শিরোনাম

শিরোনাম

মালয়েশিয়ায় নিহত ৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত

নিউজ এশিয়া২৪ ডেস্ক: মালয়েশিয়ায় ভবন ধসে নিহত তিন বাংলাদেশি ও আহত দুজন শ্রমিকের পরিচয় পাওয়া গেছে।

এখনও নিখোঁজ রয়েছেন চারজন। তারা সবাই বাংলাদেশি শ্রমিক বলে জানিয়েছেন পুলিশ।

বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (লবোর) এএসএম জাহিদুর রহমান নিহতদের পরিচয় শনাক্ত করেছেন।

maloisiya-accident-bangladeshi-people-identify-newsasia24

নিহতরা হচ্ছেন- মোহাম্মদ মোকাদ্দেস আলী (৪৬), মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯) ও মো. আহেদ আলী (৪২)।

আহত দুইজন হচ্ছেন- মো. রাজু ইসলাম (৩৩) ও মো. উজ্জ্বল মৃধা (৩০)।

তাদের পেনাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে উজ্জ্বলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাহিদুর রহমান।

স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মালয়েশিয়ার পেনাং রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন>>ইউক্রেন রাশিয়া যুদ্ধ : সবচেয়ে বড় ড্রোন হামলা

পেনাংয়ের উপ-পুলিশপ্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন- এ ঘটনার ভুক্তভোগীরা বাংলাদেশি নাগরিক।

এদিকে দুর্ঘটনায় নিহত-আহত বাংলাদেশি শ্রমিকদের পরিচয় শনাক্তের জন্যে ঘটনাস্থল ও হাসপাতালে ছোটাছুটি করছেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (লেবার) এএসএম জাহিদুর রহমান।

আরও পড়ুন:

এছাড়া ঘটনাস্থলে রয়েছেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর ও বাংলাদেশ কনস্যুলেট দাতুক শাইক ইসমাইল আলাউদ্দীন।

google news newsasia24

রাইদা পরিবহনের বাসে আগুন

নিউজ এশিয়া২৪ ডেস্ক: রাজধানীর সায়েদাবাদে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বুধবার (২৯ নভেম্বর) রাত ৭টা ৩৫ মিনিটে বাসে অগ্নিসংযোগের খবরে পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট।

saidabad-raida-poribohon-bus-agun-newsasia24

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, আমরা রাত ৭টা ৩৫ মিনিটে খবর পেয়েছি, সায়েদাবাদে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

আরও পড়ুন>>খোকসায় পল্লী চিকিৎসককে মারধর

ওই খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৭টা ৪৪ মিনিটে এসে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুনে কোনো হতাহতের তথ্য জানা যায়নি।

google news newsasia24

খোকসায় পল্লী চিকিৎসককে মারধর

নাজমুল হাসান,স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার খোকসায় গ্রামের প্রকাশ্য বাজারে পল্লী চিকিৎসক ওয়াশিম আকরাম এর উপর হামলা করে এক হাত ও পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ভবানীপুর বাজারে চিকিৎসক ওয়াসিম আকরামের ফার্মেসীতে হামলা করে সন্ত্রাসীরা। আহত পল্লী চিকিৎসক দক্ষিন শ্যামপুর গ্রামের আবু সাঈদের ছেলে।

polli-doctor-akram-khoksha-newsasia24

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার পর হকিস্টিক ও ধারালো দেশী অস্ত্র নিয়ে ৭/৮ জন সন্ত্রাসী ওই চিকিৎসকের ফার্মেসীতে হানা দিয়ে ওয়াসিম আকরামের উপর হামলা করে। ইচ্ছামত পিটিয়ে আহত চিকিৎসককে ফেলে রেখে যায়। পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলায় চিকিৎসকের বাম হাত ও বাম পা ভেঙ্গে গেছে।

