শিরোনাম

শিরোনাম

শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে পালিত হল শেখ রাসেল দিবস

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বরগুনায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করল শুভসংঘ।

বরগুনার বেতাগী বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শেখ রাসেল দিবসে পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

rasel-dibosh.jpg October 18, 2023 46 KB 600 by 300 pixels

 

আজ বুধবার সকাল ১১টায় বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেলের চিত্র অংকন করে শিক্ষার্থীরা।

 

শেখ রাসেলের জীবন বৃত্তান্তের ওপর রচনা প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মোনাজাত করা হয়েছে।

আরও পড়ুন:

 

বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমানের সভাপতিত্বে সহকারি শিক্ষক ফাইজুর রহমান টিটু’র সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন, বেতাগী উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি স্বপন কুমার ঢালী, সভাপতি আলহাজ্ব মো. কামাল হোসেন খান ।

বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খাতা, কলম ও কলমবক্স বিতরণ করা হয়।

শেখ রাসেল দিবস আজ

নিউজ  এশিয়া২৪ ডেস্ক: আজ ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস ।

শহীদ শেখ রাসেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র। আজ তার ৬০ তম জন্মদিন।

শেখ রাসেল দিবসটি ২০২১ সাল থেকে পালন করা হচ্ছে।

এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় হল ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।

১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।

seikh-rasel-newsasia24

এই দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক আবেগঘন বাণীতে ছোট ভাইকে স্মরণ করেছেন।

বাণীতে শেখ হাসিনা বলেন, ‘শেখ রাসেল আজ আমাদের মাঝে নেই, কিন্তু আছে তার পবিত্র স্মৃতি। বাংলাদেশে সব শিশুর মধ্যে আজও আমি রাসেলকে খুঁজে ফিরি। এই শিশুদের রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে।

আরও পড়ুন:

এমন এক উজ্জ্বল শিশুর সত্তা বুকে ধারণ করে বাংলাদেশের শিশুরা বড় হোক। খুনিদের বিরুদ্ধে তারা তীব্র ঘৃণা বর্ষণ করুক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দেশের সব শিশু এগিয়ে আসুক।’

দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় শহীদ শেখ রাসেলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

সেই সাথে ১৫ আগস্টে নিহত সব শহীদের সমাধিতেও পুষ্পস্তবক অর্পণসহ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

২০২৪ ইউরো বাছাই পর্ব; বেলজিয়াম-সুইডেন ম্যাচ বাতিল

স্পোর্টস ডেস্ক: বাতিল হয়ে গেল বেলজিয়াম-সুইডেন মধ্যকার ইউরো বাছাইপর্বের ম্যাচ। বিরতির আগে ম্যাচটি ছিল ১-১। কিন্তু বিরতির পর এ ম্যাচটি বাতিল হয়ে যায়।

জানা গেছে, গতকাল বেলজিয়ামে এক জঙ্গির হামলায় দুই সুইডিস নাগরিক নিহত হয়েছেন। এ ঘটার প্রেক্ষিতে ম্যাচটি বাতিল করা হয়।

belgium-swdees-murder-newsa

নিরাপত্তার কারণে ম্যাচটি বাতিল হওয়ার আড়াই ঘণ্টা পর স্টেডিয়াম ত্যাগ করেন দর্শকরা

আরও পড়ুন:

উয়েফার ওয়েবসাইটে বলা হয়, ‘আজ ( বেলজিয়ামে গতকাল) সন্ধ্যায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পর দুই দল এবং স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বেলজিয়াম ও সুইডেনের মধ্যকার ২০২৪ ইউরো বাছাই পর্বের ম্যাচটি বাতিল বলে ঘোষণা করা হলো।

ম্যাচটি বাতিল হওয়ার আগ পর্যন্ত ১-১ গোল ছিল দু দলেই। ইউরোর মূল পর্ব আগেই নিশ্চিত করেছে বেলজিয়াম। কিন্তু বেলজিয়ামের সথে দ্বিতীয়বার খেলতে নারাজ সুইডেন।

বেলজিয়ামে জঙ্গি হামলায় দুই সুইডিশ নাগরিক নিহত

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বন্দুকধারীর হামলায় দুই সুইডিশ নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আরও একজন আহত হয়েছেন।

newsbelgium-swdees-murder-n

এঘটনার পর একটি ব্যক্তি অনলাইনে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি এ হামলার দায় স্বীকার করেন। এছাড়াও তিনি নিজেকে আই এস এর সদস্য বলে দাবি করেছেন।

আরও পড়ুন: 

