শিরোনাম

শিরোনাম

এইচএসসির ফল প্রকাশ; পাসের হার কমেছে ৭ দশমিক ৩১ শতাংশ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে।

আজ রবিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

ফলাফলে দেখা গেছে, সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থ। শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ।

আরও পড়ুন: 

এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বোর্ড চেয়ারম্যানরা।

আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

google news newsasia24

শুধু কণ্ঠ দিয়ে আয় ৩ কোটি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: শুধু কণ্ঠকে কাজে লাগিয়ে আয় করেন কোট কোটি টাকা। অন্যদিকে জনপ্রিয় হয়ে ওঠেন রাতারাতি। অল্লু অর্জুন, বিজয়ের মতো সুপারস্টারের ছবিতে কণ্ঠ দিয়ে কোটি টাকা উপার্জন করছেন সঙ্কেত মাত্রে।

সঙ্কেত জন্ম ১৯৮৮ সালের ২৭ জুলাই মুম্বইয়ে। পড়াশোনা শেষ করে মুম্বাইয়ের একটি ডাবিং স্টুডিওতে কাজ শুরু করেন।

সেখানে একজন তাকে টিয়া পাখির কন্ঠে কথা বলতে বলেন, তিনি টিয়া পাখির কণ্ঠে কথা বলায় সবার প্রশংসার প্রাত্র হয়ে যান।

আরও পড়ুন> কিবোর্ডে বাংলা টাইপ করার সবচেয়ে সহজ পদ্ধতি!

‘বেন ১০ অ্যালিয়েন ফোর্স’ নামের কার্টুনে প্রথম কাজ করেন তিনি। এসময় তিনি ১০ ধরনের কণ্ঠ ব্যবহার করেন।

বেন চরিত্রের নেপথ্যকণ্ঠশিল্পী হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন সঙ্কেত। এর পর বিভিন্ন দক্ষিণী ছবির হিন্দি ডাবিংয়ের সময়েও নেপথ্যকণ্ঠশিল্পী হিসাবে কাজ করতে দেখা গেছে তাকে।

‘ডিজে: দেব্বারাজগন্নধাম’, ‘সাররাইনোড়ু’, ‘এস/ও সত্যমুর্তি’, ‘না পেরু সুরি’, ‘নাল্লু ইন্ডিয়া’র মতো দক্ষিণী ছবির হিন্দি ডাবিংয়ের ক্ষেত্রে তেলুগু অভিনেতা অল্লু অর্জুনের কণ্ঠ দেন সঙ্কেত। ‘থুপাক্কি’ ও ‘বিজয় দ্য মাস্টার’ ছবির হিন্দি ডাবিংয়ের সময় বিজয় থালাপাতির কণ্ঠ দেন সঙ্কেত। ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। এ ছবির হিন্দি ডাবিংয়ে যশের নেপথ্যকণ্ঠ ছিলেন সঙ্কেত।

Sanket-Mhatre-voice-artist-newsasia24 2

আরও পড়ুন: 

তামিল, তেলুগু, মারাঠি ছবির পাশাপাশি হলিউড ছবিতেও কণ্ঠ দেন সঙ্কেত। ‘ইনগ্লোরিয়াস বাসটার্ডস’, ‘ডেডপুল’, ‘গ্রিন ল্যান্টার্ন’, ‘দ্য ক্রুডস’, ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার্স’, ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার’ এবং ‘দ্য মার্শিয়ান’সহ নানা ইংরেজি ছবিতেও কন্ঠ দেন তিনি।

‘ছোটা ভীম’ কার্টুনের জগ্গু হোক বা ‘দ্য লিজেন্ড অব হনুমান’ কার্টুনের রাম— নেপথ্যকণ্ঠ হিসাবে শোনা গেছে তাকেই। ‘নারুটো’, ‘বেব্লেড: মেটাল ফিউসন’, ‘ডিডেক্টিভ পিকাচু’তেও বিভিন্ন চরিত্রে কণ্ঠ দেন সঙ্কেত।

জানা গেছে, প্রতিটি কাজের জন্য ৫ থেকে ১০ লাখ টাকা পারিশ্রমিক নেন সঙ্কেত। তার বার্ষিক আয় আনুমানিক তিন কোটি টাকা।

বর্তমানে বিভিন্ন জায়গায় ‘ভয়েস ডাবিং’ প্রশিক্ষণ দেন সঙ্কেত।

google news newsasia24

আজ থেকে বিএনপি-জামায়াতের অবরোধ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: দুদিন বিরতির পর আবার আজ থেকে আজ থেকে বিএনপি-জামায়াতের অবরোধ শুরু হয়েছে।

