শিরোনাম

শিরোনাম

খাগড়াছ‌ড়িতে দূর্গাপুজা উপলক্ষে সেনাবাহিনীর উপহার প্রদান

মো: এনামুল হক, খাগড়াছ‌ড়ি: আসন্ন শারদীয় দূর্গাপুঁজা উদযাপন উলক্ষে ৮টি মন্দিরকে উপহার প্রদান ক‌রেন বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোন।

আজ রবিবার (১৫ অক্টোবর ) সকালে জোন সদর অ‌ন্বেষন হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত পিএসসি ম‌ন্দির প্রতি‌নি‌ধিদের হাতে এই উপহার তুলে দেন।

army-gift-newsasia24

এসময় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে জোন কমান্ডার বলেন, পাহা‌ড়ে শা‌ন্তি ও সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি জোন এই ধরনের উ‌দ্যোগ গ্রহন করছে । আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যহত থাকবে।

আরও পড়ুন: 

তি‌নি আ‌রও বলেন,পার্বত্য এলাকায় জাতী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে ভ্রাত‌ত্বের বন্ধনে আমরা মিলে মিশে এক সাথে থাকবো এবং সবসময় একে অপরকে সহায়তা করবো।

সেনা জো‌নের এমন মহ‌তি পদ‌ক্ষেপ কে সাধুবাদ জানি‌য়ে সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে‌ছেন স্থানীয় ও উপকার ভো‌গীরা।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো.সিদ্দিকুল ইসলাম এবং জোন এডজুটেন্ট ক্যাপ্টেন মো.এজাজ আহম্মেদ সাজিন ।

ব্যাঙের ছাতার মত পুলিশের বক্স

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  মেয়র আতিকুল ইসলাম বলেন,এখন ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন নিয়ে পুলিশ বক্স হচ্ছে। এতে শহর দেখতে ভালো লাগে না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের এমন কথার জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।আসাদুজ্জামান খান বলেন, ব্যাঙের ছাতার মতো নয়। পুলিশ তার প্রয়োজনেই বক্স তৈরি করেছে।

আজ রবিবার (১৫ অক্টোবর)  রাজধানীর ফার্মগেটের ফুটওভার ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র আতিক বলেন, আমি একটি ট্রাফিক পুলিশ বক্স উঠিয়ে দিয়েছিলাম। কারণ সেখানে আট ইঞ্চি ঢালাই দিয়ে পুলিশ বক্স বানানো হয়েছে। অথচ বিষয়টি সিটি করপোরেশন জানে না।

police-box-newsasia24
প্রতিকী ছবি

এখন ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন নিয়ে বসা পুলিশ বক্স তৈরি হচ্ছে।

এতে শহরটা নষ্ট হয়ে যায়, শহর দেখতে ভালো লাগে না। আপনারা যেখানে পুলিশ বক্স বসাবেন সেখানে আমরা ডিএমপি পুলিশ কমিশনারের মাধ্যমে বা অ্যাডিশনাল কমিশনারের মাধ্যমে নতুন পুলিশ বক্স বানিয়ে দেব।

আরও পড়ুন:

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে যানজট নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করছে।এতে জনগনের ভালো হয়।

তাদের কথাও আমাদের চিন্তা করতে হবে। তাদের যেন কোন অসুবিধা না হয় এ জন্যই ছোট ছোট পুলিশ বক্স তৈরি করেছেন।

আমি মেয়রকে রিকোয়েস্ট করছি, যতগুলো বক্স রয়েছে সেখানে আপনি ব্যবস্থা নেবেন।

টেন্ডার ছাড়াই পরিষদের গাছ কেটেছেন ইউএনও

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব গাছ কেটে পরিষদ ‘সাফ’ করে দিয়েছেন।

কুমিল্লার নাঙ্গলকোটে ‘টেন্ডার ছাড়াই’ উপজেলা পরিষদের গাছ কেটে দিয়েছেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহেবুব।