আরও পড়ুন>>৭ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

চিকিৎসাধীন পল্লী চিকিৎসক ওয়াসিম আকরাম জানান, বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা মেম্বর রোমেলা খাতুনের ছেলে মিল্টনের নেতৃত্বে তার উপর হামলা করা হয়। প্রকাশ্য বাজারে হামলার সময় সন্ত্রাসীদের সবার হাতে হকিস্টিক ও দেশী অস্ত্র ছিল। তারা ফার্মেসীর ভিতরে ঢুকে হামলা করে। ১৫/২০ মিনিট ধরে হামলাকারীরা তাকে পিটিয়ে বাম পা ও বাম হাত ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় তিনি মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা যায়, গত ২ মাস আগে ওয়াসিম আকরামের বাড়িতে মিল্টনের নেতৃত্বে লুটপাট ও ককটেল নিক্ষেপ করা হয়েছিল।

আরও পড়ুন:

বেতবাড়িয়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর রোমেলা খাতুন ও ছেলে মিল্টনের সঙ্গে যোগাযোগ করার হলে তাদের পাওয়া যায় নাই। মুঠোফোনে কল দিলে ফোনটিও বন্ধ দেখায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। কেউ লিখিত অভিযোগ বা এজাহার দিতে আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news newsasia24

শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত সাধারণ জনগণের পাশে থাকবো: আব্দুর রউফ

নাজমুল হাসান ,স্টাফ রিপোর্টারঃ ঢাকা থেকে সকালে রওনা দিয়েছেন কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (কুমারখালী-খোকসা) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ। তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেলেও দলের ডার্মি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের আশা ব্যক্ত করায় তার কর্মী সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

আব্দুর রউফ আজ সকাল১১ টার দিকে খোকসার বিলজানি প্রথমবরের মতো প্রবেশ করেন। তাকে ঢোলডগ্গর বাজিয়ে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ফুলেল শুভেচছা জানান তৃনমুলের নেতাকর্মী ও সাধারণ জনগন।

abdur-rouf-khoksa-kumarkhali-nomination-newsasia24 2

হাজারো মোটরসাইকেল, ব্যান্ডপার্টি, শোভাযাত্রা নিয়ে তার নিজ নির্বাচনীয় এলাকায় প্রবেশ করেন তিনি। এসময় দলীয় নেতা-কর্মীদের হাত থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি একটি ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে জনগণকে শুভেচ্ছা জানাতে জানাতে প্রথমে খোকসা ও পরে কুমারখালী শহর ঘুরে তার নিজ এলাকায় গিয়ে পৌঁছান।

নিজ নির্বাচনীয় এলাকায় আসার পর আব্দুর রউফ তার কর্মীদের উদ্দেশ্য বলেন, আমি নৌকার বিপক্ষে নই। আমি এই এলাকার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রার্থী হয়েছি। আমি আওয়ামী লীগের লোক, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা জীবন আওয়ামী লীগ করে যাব।

আরও পড়ুন: 

আব্দুর রউফ আরও বলেন, তিনি (কুমারখালী-খোকসা) আসনের জনগণের ইচ্ছায় রাজনীতি করেন। জনগণের ভালোবাসা ও সমর্থন তাঁকে এ পর্যন্ত এনেছে। জনগণ তা ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত খোকসা-কুমারখালীর সাধারণ জনগণের পাশে থাকবো।

google news newsasia24

ইসলামের কিছু প্রশ্ন ও উত্তর… ( পর্ব-২ )

ইসলামের অনেক খুটিনাটি সাধারন বিষয় আছে যেগুলো আমরা অবগত নই। তাই  ইসলামের কিছু প্রশ্ন এবং উত্তর আকারে “নিউজ এশিয়া২৪” এর পাঠকদের জন্য তুলে ধরা হলোঃ 

প্রশ্ন : মেরাজের নামাযে রাসুল ও আমিয়াদের কত কাতার হয়েছিল?

উত্তর: মোট সাত কাতারে সারিবদ্ধ হয়েছিল। যার মধ্যে ৩ কাতার রাসুলগণ ও ৪ আম্বিয়াগণ ছিলেন।

প্রশ্ন : হেরা গুহার দৈর্ঘ্য এবং প্রস্থ কতটুকু ছিল?