আজ রবিবার(২৬ নভেম্বর) ভোর ৬ টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত। অর্থাৎ টানা ৪৮ ঘন্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো।

গত বৃহস্পতিবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা করতে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব বিএনপি নেতাকর্মীদের মুক্তিসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে। এছাড়াও অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে এ কর্মসূচি চলমান থাকবে।

motijheel-shapla-chattor-bnp-hortal-newsasia24

একইদিন রাতে আলাদাভাবে বিবৃতি দিয়ে অবরোধ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে এ নতুন কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার ২০১৪ ও ২০১৮ সালে সাজানো প্রহসনের নির্বাচন করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তারা আবারো একতরফা ভোটারবিহীন পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে।

আরও পড়ুন: 

এ অবস্থায় দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের লক্ষ্যে জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট রায় ও ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে টানা ৪৮ ঘণ্টা সড়ক, রেল ও নৌপথ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করছি।

google news newsasia24

কুমারখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এর কর্মসূচী

এম এ ওহাব, কুমারখালী থেকেঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ -২০২৩ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কুমারখালীতে গৃহীত কর্মসূচী ঘোষণা করেন মহিলা পরিষদ কুমারখালী শাখা।

কর্মসূচীর অংশ হিসেবে আজ ২৫ নভেম্বর শনিবার বিকেলে মহিলা পরিষদের কার্য্যলয়ে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন।

kumarjhali-antorjatik-nari-nirjaton-kormoshuci-2023-newsasia24

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লিগ্যল এইড সম্পাদক আকলিমা খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য নারী নির্যাতন বিরোধী সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে সারা বিশ্বে নভেম্বর ২৫ তারিখ থেকে ডিসেম্বর ১০ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধ পক্ষ ও মানবাধিকার দিবস হয়ে থাকে।

কর্মসূচীর মধ্যে হলো ২৫ নভেম্বর সংবাদ সম্মেলন,২৭ নভেম্বর ঘাসখালে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৃণমূল নারী – পুরুষের সাথে মতবিনিময় সভা।২৯ নভেম্বর উত্তর যদুবয়রায় লিগ্যাল এইড প্রশিক্ষণ। ৩ ডিসেম্বর খয়েরচারায় নারী নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা।

৫ ডিসেম্বর ধোকরাকোল ডিগ্রি কলেজে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বিষয়ে তরুণদের সাথে মতবিনিময় সভা।১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস -২০২৩ পালন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম রাজ্জাক, সাংবাদিক সাহেব আলী, সাংবাদিক এম এ ওহাব, সাংবাদিক সাকিব আল হাসান, সাংবাদিক রাকিব হোসেন, সাংবাদিক পলাশ প্রমুখ।

আরও পড়ুন:

বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী শাখার সভানেত্রী হোসেন আরা রুবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত মহিলা পরিষদ কুমারখালী শাখার সহ-সভাপতি সাজেদা খাতুন,রওশন আরা নীলা, চম্পা নজরুল, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সাংগঠনিক সম্পাদক মনিরা হোসেন মেরী,লিগ্যাল এইড সম্পাদক আকলিমা খাতুন, অর্থ সম্পাদক শামীমা পারভীন ও বিশিষ্ট কবি পরিমল কুমার ঘোষ।

google news newsasia24

ইউক্রেন রাশিয়া যুদ্ধ : সবচেয়ে বড় ড্রোন হামলা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ইউক্রেন রাশিয়া যুদ্ধকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো রাশিয়া।

কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

ucraine-rassia-drone-hamla-newsasia24

শহরটির মেয়র জানিয়েছেন, গত বছর পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের রাজধানীতে এটিই রাশিয়ার বৃহত্তম ড্রোন হামলা।

বিবিসি জানিয়েছে, আজ শনিবার (২৫ নভেম্বর) ভোরের আলো ফোটার আগেই বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে কিয়েভের বাসিন্দাদের।

এরপর অন্তত ছয় ঘণ্টা ধরে তাণ্ডব চালায় রুশ ড্রোন। শহরের উত্তর ও পূর্ব দিক থেকে ধেঁয়ে আসে একের পর এক হামলা।

ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, হামলায় ইরানের তৈরি অন্তত ৭৫টি শাহেদ ড্রোন ব্যবহার করেছে মস্কো। এর মধ্যে ৭৪টি ড্রোনই ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনে হামলা চালাতে ক্ষেপণাস্ত্রের সস্তা বিকল্প হিসেবে ইরানি ড্রোন ব্যবহার করছে রাশিয়া।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন,আজ শনিবারে(২৫ নভেম্বর) এই হামলায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে পাঁচজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে একটি কিন্ডারগার্টেন রয়েছে।