বেলজিয়াম সরকার বলেছেন, এটিেএকটি জঙ্গি হামলা।

বিশ্ব দারিদ্র দূরীকরণ দিবস আজ ১৭ অক্টোবর

নিউজ এশিয়া২৪: আজ বিশ্ব দারিদ্র দূরীকরণ দিবস’। প্রতিবছর ১৭ অক্টোবর সারা বিশ্বে এ দিবসটি পালিত হয়।

বিশ্বজুড়ে মানুষের অসমতা দারিদ্র্য, ক্ষুধা দূর করাই দিবসটির মূল লক্ষ্য। দিবসটি আমাদের দেশেও গুরুত্বের সঙ্গে পালিত হয়।

এই দিবসটির প্রতিপাদ্য বিষয় “উপযুক্ত কাজ এবং সামাজিক সুরক্ষা: সকলের জন্য মর্যাদা।”

world-poor-day-newsasia24

জাতিসংঘ ১৯৯৫ সালকে আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ বর্ষ হিসেবে ঘোষণা করে। জাতিসংঘের পর্যবেক্ষণে দেশে দেশে দারিদ্র্য ও বঞ্চনা বিশেষ গুরুত্ব পায়।

আরও পড়ুন:

ফ্রান্সভিত্তিক এনজিও এটিডি ফোর্থ ওয়ার্ল্ড অতি দারিদ্র্য দূরীকরণের জন্য আন্দোলন করে। এতে তারা ১৭ অক্টোবর সফলতা লাভ করে।

এই ১৭ অক্টোবরকে আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালনের কথা পর্যালোচনা করা হয়।

এর আলোকে জাতিসংঘের সাধারণ পরিষদও ১৭ অক্টোবরকে আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস ঘোষণা করে।

দুর্গাপূজা উপলক্ষে পুলিশের ৮ টি পরামর্শ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ৮ টি পরামর্শ দিয়েছে।

আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর দিন থেকে শুরু হবে সনাতন ধর্মের বড় উৎসব দুর্গাপূজা।বাংলাদেশ পুলিশ দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে ৮টি পরামর্শ দিয়েছে ।

সোমবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো পুলিশ সদরদপ্তরের পরামর্শগুলো হলো-

১। পূজামণ্ডপে আগত নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশপথ ও প্রস্থান পথের ব্যবস্থা রাখা। পূজামণ্ডপে কোনো ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ করা থেকে বিরত থাকা।

২। পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন করা। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আর্চওয়ে গেট স্থাপন করা।

৩। পূজামণ্ডপে ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা। সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর, চার্জার লাইট, হ্যাজাক লাইটের ব্যবস্থা রাখা।

durga-puja.jpg October 16, 2023 39 KB 600 by 300 pixels

 

৪। পূজামণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ করা। স্বেচ্ছাসেবকদের আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও স্বেচ্ছাসেবক লেখা আর্মড ব্যান্ড থাকা। রাতে পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকদের উপস্থিতি নিশ্চিত করা।

৫। পূজা চলাকালে আতশবাজি ও পটকা ফুটানো থেকে বিরত থাকা।

আরও পড়ুন:

 

৬। দুর্গাপূজা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম যেমন-ফেসবুক, ইউটিউব, টুইটার অথবা ব্লগে এবং মোবাইল ফোনের মাধ্যমে কেউ যেন অমূলক ঘটনা বা গুজব সৃষ্টি করে কিংবা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকা। এ ধরনের পরিস্থিতি হলে পুলিশকে জানানো।

৭। পূজা উদযাপনকালে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। আজান ও নামাজের সময় মাইক ও বাদ্য বাজানো বন্ধ রাখা।

৮। প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রার নির্ধারিত রুট ব্যবহার করা। পূজামণ্ডপে শোভাযাত্রা এবং প্রতিমা বিসর্জনের সময় পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করা।

প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০, ডিএমপি কন্ট্রোল রুম ০২-৫৫১০২৬৬৬, ০২-২২৩৩৮১১৮৮, ০২-৪৭১১৯৯৮৮, ০১৩২০০৩৭৮৪৫-৪৬, র‍্যাবের কন্ট্রোল রুম ০২-৪৮৯৬৩১১৭, ০১৭৭৭৭২০০২৯ এবং ফায়ার সার্ভিস সেন্ট্রাল কন্ট্রোল রুম ০২-২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩১৮১-৮২ নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছে পুলিশ।

এছাড়া, যেকোনো জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবা পেতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৯ জেলেকে আটক