উত্তর : দৈর্ঘ্য চারগঞ্জ এবং প্রস্থ দু’গজ ছিল।

প্রশ: রাসুলুল্লাহ সা. হযরত জিবরাইল আ. কে তার আসল আকৃতিতে কতবার দেখেছিলেন?

উত্তর : পুরো জিন্দেগীতে চারবার দেখেছিলেন।

প্রশ্ন : রাসুলুল্লাহ সা. এর বক্ষ বিদারণ কতবার হয়েছে?

উত্তর : মোট চারবার হয়েছে।

প্রশ্ন : নবী করিম সা. এর তলোয়ারের নাম কি ছিল?

উত্তর : তলোয়ারের নাম ছিল জুলফিকার ।

প্রশ্ন : নবী কারীম সা. তলোয়ার কাকে উপহার দিয়েছিলেন?

উত্তর : হযরত আলী রাখি, কে দিয়েছিলেন।

প্রশ্ন : হুজুর সা. কতটুকু পানি দ্বারা ওযু এবং গোসল করতেন?

উত্তর : তিনি ৭৯৫ গ্রাম পানি দ্বারা ওযু করতেন। এবং ৩ কিলো ১৫০ গ্রাম পানি দ্বারা গোসল করতেন ।

প্রশ্ন : হুজুর সা. হযরত আদম আ. এর কত বছর পরে জন্মগ্রহণ করেছেন ?

উত্তর: হুজুর সা. ছয় হাজার একশত পঞ্চাশ বছর পর জন্মগ্রহণ করেছেন।

প্রশ্ন : রাসুল সা. এর খাবার গ্রহণের পদ্ধতি কি ছিল এবং কিভাবে বসে তিনি আহার করতেন?

উত্তর : হযরত মুহাম্মদ সা. দুই তরিকায় উপবিষ্ট হয়ে আহার করতেন ।

১. এক হাটু উঠিয়ে এবং এক হাটু বিছিয়ে। ২. উভয় হাটু বিছিয়ে এবং পদ্ধতি ছিল এরূপ যে, বাম পায়ের তালু ডান পায়ের পৃষ্ঠে লাগিয়ে নিতেন এবং মধ্যমা, শাহাদাত, বৃদ্ধা, এ তিন আঙ্গুলি দ্বারা আহার করতেন ।

প্রশ্নঃ খাবারের শুরুতে এবং শেষে কোন জিনিস খাওয়া সুন্নাত । মিষ্টিদ্রব্য নাকি লবনাক্ত?

উত্তর : আহারের শুরুতে লবণাক্ত জিনিস দ্বারা আরম্ভ করা এবং লবাণাক্ত জিনিস দ্বারা শেষ করা সুন্নাত। এর মধ্যে ৭০ প্রকারের রোগের এরোগ্য রয়েছে।

প্রশ্নঃ কোন সবজি আহারের সময় হুজুর সা. তরকারী ঝোলের মধ্যে তালাশ করতেন?

উত্তর : সে সবজি হল লাউ তথা কদু ।

প্রশ্ন হুজুর সা. এর পায়জামা কতটুকু লম্বা এবং কতটুকু চওড়া ছিল?

উত্তর: রাসুল সা. পায়জামা লম্বা ছিল চারহাত ও চওড়া ছিল বার আঙ্গুল পরিমাণ ।

প্রশ্ন: নবী করিম সা. এর নিকট কতগুলি ঘোড়া ছিল এবং সেগুলোর নাম কি?

উত্তর : রাসুল সা. এর নিকট সাতটি ঘোড়া ছিল। নাম হলো- ১. সাকব, ২. মরতাজ, ৩.তীফ, ৪. লেজার, ৫. জরব, ৬. সবহা, ৭. দার ।

আরও পড়ুন:

প্রশ্ন : রাসুল সা. এর নিকট কতগুলো খচ্চর ছিল?