ইউক্রেনীয় প্রেসেডন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘ইচ্ছাকৃত সন্ত্রাস’ বলে আখ্যা দিয়েছেন।

আরও পড়ুন:

তিনি বলেছেন, তার দেশ ‘রুশ সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরক্ষায় বিশ্বকে একত্রিত করতে কাজ চালিয়ে যাবে’।

তীব্র শীতের মধ্যে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোকে ফের লক্ষ্যবস্তু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রুশ হামলার জেরে বর্তমানে মধ্য কিয়েভের প্রায় ১৬ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

জোড় ইজতেমা শুরু ১ ডিসেম্বর

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ঢাকা উত্তরার দিয়াবাড়িতে ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা।

৫৭তম বিশ্ব ইজতেমাকে সামনে রেখে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে জোড় ইজতেমা।

jor-ijtema-newsasia24

তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি শাহরিয়ার মাহমুদ জানিয়েছেন, ১ ডিসেম্বর থেকে তাবলিগ জামাতের পুরনো সাথিদের নিয়ে শুরু হবে জোড় ইজতেমা, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।

৫ ডিসেম্বর মোনাজাতের মাধ্যমে জোড় শেষ হওয়ার পর আসন্ন ইজতেমাকে সফল করতে দ্বীনের মেহনতকে আরও ব্যাপক করতে সাথিরা জামাত নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবেন, সেই সঙ্গে শুরু হবে ইজতেমার ময়দান প্রস্তুতির কাজ।

এবারের জোড় ইজতেমা উত্তরার ১৫ নম্বর সেক্টরের উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশন সংলগ্ন খালি ময়দানে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

এ জন্য মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। দেশের বিভিন্ন এলাকার স্কুল, কলেজ-ইউনিভার্সিটি, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খতিব ও তাবলিগের সাথিরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ময়দান প্রস্তুত করছেন। মাঠের প্রস্তুতি প্রায় শেষ।

google-news-follow-us-newsasia24
গুগোল নিউজ ফলো করতে ক্লিক করুন

প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দুঃখ প্রকাশ করলেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক: সাংবাদিকদের সঙ্গে চলমান দ্বন্দ্বের অবসান ঘটনোর জন্য অবশেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দুঃখ প্রকাশ করলেন তানজিন তিশা।

আজ(২৫নভেম্বর) দুপুরে তিনি এই দুঃখ প্রকাশ করেন।

tanjin-trisha-press-brifing-newsasia24

তানজিন তিশা বলেন, আমি তানজিন তিশা কয়েকদিন আগে হসপিটালে ছিলাম। বাসায় ফেরার পর দেখলাম কিছু নিউজ পোর্টাল আমার আত্মহত্যার চেষ্টা শিরোনামে নিউজ করেছে।

এমন সময় সাংবাদিক তামিম যার সঙ্গে আমার পূর্বপরিচয় নেই সে আমাকে এমন একটা টেক্সট করে যা আমার কাছে যৌক্তিক মনে হয়নি।

আমি ভাবতেই পারিনি এসময় আমাকে কেউ এমন একটা টেক্সট করতে পারে ।

তিনি বলেন, আমি নিজেকে সামলাতে না পেরে উত্তেজিত হয়ে তাকে বলি টেক্সট এর বিষয় নিয়ে নিউজ করলে আমি তার সর্বোচ্চ ব্যবস্থা নেব ।

তার সঙ্গে ফোনে যে শব্দ উচ্চারণ করেছি আমি জানি তা সঠিত নয়। আমি সেটার জন্য দুঃখ প্রকাশ করেছি এবং এখনো করছি।

তিশা বলেন, এর মধ্যে আমার ফোন-রেকর্ড আমার অনুমতি ছাড়া প্রচার করা হলে তা শুনে অন্যান্য সাংবাদিকরা রেগে যায় এবং প্রতিবাদ করে—যা খুবই যৌক্তিক।

তবে আমাকে এবং আমার পরিবারকে নিয়ে অনেকেই অসত্য, মনগড়া সংবাদ সোশাল মিডিয়ায় লেখেন যা একজন নারীর জন্য অনেক অসম্মানজনক।

