শিরোনাম

শিরোনাম

দেশের সব ইউএনওদের বদলির নির্দেশ

নিউজ এশিয়া২৪ ডেস্ক: দেশের সব ইউএনওদের বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি পাঠিয়েছেন ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান ।

ইসির চিঠিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

যেসব ইউএনওর বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালনের মেয়াদকাল এক বছরের বেশি হয়ে গেছে, তাদের অন্য জেলায় বদলির নির্দেশনা হয়েছে। ৫ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়।

google news newsasia24

এর আগে নির্বাচন কমিশন দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও (ওসি) পর্যায়ক্রমে বদলির নির্দেশ দেয়।

আরও পড়ুন:

টুইটারে হোমসের মাথায় গুলি করার ভিডিও ভাইরাল

নিউজ এশিয়া২৪ ডেস্ক: টুইটারে ডেভিন হোমসের মাথায় গুলি করার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তার বন্ধু আচমকা হোমসের মাথায় গুলি করেন।

আজ শুক্রবার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় সাড়ে ৪টায় ‍ ‍”ডিমনেস” নামক এক আইডিতে ভিডিও টি পোস্ট করা হয়।

ভিডিওতে দেখা যাচ্ছে, পার্কিং করা একটি গাড়িতে হোমসের একজন ছেলে বন্ধু এবং একজন মেয়েবন্ধু আড্ডা দিচ্ছেন। এমন সময় গাড়িতে থাকা হোমসের পিস্তলটি দিয়ে হাসাহাসি করতে করতে পিস্তলটি লোড করে মেয়েবন্ধুটি হোমসকে ভয় দেখায়। কিন্তু এতেই কাল হয়ে দাঁড়ায় হোমসের।

এক পর্যায়ে মেয়ে বন্ধুটির হাত থেকে অনিচ্ছাকৃতভাবে ট্রিগারে চাপ লাগে এবং গুলি সরাসরি হোমসের মাথায় ঢুকে যায়। নিমিষেই গাড়ির সিটের উপর লুটিয়ে পড়েন হোমস।

google news newsasia24

গুলি লাগার সাথে সাথেই হোমসের দুই বন্ধু ভয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যান।

devin-homes-dead-twitter-post-video-viral-newsasia24 2
টুইটার থেকে সংগৃহীত, নিউজ এশিয়া২৪

ঘটনাটি ঘটে ২০০৮ সালে। কিন্তু ভিডিওটি ফেসবুকে লাইভ করা হলেও পরবর্তিতে সেটি ডিলিট করে দেয়া হয়। ফলে সবার আড়ালে থেকে যায় ভিডিওটি। দীর্ঘ পনেরো বছর পর ডেভিন হোমসের ভিডিও সবার সামনে উঠে এসেছে। টুইটারে পোস্ট করা হলে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: 

সিঙ্গাপুরকে হারিয়ে পরাজয়ের প্রতিশোধ নিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ফুটবল দল ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে সিঙ্গাপুরকে হারিয়ে দিয়েছে।

আজ শুক্রবার (১ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শুরু মাত্র ৩ মিনিটির মাথায় একটি গোল করে দলকে এগিয়ে নেন আফিদা খন্দকার। এর জোড়া গোল করেন তহুরা খাতুন।

এ দলের কোচ ছিলেন বারী টিটু। তার অধীনে মেয়েদের এটা প্রথম জয়। সাফের শিরোপা দেয়ার পর গোলাম রব্বানী ছোটন কোচের দায়িত্ব ছেড়ে দেন।

singapur-bangladesh-football-win-newsasia24 2

আগামী সোমবার বাংলাদেশ-সিঙ্গাপুর দ্বিতীয় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সবশেষ সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশর মেয়েরা। আজ সেই হারের প্রতিশোধ নিল বাংলাদেশ।

google news newsasia24

এক নজরে বাংলাদেশ একাদশ: সানজিদা আক্তার (শামসুন্নাহার জুনিয়র), মারিয়া মান্ডা, রিতু পর্না চাাকমা (শাহেদা আক্তার রিপা) তহুরা খাতুন (সুমাইয়া) ও সাবিনা খাতুন (আকলিমা, রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার, আফিদা খন্দকার, মাসুরা পারভীন, মনিকা চাকমা (স্বপ্না রানী)।

আরও পড়ুন: 

আজ থেকে ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ শুক্রবার (১ ডিসেম্বর) যাত্রা শুরু করছে ঢাকা-কক্সবাজার-ঢাকা রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল।

এর মধ্যে দিয়ে কক্সবাজার জেলাসহ বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘ ১৩০ বছরের স্বপ্ন পূরন হতে যাচ্ছে। ট্রেন চলাচল শুরু কে ঘিরে কক্সবাজারের স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

রেলওয়ে সূত্র জানায়, আজ দুপুর ১২টা ৪০ মিনিটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি ১ হাজার ৩৮০ জন যাত্রী নিয়ে প্রথমবারের মতো কক্সবাজার ছেড়ে রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনের উদ্দেশে যাত্রা করবে।

কক্সবাজার থেকে ঢাকা যেতে ট্রেনটির ৮ ঘণ্টা ১০ মিনিট সময় লাগবে।

অপরদিকে আজ রাত ১০টা ৩০ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে।

dhaka-coxesbazar-train-start-newsasia24

কক্সবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. ফরহাদ বিন জাফর বলেন, ‘উদ্বোধনী ট্রেনে ঢাকাগামী ১ হাজার ৩৮০ জন যাত্রী থাকবে। ট্রেনটিতে ২৩টি বাস বা বগি থাকবে।’ গত ২৩ নভেম্বর উদ্বোধনী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরুর দিন প্রথম আড়াই ঘণ্টায় বিক্রি হয়ে যায়।

রেলপথ মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়েছে, কক্সবাজার-ঢাকা ৪৮০ কিলোমিটার দৈর্ঘ্যের নির্মিত রেলপথে যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় কক্সবাজার রেলস্টেশনে একটি উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে রেলসচিব মো. হুমায়ুন কবির উপস্থিত থাকবেন।

রেলওয়ে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন এ রেলপথে চলাচলকারী ট্রেনটির নামকরণের জন্য মন্ত্রণালয় থেকে ছয়টি নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়। সেই ছয়টি নাম থেকে প্রধানমন্ত্রী ট্রেনটির নাম ‘কক্সবাজার এক্সপ্রেস’ চূড়ান্ত করেন।

আরও পড়ুন: 

চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ স্থাপন প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালের জুন মাসে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয় প্রায় ১৮ হাজার ৩৪ কোটি টাকা। গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

google news newsasia24

আমেরিকায় পোশাক রপ্তানি বন্ধ হবে না: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: বাংলাদেশ থেকে সস্তায় পোশাক পায় বলে কেনে আমেরিকা। সুতরাং সে দেশের সরকার বললেই পোশাক রপ্তানি বন্ধ হবে না বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।america-poshak-roptani-bpndo-hobe-na-pororashtro-montri-newsasia24বাংলাদেশের পোশাকশিল্প মালিকদের ডায়নামিক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একসময় আমাদের ভয় ছিল যে আমেরিকা কোটা সিস্টেম উঠিয়ে দিলে না জানি কী ভরাডুবি হবে। বাংলাদেশের সংবাদমাধ্যমেও এ নিয়ে শোরগোল উঠেছিল।

পরে দেখা যায়, আমাদের ব্যবসায়ীরা এত স্মার্ট যে কোটা সিস্টেম উঠিয়ে দেওয়ার পরে তারা রপ্তানি কয়েকগুণ বাড়িয়ে দিলো।

আরও পড়ুন>>২০৮ কোটি ৮২ লাখ ৭০ হাজার টাকার সয়াবিন কিনবে সরকার

আমাদের গতিশীল প্রাইভেট সেক্টরের ওপর আমার আস্থা আছে। আমি বিশ্বাস করি, আমেরিকার সরকার বললেই এটা বন্ধ হবে না। কারণ ওখানের প্রাইভেট খাতগুলো তাদের সরকারকে অনেকসময় পাত্তাই দেয় না। আর তারা কেনে, কারণ তারা সস্তায় পায়।’