উত্তর : পাঁচটি খচ্চর ছিল। এগুলো হলো- ১. দুলদুল, ২. ফিজজা, ৩. সাদা খচ্চর, ৪. হাকাম, ৫, আসহামা ।

প্রশ্ন : রাসুল সা. এর নিকট কতটি গাধা ছিল?

উত্তর : তিনটি গাধা ছিল। যথা- ১. আফির, ২. ফারুয়া, ৩. গাধা। প্রশ্ন : রাসুল সা. এর নিকট কতগুলো উঠনি ছিল এবং তাদের নাম কি?

>ইসলামের কিছু প্রশ্ন ও উত্তর… ( পর্ব-৩) দেখতে চোঁখ রাখুন “নিউজ এশিয়া২৪” এ

 

google news newsasia24

আজ অবরোধ, আগামীকাল হরতাল

নিউজ এশিয়া২৪ ডেস্ক: আজ সারাদেশে অবরোধ কর্মসূচি পালন শুরু করবে বিএনপি ও সমমনা দলগুলো। খালেদা জিয়াসহ কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তির দাবি, প্রধানমন্ত্রীর পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আজ বুধবার (২৯ নভেম্বর) ভোর ৬টা থেকে সারাদেশে এ অবরোধের ঘোষনা দেয়া হয়।

এছাড়াও আগামীকাল (৩০ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ঘোষনা দিয়েছে বিএনপি।

গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে অষ্টম দফার এই কর্মসূচি ঘোষণা করেন ।

bus-terminal-oborodh-newsasia24 2

আরও পড়ুন: 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি। আর বৃহস্পতিবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত—’ডন টু ডাস্ক’ হরতাল পালন করবে বিএনপি।

google news newsasia24

বউ-শাশুড়ির সম্পর্ক মধুর করার ৭ টি উপায়

লিমা পারভীন: শাশুড়ি-বউমার মধ্যে সম্পর্ক ভালোনা হওয়ায় অনেক বাড়িতেই ঝগড়া-অশান্তি লেগে থাকে। এ সমস্যার কারনেই অনেকেই বিয়ে করতেও ভয় পান।

শাশুড়ির সঙ্গে মিল না হওয়ার কারণে অনেকে মানসিক রোগে ভোগেন। তবে একটু বুদ্ধি খরচ করলেই এই অশান্তি এড়িয়ে যেতে পারেন।

bou-shashuri-judhu-newsasia24

জেনে নিন, বউ-শাশুড়ির সম্পর্ক মধুর করার উপায়:

১.আপনার স্বামী কিন্তু তার সন্তানও বটে, এই কথা ভুললে চলবে না। স্বামীকে নিয়ে শাশুড়ির সঙ্গে প্রতিযোগিতায় নামাটা বোকামি। আপনি শাশুড়ির থেকে সব দিকেই ভালো— বরের সামনে এমনটা দেখানোর কোনো প্রয়োজন নেই।

২. তিনি আপনার থেকে বয়সে বড়, অভিজ্ঞতাও বেশি। তাই তিনি সংসার সামলাতে আপনার থেকে বেশি দক্ষ হবেন, সেটিই স্বাভাবিক। এ কথা মাঝে মাঝে মেনে নিলে ক্ষতি নেই। শাশুড়ির প্রতি সম্মান শ্বশুরবাড়িতে আপনার জায়গা অনেক বেশি পোক্ত করবে।

আরও পড়ুন>>বয়স ৪০ হয়ে গেলে গর্ভধারন কি ঝুঁকিপূর্ণ? জেনে নিন বিস্তারিত..