তানজিন তিশা আরও বলেন, এসব দেখে আমি ডিবি ডিএমপিতে অভিযোগ করতে আসি।

সেখানে গণমাধ্যমের পক্ষ থেকে আমাকে প্রশ্ন করা হলে আমি তামিমের নাম নিই এবং তামিমের সঙ্গে প্রতিষ্ঠানের নাম নিয়ে ফেলি, যা উদ্দেশ্যমূলক ছিল না। সে জন্য আমি প্রতিষ্ঠানের কাছে দুঃখ প্রকাশ করছি।

আরও পড়ুন:

‘আমাদের মাঝে সকল ভুল বোঝাবুঝির অবসান হয়েছে’ জানিয়ে তিশা বলেন, আমি পুলিশের কাছে করা অভিযোগ তুলে নিচ্ছি। তবে যারা আমার এবং আমার পরিবারকে ঘিরে অসত্য ও অসম্মানজনক নিউজ প্রকাশ করেছেন তারাও তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেন এবং নিউজ গুলো সরিয়ে নেবেন—সেটাও আমি প্রত্যাশা করি।

সবশেষে তানজিন তিশা মূলধারার সংবাদমাধ্যম ও সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করে বলেন, ‘সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা প্রতিহত করতে’ তারা শিল্পীদের পাশে থাকবেন।

google news newsasia24

চট্টগ্রামে লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছে। তারা কর্ণফুলী গ্যাস লাইনের কাজের শ্রমিক ছিলেন।

আজ শনিবার (২৫ নভেম্বর) সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়্যারলেস বিসিক এলাকায় এ ঘটানাটি ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আন্দিদিল এলাকার হুমায়ন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫), পাবনার সুজানগরের সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫) এবং সুজানগর রায়পুরের মালেক ব্যাপারীর ছেলে মো. শফিকুল ইসলাম (৪২)।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন ওই তিন শ্রমিক। এ সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির লরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান।

দুর্ঘটনায় আরও এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।chottogram-truck-accident-dead-three-newsasia24

আরও পড়ুন: 

লরিটি আটক করে থানায় নিয়ে আসা হলেও চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

google news newsasia24

মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে উপস্থিত থাকার আহ্বান

নিউজ এশিয়া২৪ ডেস্ক: মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার (২৪) নভেম্বর আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আগামীকার রবিবার (২৬ নভেম্বর) নৌকা প্রতীকের ৩ হাজার ৩৬২ জন মনোনয়ন প্রত্যাশীদের শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ নভেম্বর (রবিবার) সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

awamilige-nomination-meeting-gonobhaban-seikh-hasina-newsasia24

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকতে বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন ;

উল্লেখ্য, ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর (চার দিন) পর্যন্ত মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেন ৩,৩৬২ জন । ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

google news newsasia24

বিষাক্ত সাপ দিয়ে স্ত্রী-কন্যাকে হত্যা করলো স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক:  বেশ কিছুদিন ধরে স্ত্রীর সাথে স্বামীর বনিবনা না হওয়ায় রাতে ঘুমন্ত স্ত্রী-কন্যার ইপর বিষাক্ত সাপ ছেড়ে দেয় স্বামী। আর এই সাপের কামড়ে মৃত্যু হয় স্ত্রী ও কন্যার।

আজ শুক্রবার(২৪ নভেম্বর) স্বামী গণেশকে গ্রেফতার করে পুলিশ। স্ত্রী বাসন্তী ও কন্যা দেবাস্মিতাতে হত্যার দায়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ২০২০ সালে অর্থাৎ ৩ বছর আগে ভারতের ওড়িশার গঞ্জাম জেলার কবিসূর্যনগরের আধেগাঁও গ্রামের গণেশের সাথে বিয়ে হয় বাসন্তীর। তাদের সংসারে একটি কন্যা রয়েছে। কিন্তু স্ত্রী বাসন্তীর সাথে গণেশের তেমন কোন মিল ছিল না। বেশীরভাগ সময় ঝরগা বিবাধ লেগেই থাকতো।

প্রায় দেড় মাস আগে গণেশ তার স্ত্রী এবং কন্যাকে বিষাক্ত সাপের কামড়ে হত্যা করে।

wife-daughter-dead-by-sanke-by husband-india-news-newsasia24

google news newsasia24

পুলিশ জানিয়েছে, গণেশ ধর্মীয় উদ্দেশে ব্যবহার করার কথা বলে ওই সাপটি কিনেছিলেন। এ ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করেছে।

তাছাড়া বাসন্তীর বাবা গণেশের বিরুদ্ধে হত্যার অভিযোগে এফআইআর দায়ের করেছেন।

আরও পড়ুন: