শিরোনাম

শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রী ও দুই ছেলেকে হত্যা

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কোন কারন ছাড়াই প্রবাসীর স্ত্রী ও দুই ছেলেকে হত্যা করেন ভাগনি জামাই।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও দুই ছেলেকে গলা কেটে হত্যা করেন ভাগনি জামাই ।

নিহত জেকি আক্তারের ভাগনি জামাই জহিরুল ইসলাম পারিবারিক কলহের জেরে এ হত্যা করেন।

বুধবার (১৮ অক্টোবর) জহিরুল ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বাঞ্ছারামপুর) আদালতের বিচারক সাগত সৌম্যের কাছে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আজ বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সোনাহর আলী শরিফ।

jeki-murder.jpg October 18, 2023 41 KB 800 by 400 pixels

পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, নিহত জেকি আক্তারের বড় বোন শিল্পী বেগমের মেয়ে আনিকার সঙ্গে বিয়ে হয় আসামি জহিরুলের।

তবে বিয়ের কিছু দিন পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝামেলা চলছিল।

এতে অনামিকাবার বার তার বাবার বাড়িতে চলে যেতেন।

কিছু দিন আগেও শ্বশুরবাড়ি থেকে চলে আসেন অনামিকা।

অনামিকাকে ফিরিয়ে নিতে ও কলহ মীমাংসার জন্য গত মঙ্গলবার সকালে জহিরুল তার খালা শাশুড়ি জেকি আক্তারের বাড়িতে যান।

কারণ জেকি আক্তারের কথা জহিরুলের শাশুড়ি ও স্ত্রী গুরুত্ব দেয়।

ওইদিন প্রথমে সকালে গিয়ে জেকির সঙ্গে কথা বলে নাস্তা করে চলে যান জহিরুল। পরে আবার রাত ৮টার দিকে জেকির বাড়িতে যান।

তখন পারিবারিক কলহের বিষয়টি নিয়ে কথা বললে একপর্যায়ে তাদের মধ্যে ঝামেলার সৃস্টি হয়।

সেসময় জহিরুলের রাগ মাথায় উঠে যায়, তখন সে ঘরে থাকা দা দিয়ে জেকি আক্তারকে কুপিয়ে হত্যা করেন ।

এ সময় মায়ের চিৎকার শুনে বড় ছেলে মাহিন ছুটে আসলে তাকেও একটি কোপ দেয়।

তখন সে প্রাণে বাঁচার জন্য দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করতে গেলে তাকেও কুপিয়ে হত্যা করেন।

অন্য ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল ৬ বছর বয়সী মহিন ও ৭ মাসের ওজিহা।

তখন ঘুম থেকে উঠে পড়ে মহিন। দেখে ফেলে হত্যার ঘটনা। পরে ঘরের দরজা বন্ধ করে ভয়ে পায়চারি করে মহিন।

সে সময় দরজা খুলতে দেখে ভয়ে বাথরুমে গিয়ে লোকায় মহিন। সেখানে গিয়ে তাকেও কুপিয়ে হত্যা করেন জহিরুল।

তারপর আধাঘণ্টার মত সেই ঘরে পায়চারি করেন। পরে রাত ১টার দিকে পালিয়ে যান জহিরুল।

আরও পড়ুন:

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পর সকাল থেকে হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের বিশেষ শাখা কাজ করেছে।

এর আগে প্রাথমিক অবস্থায় তিনজনকে জবাবদিহিতার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পরে আলামত, সুনির্দিষ্ট সোর্স ও তথ্যপ্রযুক্তির সহযোগিতা নিয়ে জানতে পারি জহিরুলের সম্পৃক্ত থাকার বিষয়টি।

পরে রাতেই নরসিংদীর মধাবদী থেকে তাকে আটক করে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হয়।

তখন পুলিশের কাছে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন জহিরুল।

তবে এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সে বিষয় নিয়ে আরও তদন্ত করা হবে।

গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে প্রবাসী শাহ আলমের বসতঘর থেকে তার স্ত্রী জেকি আক্তার ও দুই ছেলে মাহিন  এবং মহিনের  মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিএনপির দুই শতাধিক নেতাকর্মী গ্রেফতার

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নয়াপর্টনে সমাবেশকে কন্দ্রে করে তাদরেকে আটক করেছে বলে অভিযোগ করা হয়েছে।