৩.আপনার কর্মক্ষেত্র নিয়ে শাশুড়ির সঙ্গে মতবিরোধ হচ্ছে? শাশুড়ি আগের প্রজন্মের মানুষ। তাই আপনার কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা না-ও থাকতে পারে। এ ক্ষেত্রে মতবিরোধ হয় অনেক সময়। তার কথা অবজ্ঞা না করে; বরং কয়েক দিন আপনার কাজ, কর্মক্ষেত্র নিয়ে গল্প করুন শাশুড়ির সঙ্গে। বাইরের জগৎ সম্পর্কে শাশুড়ির ধারণা তৈরি করুন। দেখবেন সমস্যা অনেকটাই কমেছে।

৪.বয়স হলে মানুষ অভিমানী হয়ে পড়েন। অল্পতেই তারা রেগে যান, আবার অল্পতেই রাগ কমে যায়। এমনটা আপনার বাবা-মায়ের ক্ষেত্রেও হয় নিশ্চয়ই। শাশুড়ি কোনো কাজ করলে সমালোচনা না করে তার প্রশংসা করুন। এতে তিনি উৎসাহিত হবেন। কোনো ভুল হলেও গল্পের ছলে সেই ভুল শুধরে দিন। একে অপরের সঙ্গে কথাবার্তা বাড়লেই তো সম্পর্কের ভিত মজবুত হবে।

আরও পড়ুন>>ঘর পরিষ্কার রাখার জন্য ক্লিনার তৈরি করুন লেবুর খোসা দিয়ে

৫.শাশুড়ির কোনো কথায় আঘাত পেলে সেই রাগ মনে পুষে রাখবেন না। কথায় কথায় শাশুড়িকে বুঝিয়ে দিন, আপনি তার কথায় কষ্ট পেয়েছেন। তবে ঝগড়া-অশান্তির ছলে নয়, শান্তভাবে আপনার সমস্যার কথা তাকে জানান। আপনার কোনো কথা তার খারাপ লাগলে তাকেও জানাতে বলুন। এভাবেই সম্পর্কের তিক্ততা নিয়ন্ত্রণ করা যাবে।

৬.শাশুড়ির পছন্দের বিষয়গুলো খেয়াল রাখুন। তার পছন্দের রান্না, অসুস্থতায় যত্ন করা, তার জন্মদিনটা একটু অন্য রকমভাবে পালন করা— আপনার এই ছোট ছোট প্রয়াসগুলোই তার মনে জায়গা করে নেবে।

আরও পড়ুন:

৭. দীর্ঘ দিন সংসারের টানাপড়েনের জেরে অনেকেই খিটখিটে হয়ে যান, কিন্তু তার কথাও কেউ ভাবছে দেখলে তিনি খুশিই হবেন। সবাই মিলে গল্প করুন, সময় দিন শাশুড়িকে। ছেলেকেও বলুন মায়ের সঙ্গে সময় কাটাতে। মা-ছেলের সম্পর্কের মধ্যে না পড়াই ভালো।

google news newsasia24

তারেকবিরোধী নেতারা নির্বাচনে আসবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ এশিয়া২৪ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমার কাছে তথ্য আছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যারা নেতা হিসেবে মানে না, তার নেতৃত্ব মানতে যাদের কষ্ট হচ্ছে, তারা এরই মধ্যে নির্বাচনে আসবে বলে আমরা জানি। নির্বাচনে আসার জন্য তারা বিভিন্ন কার্যক্রম তৈরি করছে।

বিএনপি নির্বাচনে না এলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে না- এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মন্ত্রী এ কথা বলেন।

আজ মঙ্গলবার (২৮নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

tarek-birodhi-netara-nirbacon-a-asbe-sorashtro-montr-newsasia24

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন, বিএনপির যে নেতৃত্ব, তা দলটির অনেকের পছন্দ না। যে কারণে তারা নতুন দল করে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছেন। আবার বিএনপিরও অনেকেই প্রার্থী হওয়ার চেষ্টা করছেন বলে জেনেছি।

আরও পড়ুন>>সারাদেশে বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতাল

মন্ত্রী আরও বলেন, মানুষ যখন তাদের (বিএনপি) থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা নিশ্চিত যে নির্বাচনে আসতে পারবে না কোনোদিন। যে কারণে কুৎসা রটাচ্ছে, অবান্তর কথা বলে যাচ্ছে।

