকে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অনেককে আটক করা হয়েছে। আটককৃতরা কতজন সে হিসেব এখনও করেননি তারা।

আইয়ুব বাচ্চুর আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ‘এই রূপালি গিটার ফেলে, একদিন চলে যাবো দূরে বহুদূরে’- এ গান গেয়েছিলেন রকস্টার আইয়ুব বাচ্চু।

গানের কথাগুলোকে সত্য করে পাঁচ বছর আগে এই দিনে তিনি মৃত্যু বরণ করেন।

২০১৮ সালের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই কিংবদন্তি। ওপারে চলে গেলেও এপারে রেখে গেছেন এক সংগীত জীবন। যেখানে রয়েছে অসংখ্য কালজয়ী গান, জাদুকরি গিটারের সুর।

aiob-bachcu.jpg October 18, 2023 21 KB 600 by 300 pixels

 

বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে যে ক’জন আজন্ম ভূমিকা রাখবে তার মধ্যে অন্যতম হল আইয়ুব বাচ্চু। তাকে স্মরণ করে পরিবারের পক্ষ থেকে দিনটিতে থাকছে বিশেষ আয়োজন।

আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ।

১৯৭৭ সালে কলেজে পড়ার সময় কুমার বিশ্বজিৎকে নিয়ে ‘আগলি বয়েজ’-এ লিড গিটারিস্ট হিসেবে কাজ শুরু করেন তিনি।

তার অন্যতম এ্যালবাম গুলো হলো, ‘সুখ’ (১৯৯৩), ‘তবুও’ (১৯৯৪), ‘ঘুমন্ত শহরে’ (১৯৯৫), ‘ফেরারি মন’ (১৯৯৬), ‘আমাদের’ (১৯৯৮), ‘বিস্ময়’ (১৯৯৮), ‘মন চাইলে মন পাবে’ (২০০১), ‘অচেনা জীবন’ (২০০৩), ‘মনে আছে নাকি নাই’ (২০০৫), ‘স্পর্শ’ (২০০৮), ‘যুদ্ধ’ (২০১২), ‘রাখে আল্লাহ মারে কে’ (২০১৬)।

আরও পড়ুন:

আইয়ুব বাচ্চুর গাওয়া গানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘চলো বদলে যাই’। এর কথা ও সুর তারই।

শ্রোতাপ্রিয় গানের তালিকায় আরও রয়েছে ‘শেষ চিঠি কেমন এমন চিঠি’, ‘ঘুম ভাঙা শহরে’, ‘হকার’, ‘সুখ’, ‘রুপালি গিটার’, ‘গতকাল রাতে’, ‘তারা ভরা রাতে’, ‘এখন অনেক রাত’ ইত্যাদি।

দীর্ঘ কয়েক বছর অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছিলেন আইয়ুব বাচ্চু।