গত শুক্রবার ও শনিবার উপজেলার পরিষদের ভেতরে বিশাল আকৃতির ১২টি মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে।

uno-raihan-mehebub.jpg October 15, 2023 40 KB 600 by 300 pixels

উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব দাবি করেন, টেন্ডারের মাধ্যমে গাছ কাটা হচ্ছে।

অন্যদিকে উপজেলা বন কর্মকর্তা খন্দকার মোয়াজ্জেম হোসেন বলছেন এখনো তারা টেন্ডার পায়নি। উপজেলা মিটিংয়ে রেজল্যুশন হয়েছে মাত্র।

নাঙ্গলকোট বাজারের স্বাধীন করাতকলের মালিক ইউছুফ উপজেলার শহীদ মিনারের সামনে ১৫-২০ জন শ্রমিক নিয়ে বিশাল আকৃতির ১২টি মেহগনি গাছ কেটে ফেলেছেন।

আরও পড়ুন:

১৯৮৩ সালে নাঙ্গলকোট উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গাছগুলো লাগানো হয়। গাছগুলো বছরের পর বছর পরিবেশের ভারসাম্য রক্ষা করে আসছিল।

আরও জানা যায়, নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব স্বাধীন করাতকলের মালিক ইউছুফকে দিয়ে গত বছরের ৪ ডিসেম্বর উপজেলা পরিষদের ভেতরের বিশাল আকৃতির বিভিন্ন প্রজাতির আরও শতাধিক গাছ কেটে ফেলেন।

নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব বলেছেন নতুন চারাগাছ লাগিয়ে দৃষ্টিনন্দন একটি পার্কে রূপান্তরিত করবেন।

করাতকলের মালিক ইউছুফ বলেন, গাছগুলো টেন্ডার হয়নি। ইউএনও স্যার বলছেন গাছগুলো কেটে তার করাতকলে রাখার জন্য। পরবর্তী সময় টেন্ডারের মাধ্যমে যে গাছগুলো পাবে সে গাছগুলো নিয়ে যাবে।

কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা বলেন, গাছ না থাকলে পরিবেশ বিপর্যয় ঘটবে । বিষয়টি খতিয়ে দেখব। সূত্র: দেশ রুপান্তর

 

৬ ধরনের লোক ডালিম থেকে দূরে থাকুন, জেনে নিন কারা?

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কোন ব্যক্তি অসুস্থ হলে তাঁকে ডালিম বা বেদানা খাওয়ার পরামর্শ দেওয়া হয়। বেদানায় ফাইবার, ভিটামিন কে, সি এবং বি, আয়রন, পটাসিয়াম, জিঙ্ক এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য অনেক পুষ্টিগুণ থাকে।

তবে বেদানায় অনেক গুন থাকলেও সবার জন্য এটি মারাত্বক ক্ষতি হতে পারে। চলুন জেনে নেয়া যাক কাদের এই বেদেনা খাওয়া ঠিক হবে না?

ত্বকের অ্যালার্জি: যাদের ত্বকে অ্যালার্জির সমস্যা আছে তাদের ডালিম খাওয়া উচিত নয়। কারন, ডালিম খেলে শরীরে রক্ত ​​বাড়ে।

Pomegranate-newsasia24-3

বেদানায় এমন কিছু উপাদান আছে যা অ্যালার্জির সমস্যাকে বাড়িয়ে তোলে। এমন পরিস্থিতিতে, আপনার ত্বকে অ্যালার্জি থাকলে, আপনি যদি ডালিম খান, তাহলে আপনার শরীরে লাল গোটা বেরোতে পারে।

নিম্ন রক্তচাপে ভুগলে: যাঁদের রক্তচাপ কম, তাঁদেরও ডালিম খাওয়া উচিত নয়। কারণ বেদানায় একটি শীতল ভাব রয়েছে, যা আমাদের শরীরে রক্ত ​​চলাচলের গতি কমিয়ে দেয়।