এ কথাটা জোরের সঙ্গে বলতে পারি যে, নির্বাচন কমিশন নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছে, সেই সময়ই নির্বাচন হবে।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষ উৎসবমুখর পরিবেশে চলে এসেছে। সবাই নিজেদের প্রার্থীকে কিভাবে বিজয়ী করা যায়, সেগুলো নিয়ে চিন্তা করছেন। কে নির্বাচনে এলো না, বা কে কী বললেন, তা নিয়ে মানুষের কোনো উদ্বেগ নেই।

আরও পড়ুন>>আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ (লিস্ট সহ)

লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা দেখবেন, সেটা আছে কিনা। রাজনৈতিক দলগুলো তো প্রচার করবেই। সবাই প্রচারে নামবে। নিজেদের প্রার্থী নিয়ে তারা আনন্দ করবে, উৎসব করবে।

বিএনপি নেতারা তো কারাগারে- এ বিষয়ে তিনি বলেন, তাদের যতগুলো নেতা কারাগারে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে। তারা ভাঙচুর করেছেন। বাস জ্বালিয়েছেন, মানুষ পুড়িয়েছেন।

এসব ঘটনা আমরা শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা করেছি ও গ্রেফতার হয়েছেন। এছাড়া তারা বিভিন্ন সময়ে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করেছেন। বিনা কারণে কাউকে ধরা হয়নি।

নির্বাচন ঘিরে কোনো নাশকতার শঙ্কা রয়েছে কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এখন পর্যন্ত এ ধরনের কোনো খবর পাইনি। আর নাশকতা কেবল বাংলাদেশের মানুষ না, বিশ্বের কোনো সভ্য দেশের মানুষ পছন্দ করে না।

যতই নাশকতা করবে, ততই জনবিচ্ছিন্ন হবে। এতে জনসমর্থনের চেয়ে ধিক্কার জুটবে তাদের ভাগ্যে।

আরও পড়ুন:

বিএনপি এখন ‘কঠোর আন্দোলন’ করবে বলে ঘোষণা দিয়েছে- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, সেই কঠোর আন্দোলন কী আমি জানি না।

আমরা তো দেখলাম, ট্রেনের লাইন কাটার জন্য তারা গিয়েছিল, জনগণ তাদের ধরিয়ে দিয়েছে। বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে জনগণ ধরে পুলিশে দিয়েছে। এতে প্রমাণ হয় যে দেশের মানুষ সহিংসতা পছন্দ করে না।

google news newsasia24

কুষ্টিয়ায় প্রমত্তা পদ্মায় ভাঙন

নিউজ এশিয়া২৪ ডেস্ক: কুষ্টিয়ায় প্রমত্তা পদ্মার গতিপথ পরিবর্তন হয়েছে। এতে নদী তীরবর্তী এলাকাগুলো ভাঙনের কবলে পড়েছে। ক্ষয়ক্ষতির মুখে পড়ছে জনবসতি, ফসলি জমি, ভবনসহ বিস্তীর্ণ এলাকা।

যদিও ভাঙন রোধে গেল ৩১ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রায় দেড় হাজার কোটি টাকার একটি প্রকল্প পাশ হয়েছে।

kustia-podma-vangon-newsasia24

তবে সংশ্লিষ্টরা পদ্মার গতিপথ পরিবর্তনের জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নদী তীরে গ্রোয়েন (বাধ) নির্মাণকে দায়ী করছেন।

তারা বলছেন, সময়মতো কিছু টাকা ব্যয়ে গ্রোয়েনের বিপরীত অংশে প্রতিরক্ষা বাধ নির্মাণ করা গেলে সরকারের এই হাজার কোটি টাকার ব্যয় সংকোচন করা যেত; ওই এলাকাতে ভাঙনও হতো না। এসবের দায় দিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের।

নদী বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিমভাবে কোনো নদীরই গতিপথ পরিবর্তনের সুযোগ নেই। তবে জনস্বার্থে অনেকসময় সেটি করা হয়ে থাকে।

আরও পড়ুন>>মুঠোফোনে শেখ হাসিনার সাফল্য বার্তা

কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর উপজেলা ঘেঁষে প্রবাহিত পদ্মা নদী চার বছর আগে যে প্রবাহ চ্যানেলে ছিল এখন সেখানে নেই।

নদীর বামতীরে গ্রোয়েন (বাধ) নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড। যে কারণে নদী এখন ডানতীর ঘেঁষে প্রবাহিত হচ্ছে; গুগল ম্যাপ দেখলেই সেটি স্পষ্ট হওয়া যায়।

নদী বিশেষজ্ঞ ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, পাউবোর গাফিলতির কারণে এরইমধ্যে ভাঙনের কারণে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন>>বিষাক্ত সাপ দিয়ে স্ত্রী-কন্যাকে হত্যা করলো স্বামী!

আবার এটি প্রতিরোধে সরকারের দেড় হাজার কোটি টাকার প্রকল্প দিতে হয়েছে। অথচ, সেই সময়ে পাউবো থেকে ব্যবস্থা নেওয়া হলে এর কোনোটিই হতো না।

জেলা পাউবোর মরফোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী রইচ উদ্দিন জানান, কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর উপজেলা ঘেঁষে প্রবাহিত পদ্মা নদী চার বছর পূর্বে যে প্রবাহ চ্যানেলে ছিল এখন সেখানে নেই। বামতীরে গ্রোয়েন (বাধ) নির্মাণের কারণে নদী এখন ডানতীর ঘেঁষে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, কুষ্টিয়ার হার্ডিঞ্জ রেল সেতু ও লালন শাহ সেতুলাগোয়া ভাটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের পোর্ট নির্মাণে পদ্মা নদীর বাম তীরে মূল প্রবাহ চ্যানেলের মধ্যে প্রায় ৫০০ মিটার দৈর্ঘ্যের গ্রোয়েন (বাঁধ) নির্মাণ শুরু হয় ২০১৭ সালে।

আরও পড়ুন>>এবার ঈশ্বরদীতে ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা

এরপর থেকেই নদীর ডান তীরে ভাঙন শুরু হয়। এভাবে গেল কয়েক বছরে পদ্মা প্রকৃত গতিপথ হারিয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে কয়েক হাজার হেক্টর জমি। এ নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে দায় দিচ্ছেন নদী ও পানি সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

এই ভাঙন রোধে গেল ৩১ অক্টোবর একনেকে ‘পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা’ শীর্ষক একটি প্রকল্প পাশ হয়। যার ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৭১ কোটি ৯০ লাখ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, শুরুতেই নদীর ডান তীরে মাত্র ২ কিলোমিটার প্রতিরক্ষা বাধ দিলে সুরক্ষিত থাকতো নদীর গতিপ্রকৃতি। এতে এই জনপদ ঝুঁকিমুক্ত থাকতো, লাঘব হতো সরকারের হাজার কোটি টাকার ব্যয়।

আরও পড়ুন:

স্থানীয় সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেন, ‘পদ্মা নদীর বাম তীরে রূপপুর বাধ নির্মাণের সাথে সম্পৃক্ত বিশেষজ্ঞরা একই সময়ে ডান তীরে সামান্য কিছু প্রতিরক্ষামূলক কাজ করলেই ব্যাপক ক্ষয়ক্ষতির আগ্রাসন থেকে রক্ষা পেত ভেড়ামারা-মিরপুরের বিস্তীর্ণ জনপদ।

দেরিতে হলেও সরকার সমস্যাটি সনাক্ত করে সমাধানে প্রকল্প নিয়েছে। ক্ষতি যা হবার হয়েছে, প্রকল্পটির বাস্তবায়ন হলে নতুন করে আর কোনো ক্ষয়ক্ষতি হবে না।’

google news newsasia24

ডিএমপির শ্রেষ্ঠ ওসি মাহফুজুল হক ভুঞা

মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অক্টোবর ২০২৩ মাসে অস্ত্র, মাদক, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার)।