তারা বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছিলেন।

তবে পুলিশ বিএনপি নেতাকর্মীদের আটক করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।

bnp-neta-arested

আজ বুধবার ( ১৮ অক্টোবর) দুপুরে অকটকৃত নেতাকর্মীদের প্রিজনভ্যানে করে ঢাকার সিএমএম আদালতে আনা হয়।

আরও পড়ুন:

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেরের পর থেকে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অনেককে আটক করা হয়েছে। আটককৃতরা কতজন সে হিসেব এখনও করেননি তারা।

আইয়ুব বাচ্চুর আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ‘এই রূপালি গিটার ফেলে, একদিন চলে যাবো দূরে বহুদূরে’- এ গান গেয়েছিলেন রকস্টার আইয়ুব বাচ্চু।

গানের কথাগুলোকে সত্য করে পাঁচ বছর আগে এই দিনে তিনি মৃত্যু বরণ করেন।

২০১৮ সালের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই কিংবদন্তি। ওপারে চলে গেলেও এপারে রেখে গেছেন এক সংগীত জীবন। যেখানে রয়েছে অসংখ্য কালজয়ী গান, জাদুকরি গিটারের সুর।

aiob-bachcu.jpg October 18, 2023 21 KB 600 by 300 pixels

 

বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে যে ক’জন আজন্ম ভূমিকা রাখবে তার মধ্যে অন্যতম হল আইয়ুব বাচ্চু। তাকে স্মরণ করে পরিবারের পক্ষ থেকে দিনটিতে থাকছে বিশেষ আয়োজন।

আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ।

১৯৭৭ সালে কলেজে পড়ার সময় কুমার বিশ্বজিৎকে নিয়ে ‘আগলি বয়েজ’-এ লিড গিটারিস্ট হিসেবে কাজ শুরু করেন তিনি।

তার অন্যতম এ্যালবাম গুলো হলো, ‘সুখ’ (১৯৯৩), ‘তবুও’ (১৯৯৪), ‘ঘুমন্ত শহরে’ (১৯৯৫), ‘ফেরারি মন’ (১৯৯৬), ‘আমাদের’ (১৯৯৮), ‘বিস্ময়’ (১৯৯৮), ‘মন চাইলে মন পাবে’ (২০০১), ‘অচেনা জীবন’ (২০০৩), ‘মনে আছে নাকি নাই’ (২০০৫), ‘স্পর্শ’ (২০০৮), ‘যুদ্ধ’ (২০১২), ‘রাখে আল্লাহ মারে কে’ (২০১৬)।

আরও পড়ুন:

আইয়ুব বাচ্চুর গাওয়া গানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘চলো বদলে যাই’। এর কথা ও সুর তারই।

শ্রোতাপ্রিয় গানের তালিকায় আরও রয়েছে ‘শেষ চিঠি কেমন এমন চিঠি’, ‘ঘুম ভাঙা শহরে’, ‘হকার’, ‘সুখ’, ‘রুপালি গিটার’, ‘গতকাল রাতে’, ‘তারা ভরা রাতে’, ‘এখন অনেক রাত’ ইত্যাদি।

দীর্ঘ কয়েক বছর অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছিলেন আইয়ুব বাচ্চু।

শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে পালিত হল শেখ রাসেল দিবস

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বরগুনায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করল শুভসংঘ।

বরগুনার বেতাগী বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শেখ রাসেল দিবসে পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

rasel-dibosh.jpg October 18, 2023 46 KB 600 by 300 pixels

 

আজ বুধবার সকাল ১১টায় বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেলের চিত্র অংকন করে শিক্ষার্থীরা।

 

শেখ রাসেলের জীবন বৃত্তান্তের ওপর রচনা প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মোনাজাত করা হয়েছে।

আরও পড়ুন:

 

বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমানের সভাপতিত্বে সহকারি শিক্ষক ফাইজুর রহমান টিটু’র সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন, বেতাগী উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি স্বপন কুমার ঢালী, সভাপতি আলহাজ্ব মো. কামাল হোসেন খান ।

বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খাতা, কলম ও কলমবক্স বিতরণ করা হয়।

শেখ রাসেল দিবস আজ

নিউজ  এশিয়া২৪ ডেস্ক: আজ ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস ।

শহীদ শেখ রাসেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র। আজ তার ৬০ তম জন্মদিন।