যুক্তরাষ্ট্রের নতুন শ্রমনীতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে এক চিঠিতে সতর্ক করেছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। এটা কী কারণে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘দুনিয়ার মজদুরদের উন্নয়নে যুক্তরাষ্ট্র একটি ভালো কাজ করছে বলে আমি শুনেছি। আপনাদের মনে হচ্ছে, প্রেসিডেন্ট লিডন বি. জনসন যখন ক্ষমতায় আসেন, তখন তিনি দুনিয়া থেকে দারিদ্র্য দূর করার পরিকল্পনা নিয়েছিলেন। এটা বড় কর্মসূচি ছিল। সেই কর্মসূচির কারণে আমরাও উপকৃত হয়েছি।’

আরও পড়ুন>>ভারতের চাল রপ্তানি নিষিদ্ধকরণ ও শুল্ক আরোপ: চাল রপ্তানি কমবে ১৯ লাখ টন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মতো সবচেয়ে ধনী দেশ, যেখানে তাদের মাথাপিছু আয় ৬৫ হাজার মার্কিন ডলার, সেই দেশও যদি দুনিয়ার মজদুরদের জন্য, তাদের জীবনমানের উন্নয়নের জন্য একটি ভালো কর্মসূচি নিয়ে আসে, সেটা অনেক বড় উদ্যোগ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীর সবার আশা-আকাঙ্ক্ষার প্রতীক আমেরিকা। তারাই শেষ আশ্রয়, জীবনের শান্তির জন্য। তারা যদি এমন সুন্দর সুন্দর কর্মসূচি নিয়ে আসে, আমরা অবশ্যই স্বাগত জানাবো। আমরা চাই, দুনিয়ার সব শ্রমিকরা ভালো থাকুক।’

তবে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস বাণিজ্য মন্ত্রণালয়কে যে চিঠি দিয়েছে, সে সম্পর্কে তিনি কিছু জানেন না বলে উল্লেখ করেন ।

আব্দুল মোমেন বলেন, ‘আমরা চাই না আমাদের উন্নয়ন-অগ্রগতি বাধাগ্রস্ত হোক। তৈরি পোশাকখাতের বড় বড় ক্রেতারা ইউরোপীয় ও আমেরিকার। এটা আমাদের বড় রপ্তানি।

আরও পড়ুন:

এক্ষেত্রে ব্যাঘাত হলে অসুবিধা হবে। তবে এতটুকু বলে রাখতে চাই, এগুলো সব প্রাইভেট সেক্টরের, আর যারা ক্রেতা, তারাও প্রাইভেট সেক্টরের।

সুতরাং, তারা সরকারের কারণে কেনে না, তারা কেনে সস্তা ও ভালো মানের পণ্যের কারণে ।

google news newsasia24

 

শিশুদের অমনোযোগিতা একটি মানসিক রোগ

লিমা পারভীন : শিশুদের সব কিছুতে অমনোযোগিতা একটি মানসিক রোগ ।

বাচ্চাদের কোনো কিছুতে মনোযোগ দিতে না পারা ।কাজের মাঝে সহজে নিবিষ্ট হতে না পারা। খামখেয়ালির বশে ভুল করা কিংবা কারোর কোনো নির্দেশ অনুসরণ না করা।

baccader-omonojogi-akti-manoshik-rog2-newsasia24

বেখেয়ালি বা ঝোঁকের বশে কাজ করার প্রবণতা।খুব বেশি কথা বলা এবং অন্যান্যদের কথার মাঝখানে কথা বলাঅতিমাত্রায় কাজ করার চেষ্টা, অল্পতেই উত্তেজিত হয়ে ওঠা এবং কি করছিল সেসব ভুলে যাওয়া, অস্থিরতা ও ছটফট করা।

আপনার শিশুটি যদি অতিরিক্ত অমনোযোগী হয় এবং এই সমস্যার জন্য আপনার শিশুর দৈনন্দিন জীবন কিংবা স্কুলে সমস্যা দেখা যায়।

সেক্ষেত্রে একজন দক্ষ শিশু মনোরোগ বিশেষজ্ঞ, নিউরোলোজিস্ট, সাইকোলোজিস্ট এবং শিশুরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে তার লক্ষণগুলোর সামগ্রিক বিচার-বিশ্লেষণ করুন।

আরও পড়ুন>>আপনার দাম্পত্য জীবন মধুর করুন

যদি চিকিৎসক বলে যে আপনার বাচ্চা অমনোযোগিতায় আক্রান্ত এবং বিশেষত তিনি যদি বাচ্চার জন্যে মিথাইলফেনাইডেট কিংবা অন্য কোনো ওষুধ সেবনের পরামর্শ দেয় তাহলে তা ব্যাবহার করতে হবে।