মঙ্গলবার (২৮ নভেম্বর ২০২৩) সকাল ১০:৩০ টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

dmp-mahfujul-huk-vuia-prize-newsasia24

সে সুবাদে, মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাদক ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মো. মাহফুজুল হক ভুঞা।

আরও পড়ুন>>টাকার অভাবে বই ছাপানো বন্ধ

গত (১৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে মো. মাহফুজুল হক ভুঞা’কে ডিএমপি মোহাম্মদপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

এর আগে মো. মাহফুজুল হক ভুঞা ডিএমপির গুরুত্বপূর্ণ রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) ছিলেন। করোনা কালীন মহুর্তে নিজের সর্বোচ্চ দিয়ে রমনা বাসীর সেবা করেছেন ও নিজে ও বেশ কয়েকবার করোনা আক্রান্ত হয়েছেন।

সর্বশেষ ডিএমপির শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত)হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন মো. মাহফুজুল হক ভুঞা।

আরও পড়ুন>>মাধ্যমিক স্কুলে শিক্ষার্থী বাছাই ডিজিটাল লটারি আজ

মো. মাহফুজুল হক ভুঞা মোহাম্মদপুর থানায় যোগদানের পর থেকে থানার পূর্বচিত্রই পাল্টিয়ে দিয়েছেন।অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ জরাজীর্ণ থানার চারপাশ নতুন রুপে সাজিয়েছেন যাতে করে থানায় সেবা নিতে আসা মানুষ গুলো সুন্দর একটু পরিবেশ উপভোগ করতে পারে।

সাধারণ জনতা ইতিমধ্যে তাকে ডিএমপির মোহাম্মদপুর থানার জনবান্ধব ও পরিবেশ বান্ধব সফল ওসির খেতাব দিয়ে দিয়েছেন, সেই সাথে সাধুবাদ জানিয়ে তারা বলেন, ওসি মো. মাহফুজুল হক ভুঞা অল্পদিনে মোহাম্মদপুর থানার জনগণের মন জয় করতে সক্ষম হয়েছেন।

তিনি সন্ত্রাস ও মাদক দমন মাদক নির্মূলে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। যার পরিপ্রেক্ষিতে প্রায় প্রতিদিনই উদ্ধার হচ্ছে মাদক, গ্রেপ্তার হচ্ছে মাদককারবারি। ফলে অপরাধের সাথে সংশ্লিষ্ট অপরাধীরা যত্রতত্র অপরাধ করতে হিমশিম পোহাচ্ছে। ওসির মাদকবিরোধী কার্যক্রমে মোহাম্মদপুর এলাকাবাসীর মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে বলে সন্তোষ প্রকাশ করেন তারা।

আরও পড়ুন:

মাসিক অপরাধদমন এবং মাদক উদ্ধারে অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠত্ব হওয়ার পুরস্কার প্রসঙ্গে ডিএমপি মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো. মাহফুজুল হক ভুঞা সাংবাদিকদের বলেন,পুরস্কার পেতে কার না ভাললাগে, পুরস্কার কাজের অনুপ্রেরণা যোগায়। সর্বদা স্বচ্ছতার সাথে জবাবদিহিতার কথা মাথায় রেখে সেবাদানের মনমানসিকতা নিয়ে আমি আমার কাজটা করে যাই।

মো. মাহফুজুল হক ভুঞা’কে ডিএমপির অক্টোবরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় ডিএমপির কমিশনার হাবিবুর রহমান স্যার’ডিসি স্যারসহ সকল সিনিয়র স্যারদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ও আরো কৃতজ্ঞতা জানিয়েছেন সার্বক্ষনিক পাশে থেকে সহযোগিতাকারী টিম মোহাম্মদপুর থানার সকল সদস্যদের কে।

google news newsasia24