শেখ রাসেল দিবসটি ২০২১ সাল থেকে পালন করা হচ্ছে।

এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় হল ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।

১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।

seikh-rasel-newsasia24

এই দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক আবেগঘন বাণীতে ছোট ভাইকে স্মরণ করেছেন।

বাণীতে শেখ হাসিনা বলেন, ‘শেখ রাসেল আজ আমাদের মাঝে নেই, কিন্তু আছে তার পবিত্র স্মৃতি। বাংলাদেশে সব শিশুর মধ্যে আজও আমি রাসেলকে খুঁজে ফিরি। এই শিশুদের রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে।

আরও পড়ুন:

এমন এক উজ্জ্বল শিশুর সত্তা বুকে ধারণ করে বাংলাদেশের শিশুরা বড় হোক। খুনিদের বিরুদ্ধে তারা তীব্র ঘৃণা বর্ষণ করুক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দেশের সব শিশু এগিয়ে আসুক।’

দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় শহীদ শেখ রাসেলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

সেই সাথে ১৫ আগস্টে নিহত সব শহীদের সমাধিতেও পুষ্পস্তবক অর্পণসহ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

২০২৪ ইউরো বাছাই পর্ব; বেলজিয়াম-সুইডেন ম্যাচ বাতিল

স্পোর্টস ডেস্ক: বাতিল হয়ে গেল বেলজিয়াম-সুইডেন মধ্যকার ইউরো বাছাইপর্বের ম্যাচ। বিরতির আগে ম্যাচটি ছিল ১-১। কিন্তু বিরতির পর এ ম্যাচটি বাতিল হয়ে যায়।

জানা গেছে, গতকাল বেলজিয়ামে এক জঙ্গির হামলায় দুই সুইডিস নাগরিক নিহত হয়েছেন। এ ঘটার প্রেক্ষিতে ম্যাচটি বাতিল করা হয়।

belgium-swdees-murder-newsa

নিরাপত্তার কারণে ম্যাচটি বাতিল হওয়ার আড়াই ঘণ্টা পর স্টেডিয়াম ত্যাগ করেন দর্শকরা

আরও পড়ুন:

উয়েফার ওয়েবসাইটে বলা হয়, ‘আজ ( বেলজিয়ামে গতকাল) সন্ধ্যায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পর দুই দল এবং স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বেলজিয়াম ও সুইডেনের মধ্যকার ২০২৪ ইউরো বাছাই পর্বের ম্যাচটি বাতিল বলে ঘোষণা করা হলো।

ম্যাচটি বাতিল হওয়ার আগ পর্যন্ত ১-১ গোল ছিল দু দলেই। ইউরোর মূল পর্ব আগেই নিশ্চিত করেছে বেলজিয়াম। কিন্তু বেলজিয়ামের সথে দ্বিতীয়বার খেলতে নারাজ সুইডেন।

বেলজিয়ামে জঙ্গি হামলায় দুই সুইডিশ নাগরিক নিহত

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বন্দুকধারীর হামলায় দুই সুইডিশ নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আরও একজন আহত হয়েছেন।

newsbelgium-swdees-murder-n

এঘটনার পর একটি ব্যক্তি অনলাইনে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি এ হামলার দায় স্বীকার করেন। এছাড়াও তিনি নিজেকে আই এস এর সদস্য বলে দাবি করেছেন।

আরও পড়ুন: 

বেলজিয়াম সরকার বলেছেন, এটিেএকটি জঙ্গি হামলা।

বিশ্ব দারিদ্র দূরীকরণ দিবস আজ ১৭ অক্টোবর

নিউজ এশিয়া২৪: আজ বিশ্ব দারিদ্র দূরীকরণ দিবস’। প্রতিবছর ১৭ অক্টোবর সারা বিশ্বে এ দিবসটি পালিত হয়।

বিশ্বজুড়ে মানুষের অসমতা দারিদ্র্য, ক্ষুধা দূর করাই দিবসটির মূল লক্ষ্য। দিবসটি আমাদের দেশেও গুরুত্বের সঙ্গে পালিত হয়।

এই দিবসটির প্রতিপাদ্য বিষয় “উপযুক্ত কাজ এবং সামাজিক সুরক্ষা: সকলের জন্য মর্যাদা।”

world-poor-day-newsasia24

জাতিসংঘ ১৯৯৫ সালকে আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ বর্ষ হিসেবে ঘোষণা করে। জাতিসংঘের পর্যবেক্ষণে দেশে দেশে দারিদ্র্য ও বঞ্চনা বিশেষ গুরুত্ব পায়।