নিজের বাচ্চাকে জানার চেষ্টা করুন। তার আচরণ এবং ধরন, শখ, কোন কোন বিষয়ে দক্ষতা এবং অদক্ষতা আছে, সেগুলো জানুন।

আরও পড়ুন:

কিছু বাচ্চা আছে যারা অমনোযোগিতায় আক্রান্ত হলে পরিকল্পিত কাজকর্মগুলো তেমন কোনো নির্দেশনা ছাড়াই সুচারুভাবে সম্পন্ন করতে পারে না। আবার কিছু কিছু বাচ্চারা পরিকল্পিত কাজকর্মগুলো করতে পারে।

আপনার বাচ্চা নিজের যে কাজকর্মগুলো করতে পারে না সেগুলোর জন্যে তাকে কোন রকম শাস্তি দেবেন না।এতে বাচ্চার ব্রেইনে প্রেসার পরে।

google news newsasia24

১০০ বছরে মারা গেলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: ১০০ বছরে মারা গেলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১০০ বছর।

স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

পররাষ্ট্রমন্ত্রী হওয়র আগে কিসিঞ্জার হার্ভার্ডের একজন অধ্যাপক ছিলেন। পরে ৫৬তম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন।

তিনি মার্কিন-সোভিয়েত যুদ্ধের অন্যতম কারিগর।

কিসিঞ্জার ১৯২৩ সালের ২৭ মে জার্মানির একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবার নাৎসি শাসন আমলে জার্মানি থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যায়। সেখানেই তার বেড়ে ওঠা। এরপর ১৯৪৩ সালে তিনি মার্কিন নাগরিক হন। আর মার্কিন সেনাবাহিনীতে এবং পরে কাউন্টার ইন্টেলিজেন্স কর্পসে তিন বছর চাকরি করেন।

আরও পড়ুন: 

বাংলাদেশের ইতিহাসে হেনরি কিসিঞ্জার তার এক মন্তব্যের জন্য বেশ পরিচিত ছিলেন। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ওয়াশিংটনে দক্ষিণ এশিয়া পরিস্থিতি নিয়ে হওয়া এক বৈঠকে বাংলাদেশে খাদ্য সহায়তার কথা উঠলে কিসিঞ্জার ‘ বাস্কেট কেস ‘ প্রসঙ্গ তোলেন। এরপর থেকে বাস্কেট কেস বা তলাবিহীন ঝুড়ি কথাটা বাংলাদেশের হয়ে যায়।

এছাড়াও ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন।

google news newsasia24

আমাদের নিজেদের অর্জনগুলো ধরে রাখতে হবেঃ ডা সায়মা খান

মারুফ সরকার,স্টাফ রির্পোটার: ‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ এই শ্লোগানকে প্রতিপাদ্য ধরে টেকসই যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার পরিষেবার পথ উন্মোচিতকরণ দিনব্যাপী পরামর্শ কর্মশালার আয়োজন করে আশার আলো সোসাইটি। উক্ত কর্মশালায় চারটি কমিউনিটি বেজড বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। যারা দেশের বিভিন্ন যৌন পল্লীতে যৌন কর্মিদের স্বাস্থ্য ও অধিকার নিয়ে কাজ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ডা শাহ মোহাম্মদ জসীম উদ্দিন পরিচালক এনএএসসি/ডিজিএইচএস। তিনি বলেন, সিবিওদের (কমিউনিটি বেজড অর্গানাইজেশন) দক্ষতা বৃদ্ধির জন্য তাদের নিজেদের ভূমিকাই প্রধান। তবে যেখানে এএসপি/ ডিজিএইচএস’র সহায়তা পাওয়া যাবে সেখানে ‘আশার আলো সোসাইটি’র মাধ্যমে জানানো হলে এনএএসসি/ডিজিএইচএস প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং যৌন পল্লীতে বসবাসকারী নারীদের শুরু করা হবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা সায়মা খান, কান্ট্রি ডিরেক্টর, ইউএনএইডস।

তিনি বলেন, যদি ফান্ডিং আস্তে আস্তে কমে যায় বা বন্ধ হয়ে যায়, ডোনার সাপোর্ট এখন আমাদের দেশে কমবে, এখন আমরা অনেক স্বাবলম্বী হয়ে গেছি। এই ডোনার সাপোর্টের এই প্রোগ্রামগুলো কমে গেলে তখন কি হবে? আমরা এত বছরে যা অর্জন করেছি তা হারাতে পারব না। এই জন্যই আপনাদের (সিবিও) এখানে নিয়ে এসেছি। আগামীকাল থেকে যদি সেইফ ফান্ড জিরো হয়ে গেলে আপনারা যার যার অবস্থান থেকে এই অর্জনগুলো ধরে রাখার জন্য কাজ করতে হবে এবং লোকাল প্রশাসনের সাথে যোগাযোগ রাখবেন যাতে আপনারা কোন বিপদে পড়লে নিজেরা দাড়াতে পারেন।‘

আরও পড়ুন: 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডা আব্দুল ওয়াদুদ, প্রোগ্রাম ম্যানেজার এইডস/এসটিডি প্রোগ্রাম, ডিজিএইচএস, ড রওনক খান, চিফ অফ পার্টি, সেভ দ্যা চিলড্রেন ও ডা রোখসানা, প্রজেক্ট টেকনিক্যাল অফিসার ইউএনএফপিএ।

google news newsasia24

শাহ আব্দুল করিম অ্যাওয়ার্ড পেলেন পরিচালক ফজলুল হক

মারুফ সরকার,স্টাফ রির্পোটার: শাহ আব্দুল করিম (এসএকে) অ্যাওয়ার্ড-২০২২ এ ভুষিত হলেন পরিচালক ফজলুল হক (ফজলুল সেলিম)। ”ঢাকা সাংস্কৃতিক সংগঠনের” উদ্যোগে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে জমকালো আয়োজনের মাধ্যমে শ্রেষ্ট পরিচালকের অ্যাওয়ার্ডপ্রদান করা হয়।

অনুষ্টানে ফজলুল হক(ফজলুল সেলিম) এর হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি। বিশেষ অতিথি ছিলেন পীরজাদা শহীদুল হারুন সাবেক অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়। অনুষ্টানে সভাপত্বি করেন আলহাজ¦ আনোয়ার হোসেন।

abdul-karim-award-fazlul-haque-newsasia24 2

ফজলুল সেলিম এ পর্যন্ত প্রায় ১০০টি নাটক নির্মান করেছেন এবং ৫০টির বেশি নাটক রচনা করেছেন। সন্মাননা প্রসঙ্গে ফজলুল সেলিম বলেন- দীর্ঘ সময় নাটক পরিচালনা করে আসছি.. কাজের ম্যলায়ন স্বরূপ পুরস্কার পেয়ে ভাল লাগছে । আরও ভাল নাটক নির্মান করার । লেখার উৎসাহ পাবো। সবার কাছে দোয়া চাই আরও ভাল নাটক সামনে আপনাদের উপহার দিতে পারি।

আরও পড়ুন ;

কাজের ব্যস্ততা নিয়ে পরিচালক বলেন- সম্প্রতি মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁইকে নিয়ে ” সেই লেভেলের বাটপার” নামে একটি নাটকের শ্যুটিং শেষ করে । নেপালে দুটি নাটকের শ্যুটিং করতে যায় । তাছাড়া একটি শর্টফিল্ম করবো । বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য।

google news newsasia24

২৮০ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল বিএনপি

নিউজ এশিয়া২৪ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮০ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল বিএনপি।

আজ বুধবার(২৯নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের দলীয় কার্যালয়ে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার।

এ সময় তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী ও নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা উপস্থিত ছিলেন না।

ঘোষিত প্রার্থীদের মধ্যে পাঁচজন সাবেক সংসদ সদস্য রয়েছেন। বাকি আসনগুলোর প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: 

পাঁচজন সাবেক সংসদ সদস্যরা হলেন- মৌলভীবাজার- ২ আসনে এম এম শাহীন, লক্ষ্মীপুর- ১ আসনে এম এ আউয়াল, সাতক্ষীরা- ৪ আসনে এইচ এম গোলাম রেজা, ঝিনাইদহ- ২ আসনে নুরুদ্দিন আহমেদ এবং মেহেরপুর- ২ আসনে আবদুল গণি।

আজ বুধবার(২৯নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ রিটার্নিং অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের কাছে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার।

google news newsasia24