বিশেষজ্ঞদের মতে, নিম্ন রক্তচাপের জন্য ওষুধ গ্রহণকারীরা ডালিম খেলে ক্ষতি হতে পারে। এতে উপস্থিত উপাদানগুলি ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে, যা শরীরের ক্ষতি করতে পারে। তবে, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের জন্য বেদেনা আশির্বাদ।

অ্যাসিডিটির সমস্যা থাকলে: যাঁরা অ্যাসিডিটিতে ভোগেন, তাঁদের ডালিম খাওয়া উচিত নয়। ডালিমের ঠান্ডা প্রভাবে খাবার ঠিকমতো হজম হয় না। যার কারণে পেটে খাবার নষ্ট হতে শুরু করে।

কাশিতে ভুগলে: বেদানা ঠাণ্ডা প্রকৃতির, তাই ইনফ্লুয়েঞ্জা এবং কাশিতে আক্রান্ত ব্যক্তিদের এটি খাওয়া উচিত নয়। এই ধরনের লোকেরা যদি প্রচুর পরিমাণে ডালিম খান, তবে তাঁদের সংক্রমণের ঝুঁকি বাড়ে।

আরও পড়ুন:

বেদানা সাধারনত ঠান্ডা ফল। তাই সাধারনত গরমকালেই এই ফল খাওয়া হয়। যাদের সর্দি কাশি বা ঠান্ডা লাগার সমস্যা আছে তাদের বেদানা খওয়া উচিত নয়। এর ফলে আরো ঠান্ডা লাগতে পারে। তাদের বেদানার পরিবর্তে গরম কিছু খাওয়া উচিত।

Pomegranate-newsasia24-2

মানসিক রোগে আক্রান্ত: মানসিক রোগে আক্রান্ত যেসব রোগীরা, যারা নিয়মিত মানসিক রোগের জন্য ওষুধ খান তাদের জন্য বেদানা প্রায় বিষের সমান।

কোষ্ঠকাঠিন্য থাকলে: যাঁরা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তাঁদেরও ডালিম খাওয়া উচিত নয়।

কারণ বেদানায় একটি শীতল ভাব রয়েছে, যা আমাদের শরীরে রক্ত ​​চলাচলের গতি কমিয়ে দেয়। এবং ঠান্ডা হওয়ার কারনে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সৌজন্য সাক্ষাৎ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ রবিবার (১৫ অক্টোবর) বঙ্গভবনে তারা সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

president-Chief-Justice-meeting-newsasia24 copy

এছাড়াও রাষ্ট্রপতিকে বিচার বিভাগের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও অবহিত করেন।

তিনি আরও জানিয়েছেন, বিচারকদের প্রশিক্ষণের সুযোগ-সুবিধা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

এসম রাষ্ট্রপতি সুপ্রিমকোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন:

রাষ্ট্রপতি বলেন, বিচার বিভাগের উন্নয়নে সরকার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।

এ সময় সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। (তথ্য সূত্র: যুগান্তর)

১ মিনিট শব্দহীন ঢাকা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: রাজধানী ঢাকা আজ এক মিনিট শব্দহীন ছিল। শব্দদূষণের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় রাজধানী ঢাকাকে এক মিনিট শব্দহীন রাখার এ সিদ্ধান্ত নেয় ।

আজ রোববার (১৫ অক্টোবর) সব স্কুল-কলেজে ‘এক মিনিট শব্দহীন’ এ কর্মসূচি পালন করা হয়েছে।

সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

গত বুধবার (৪ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফলে ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালনে স্কুল-কলেজগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এ কর্মসূচি পালিত হবে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে মুক্ত রাখতে। এটি সচেতনতার অংশ হিসেবে কাজ করবে ।

আরও পড়ুন: 

কর্মসূচি সফল করতে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে, শাহবাগ মোড়, উত্তরা, বিজয় সরণি মোড়, গাবতলী, মগবাজার, মহাখালী, গুলশান-১, কমলাপুর, মিরপুর-১০ নম্বর গোলচত্বর, বৌদ্ধমন্দির ও যাত্রাবাড়ী চৌরাস্তায় মানববন্ধন করা হয়েছে।

soundless-dhaka

মানববন্ধন থেকে গাড়িচালকদের মধ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে। ওই এক মিনিট হর্ন বাজানো থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

এ কর্মসূচি বাস্তবানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সবার সহায়তা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: 

খাগড়াছ‌ড়িতে চোলাইমদসহ চার মাদক ব্যবসায়ী আটক

মো: এনামুল হক, খাগড়াছ‌ড়ি: খাগড়াছ‌ড়ির গুইমারা ও মা‌নিকছ‌ড়ি‌তে চোলাইমদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৩ অ‌ক্টোবর) সন্ধায় যোগ্যাছোলা এবং গুইমারা বাজার হ‌তে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হ‌লেন, গুইমারা হাজাপাড়ার মৃত আবুল হোসেনের ছে‌লে মিজানুর রহমান, মো: জমচু মিয়ার ছে‌লে মো: আরিফ হোসেন, রাঙ্গামাটির কাউখালীর সুইচাপ্রু মারমার মে‌য়ে ক্রইসাচিং মারমা (৩৪) এবং কাপ্তাই রাইখালীর ক্যোয়াইসুই অং মারমার মে‌য়ে থুইয়ইনু মারমা (৩৩)।

1khagrachori-drug-arest-newsasia24

পু‌লিশ সূ‌ত্রে জানা গেছে, চোলাইমদের গোপন সংবা‌দ পেয়ে গুইমারা বাজারে অভিযান চালায় পুলিশ। এ অভিযানে ৫২ লিটার দেশীয় চোলাইমদসহ মিজানুর রহমান ও আ‌রিফ হোসেনকে আটক করে পুলিশ। এবং তাদের মোটর সাইকেলটি জব্দ করা হয়।

অপর দি‌কে মা‌নিকছ‌ড়ি যোগ্যাছোলা এলাকায় অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ৫১ লিটারমদ সহ ক্রইসাচিং মারমা ও থুইয়ইনু মারমাকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

আরও পড়ুন: 

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানিয়েছেন, গ্রেফতারকৃতদের আই‌নি কার্যক্রম চলছে।

তি‌নি আরও বলেন, শারদীয় দুর্গা পূজা উৎসব উপলক্ষে কিছু অসাধু ব্যাবসায়ী ও বিভিন্ন অপরাধী চক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

খাগড়াছড়ি জেলা পুলিশ খাগড়াছড়ি জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং এই সকল অপরাধীদের অপতৎপরাতা রোধের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হ‌য়ে‌ছে।

এছাড়াও, যেকোন ধরনের অসংগতি বা অপরাধমূলক কার্যক্রম ঘটলে দ্রুত পলিশকে জানানোর জন্য অনুরোধ করেন।

সনাতন সমাজ কল্যাণ পরিষদের আ‌য়োজ‌নে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

‌মো: এনামুল হক,খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিনামূল্য চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার ( ১৪ অক্টোবর ২০২৩) সকালে খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সেবা প্রদান করা হয়।

এ সেবার আয়োজন করেন, খাগড়াছড়ির সদর উপজেলার সনাতন সমাজ কল্যাণ পরিষদ। এতে সহযোগীতা করে চট্রগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল ও খাগড়াছড়ি চক্ষু হাসপাতাল।

khagrachori-eya-tretment-newsasia24

অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যান পরিষদ সদর উপজেলা কমিটির সভাপতি সুজিত দাশ।

অনিুষ্ঠানটি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি। এছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যান পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডঃ বিধান কানুনগো পিপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এসময় দেশের বয়স্ক ভাতা ও বিধবা ভাতা প্রদান করার ফলে মানুষ এখন স্বচ্ছতার সাথে চলতে পারছে বলে মন্তব্য করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

ভবিষ্যতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ওষুধ বিতরণ যাতে আরো বড় করা যায় তার জন্য সকলে প্রতি সহযোগিতা কামনা করেন।

পরে লায়ন চক্ষু হাসপাতাল চট্টগ্রাম এবং খাগড়াছড়ি হাসপাতালকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রধান অথিতি চক্ষু সেবা নেন।

মালয়েশিয়ায় পাম বাগান থেকে ৫৫ বাংলাদেশী গ্রেফতার

নিউজ এশিয়া২৪ ডেস্ক: মালয়েশিয়ার একটি পাম বাগান থেকে ৫৫ বাংলাদেশী গ্রেফতার করেছে অভিবাসন পুলিশ। এছাড়াও বিভিন্ন দেশের আরও ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার (১৪ অক্টোবর) জহরবারু ইমিগ্রেশম বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শুক্রবার (১৩ অক্টোবর) জহুর বারু প্রদেশের গেলাং পাতাহের পাম বাগানে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সাঁড়াশি অভিযান চালানো হয়।

malasia-bangladeshi-arrest-newsasia24

এই অভিযানে বাংলাদেশী ৫৫ জন, ৬২ জন মিয়ানমার, ২৮ জন ভারতীয়, ২৬ জন পুরুষ ও ৫ জন নারী ইন্দোনেশীয়, ১৬ জন জন পাকিস্তানী, ২ জন চীনা এবং তিমুর দেশের ১ জনকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে (রোহিঙ্গা) শরণার্থী কার্ডধারিও রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন:

আটক অবৈধ অভিবাসীরা ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে বাঁচতে কন্টেইনারে বসতি গড়ে তুলেছিল।

তাদের বিরুদ্ধে মালয়েশিয়ায় কাজের পারমিটের অপব্যবহার, অতিরিক্ত অবস্থান ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হবে।

তাদের প্রত্যেকের জন্য ১৪ দিনের রিমান্ডের জন্য জহুর বারুর সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নেয়া হয়েছে।

অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  হাতে হাতে ফিলিস্তিনের পতাকা, কণ্ঠে ‘ইসরায়েল নিপাত যাক’ অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ।

ফিলিস্তিনের মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত এর দাবিতে বায়তুল মোকাররম এলাকায় জড়ো হয়েছেন ইসলামের নেতাকর্মীরা।

বায়তুল মোকাররম মসজিদের সামনে সকলের হাতে হাতে ফিলিস্তিনের জাতীয় পতাকা ও পবিত্র কালিমার পতাকায় ছেয়ে আছে ।

আজ (শনিবার) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন হেফাজতের নেতারা ।

Hefajot-michil2.jpg October 14, 2023 36 KB 600 by 300 pixels

সমাবেশে হেফাজতের নেতারা স্লোগান দেন ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘নিপাত যাক নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক’, ‘জেগেছে জেগেছে, বিশ্ব মুসলিম জেগেছে’ ।

দেশের বিভিন্ন মাদ্রাসা থেকে আগত হাজার হাজার শিক্ষার্থী প্লাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন।

এসব প্লাকার্ডে লেখা রয়েছে ‘ব্রেক ডাউন ইসরায়েল’, ‘রক্তের বদলা রক্ত’, ‘প্যালেস্টাইন উইল বি ফ্রি’ ।

নেতারা আরও বলেন, ইসলামের ওপর যখনই কোনো আঘাত এসেছে, তখনই হেফাজতে ইসলাম প্রতিবাদ করেছে। ইসরায়েল ফিলিস্তিনের বাসিন্দাদের ওপর যে বর্বরতা চালাচ্ছে আমরা তার ধিক্কার জানাচ্ছি।

আমরা বাংলাদেশের সরকার প্রধানকে আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করে ইমানি দায়িত্ব পালন করবেন।