আরও পড়ুন:

ফ্রান্সভিত্তিক এনজিও এটিডি ফোর্থ ওয়ার্ল্ড অতি দারিদ্র্য দূরীকরণের জন্য আন্দোলন করে। এতে তারা ১৭ অক্টোবর সফলতা লাভ করে।

এই ১৭ অক্টোবরকে আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালনের কথা পর্যালোচনা করা হয়।

এর আলোকে জাতিসংঘের সাধারণ পরিষদও ১৭ অক্টোবরকে আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস ঘোষণা করে।

দুর্গাপূজা উপলক্ষে পুলিশের ৮ টি পরামর্শ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ৮ টি পরামর্শ দিয়েছে।

আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর দিন থেকে শুরু হবে সনাতন ধর্মের বড় উৎসব দুর্গাপূজা।বাংলাদেশ পুলিশ দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে ৮টি পরামর্শ দিয়েছে ।

সোমবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো পুলিশ সদরদপ্তরের পরামর্শগুলো হলো-

১। পূজামণ্ডপে আগত নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশপথ ও প্রস্থান পথের ব্যবস্থা রাখা। পূজামণ্ডপে কোনো ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ করা থেকে বিরত থাকা।

২। পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন করা। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আর্চওয়ে গেট স্থাপন করা।

৩। পূজামণ্ডপে ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা। সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর, চার্জার লাইট, হ্যাজাক লাইটের ব্যবস্থা রাখা।

durga-puja.jpg October 16, 2023 39 KB 600 by 300 pixels

 

৪। পূজামণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ করা। স্বেচ্ছাসেবকদের আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও স্বেচ্ছাসেবক লেখা আর্মড ব্যান্ড থাকা। রাতে পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকদের উপস্থিতি নিশ্চিত করা।

৫। পূজা চলাকালে আতশবাজি ও পটকা ফুটানো থেকে বিরত থাকা।

আরও পড়ুন:

 

৬। দুর্গাপূজা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম যেমন-ফেসবুক, ইউটিউব, টুইটার অথবা ব্লগে এবং মোবাইল ফোনের মাধ্যমে কেউ যেন অমূলক ঘটনা বা গুজব সৃষ্টি করে কিংবা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকা। এ ধরনের পরিস্থিতি হলে পুলিশকে জানানো।

৭। পূজা উদযাপনকালে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। আজান ও নামাজের সময় মাইক ও বাদ্য বাজানো বন্ধ রাখা।

৮। প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রার নির্ধারিত রুট ব্যবহার করা। পূজামণ্ডপে শোভাযাত্রা এবং প্রতিমা বিসর্জনের সময় পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করা।

প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০, ডিএমপি কন্ট্রোল রুম ০২-৫৫১০২৬৬৬, ০২-২২৩৩৮১১৮৮, ০২-৪৭১১৯৯৮৮, ০১৩২০০৩৭৮৪৫-৪৬, র‍্যাবের কন্ট্রোল রুম ০২-৪৮৯৬৩১১৭, ০১৭৭৭৭২০০২৯ এবং ফায়ার সার্ভিস সেন্ট্রাল কন্ট্রোল রুম ০২-২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩১৮১-৮২ নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছে পুলিশ।

এছাড়া, যেকোনো জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবা পেতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৯ জেলেকে আটক

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৯ জেলেকে আটক করা হয়েছে।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৯ জেলেকে আটক করা হয়েছে।

আজ সোমবার(১৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্য বিভাগের উদ্যেগে চরফ্যাশন ও সদর উপজেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৯ জন কে আটক করেছে।

 

এদের মধ্যে চরফ্যাশনের ১৭ জন ও সদরের দুইজন রয়েছে।

এসময় তাদের কাছে ২৩ কেজি ইলিশ মাছ, তিনটি নৌকা ও ১২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।

আরও পড়ুন:

 

সদর উপজেলায় আটক হওয়া দুইজনকে আড়াই হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, সদরে আটক হওয়া দুইজনকে ৫ হাজার টাকা ও চরফ্যাশনে আটককৃত ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করা হবে।

এছাড়া জব্দকৃত মাছ অসহায়দের মধ্যে বিতরণ ও জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সরকার ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মাছ আহরন , মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।