নিউজ এশিয়া২৪ ডেস্ক:  নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৯ জেলেকে আটক করা হয়েছে।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৯ জেলেকে আটক করা হয়েছে।

আজ সোমবার(১৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্য বিভাগের উদ্যেগে চরফ্যাশন ও সদর উপজেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৯ জন কে আটক করেছে।

 

এদের মধ্যে চরফ্যাশনের ১৭ জন ও সদরের দুইজন রয়েছে।

এসময় তাদের কাছে ২৩ কেজি ইলিশ মাছ, তিনটি নৌকা ও ১২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।

আরও পড়ুন:

 

সদর উপজেলায় আটক হওয়া দুইজনকে আড়াই হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, সদরে আটক হওয়া দুইজনকে ৫ হাজার টাকা ও চরফ্যাশনে আটককৃত ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করা হবে।

এছাড়া জব্দকৃত মাছ অসহায়দের মধ্যে বিতরণ ও জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সরকার ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মাছ আহরন , মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।

বিশ্ব খাদ্য দিবস আজ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ সোমবার(১৬ অক্টোবর) আজ বিশ্ব খাদ্য দিবস। বাংলাদেশের কুষি মন্ত্রণালয় ও জাতিসংঘেরে উদ্যোগে দেশেও পালিত হবে দিবসটি।

এবারের প্রতিপাদ্য বিষয় “পানি জীবন, পানিই খাদ্য। কেউ থাকবে না পিছিয়ে।”

world-food-day-newsasia24

সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচিতে পালিত হবে দিবসটি। এতে উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।

‘পানি জীবন, পানিই খাদ্য। কেউ থাকবে না পিছিয়ে।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি।

এই দিবসটি কেন্দ্র করে আগামীকাল সকাল ১০টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ সভা।

আরও পড়ুন:

এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম।

আলোচনাসভা শেষে দুপুরে বন্যা ও পানি ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত হবে কারিগরি সেশন ।

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টিয়ে নিহত ১, আহত ১৪

নিউজ এশিয়া২৪ ডেস্ক: খাগড়াছড়িতে যাত্রীবাহী একটি বাস উল্টিয়ে ১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে আরও ১৪ জন।

ঘটনাটি ঘটেছে, খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকায়।

রবিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

khagrachori-bus-accident-newsasia24-bus

জানা গেছে, রবিবার রাতে শান্তি পরিবহন নামক একটি যাত্রীবাহী বাসখাগড়াছড়ি থেকে যাত্রা শুরু করে। উদ্দেশ্য চট্টগ্রাম।

কিন্তু মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকায় পৌছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই একজন মারা যান।

আরও পড়ুন: 

এ ঘটনায় আহত ১৪ জনদের প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়ে। পরে তাদের খাগড়াছড়ি ও চট্টগ্রাম হাসপাতালে স্থানান্তর করা হয়।

খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনঞ্জুরুল জানান, আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে আনার আগে একজনের মৃত্যু হয়েছে।

ঘটনার পরপরই চালক পলাতক রয়েছে।

খাগড়াছ‌ড়িতে দূর্গাপুজা উপলক্ষে সেনাবাহিনীর উপহার প্রদান

মো: এনামুল হক, খাগড়াছ‌ড়ি: আসন্ন শারদীয় দূর্গাপুঁজা উদযাপন উলক্ষে ৮টি মন্দিরকে উপহার প্রদান ক‌রেন বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোন।

আজ রবিবার (১৫ অক্টোবর ) সকালে জোন সদর অ‌ন্বেষন হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত পিএসসি ম‌ন্দির প্রতি‌নি‌ধিদের হাতে এই উপহার তুলে দেন।

army-gift-newsasia24

এসময় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে জোন কমান্ডার বলেন, পাহা‌ড়ে শা‌ন্তি ও সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি জোন এই ধরনের উ‌দ্যোগ গ্রহন করছে । আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যহত থাকবে।

আরও পড়ুন: 

তি‌নি আ‌রও বলেন,পার্বত্য এলাকায় জাতী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে ভ্রাত‌ত্বের বন্ধনে আমরা মিলে মিশে এক সাথে থাকবো এবং সবসময় একে অপরকে সহায়তা করবো।

সেনা জো‌নের এমন মহ‌তি পদ‌ক্ষেপ কে সাধুবাদ জানি‌য়ে সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে‌ছেন স্থানীয় ও উপকার ভো‌গীরা।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো.সিদ্দিকুল ইসলাম এবং জোন এডজুটেন্ট ক্যাপ্টেন মো.এজাজ আহম্মেদ সাজিন ।